Mahendra Singh Dhoni: কেক খেয়ে কী করে এমন বাইসেপস? ধোনির ফিটনেসের রহস্য খুঁজছেন ফ্যানেরা

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 02, 2023 | 3:37 PM

MS Dhoni Latest Update: কেউ-কেউ মাহির থেকে ফিটনেস টিপসও চেয়েছেন। ধোনির ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। তাঁর বিলাসবহুল জীবনে উঁকিঝুঁকি মারে তাঁরা। এ বার বন্ধুর জন্মদিনে ধোনিকে মাততে দেখে বেশ খুশি তাঁরা। এই ভিডিয়োতে নানা মন্তব্যে ভরিয়েছেন ভক্তরা। ধোনি ফ্যানদের জন্য সুখবর। নতুন বছরের শুরুর দিকে ফের চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলের মঞ্চ মাতাবেন মাহি। প্রিয় তারকাকে বাইশ গজে ফিরে পাওয়ার জন্য দিন গুনছে ফ্যানেরা।

Mahendra Singh Dhoni: কেক খেয়ে কী করে এমন বাইসেপস? ধোনির ফিটনেসের রহস্য খুঁজছেন ফ্যানেরা
মহেন্দ্র সিং ধোনি
Image Credit source: ছবি: X

Follow Us

নয়াদিল্লি: ফিটনেসের দিক থেকে বরাবরই এগিয়ে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) । মাহির ফিটনেসে অন্যান্যদেক কাছে অনুপ্রেরণার কাজ করে। তবে তিনি ফিটনেস নিয়ে সচেতন হলেও খাওয়া দাওয়ার সঙ্গে যে খুব একটা আপোস করেন না। কেকের প্রতি তাঁর ভালোবাসা বরাবরের। কেক পেলে মোটেই ছাড়তে চান না তিনি। এ বার কেক দিয়ে বন্ধুর জন্মদিন সেলিব্রেশনে মাতলেম মাহি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডয়ো। বন্ধুর জন্মদিন কীভাবে উদযাপন করলেন মাহি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

আলো থেকে তিনি বরাবরই দূরে থারতে পছন্দ করেন তিনি। পরিবার-পরিজনদের নিয়ে দিব্যি দিন কাটছে তাঁর। এ বার প্রিয় বন্ধু অনুভব দেওয়ানের জন্মদিন উদযাপনে মাততে দেখা গেল তাঁকে। নিজের হাতে মাহিকে কেক খাইয়ে দিলেন বন্ধু অনুভব। এর আগেও জিমের মধ্যে এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে দেখা যায় মাহিকে। তখনও কেক খেয়েছিলেন। এ বার ধোনির ফ্যান পেজ থেকে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে ভক্তদের প্রশ্ন, কেক খেয়েও কী করে এত সুন্দর বাইসেপস তাঁর।


কেউ-কেউ মাহির থেকে ফিটনেস টিপসও চেয়েছেন। ধোনির ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। তাঁর বিলাসবহুল জীবনে উঁকিঝুঁকি মারে তাঁরা। এ বার বন্ধুর জন্মদিনে ধোনিকে মাততে দেখে বেশ খুশি তাঁরা। এই ভিডিয়োতে নানা মন্তব্যে ভরিয়েছেন ভক্তরা। ধোনি ফ্যানদের জন্য সুখবর। নতুন বছরের শুরুর দিকে ফের চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলের মঞ্চ মাতাবেন মাহি। প্রিয় তারকাকে বাইশ গজে ফিরে পাওয়ার জন্য দিন গুনছে ফ্যানেরা।

Next Article