আমেদাবাদ: বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে বর্তমানে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। এরপর সামনে বড় পরীক্ষা। প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের সূচি সামনে আসতেই ক্য়ালেন্ডারে ১৪ অক্টোবরে লাল দাগ দিয়ে রেখেছেন ক্রিকেট প্রেমীরা। ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা। বাড়তি উন্মাদনা তো থাকবেই। ইতিমধ্যেই মহাযুদ্ধের জন্য ব্য়াটল গ্রাউন্ড আমেদাবাদে পা দিয়েছে রোহিত শর্মা ব্রিগেড। দলের সঙ্গেই নিজের শহরে পৌঁছেছেন জসপ্রীত বুমরা। তবে আগে মায়ের সঙ্গে দেখা করে তারপর ভারত-পাক ম্যাচ নিয়ে ভাবতে চান তিনি, জানালেন সে কথা। আর কী বলছেন এই ডান হাঁতি পেসার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। আগের ম্যাচে আফগানিস্তানের ৪ উইকেট নেন। এ বার ঘরের মাঠ আমেদাবাদে খেলা। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। তবে নিজের ডেরায় পা দিয়েই জানালেন, আগে মায়ের সঙ্গে দেখা করবেন তারপর সব। এয়ারপোর্টে নেমেই তিনি বলেন, “অনেকদিন বাড়ির বাইরে আছি। আগে মায়ের সঙ্গে দেখা করব, তারপর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে যা ভাবার ভাববো।” আমেদাবাদ তাঁর ঘরের মাঠ। এখানেই খেলেই বড় হয়ে ওঠা। তাই বাড়তি উত্তেজনা তো থাকবেই। তবে টেস্ট খেললেও এখানে ওয়ানডে খেলা হয়নি। এ বার সুযোগ এসেছে। এই প্রসঙ্গে বললেন, “এখানে একটা টেস্টে খেলেছি। কিন্তু ওয়ান ডে খেলা হয়নি। এ বার খেলবো। উপভোগ করতে চাই পুরো ব্যাপারটা। প্রচুর মানুষ খেলা দেখতে আসবেন। অবশ্যই ভালো খেলার চেষ্টা করব।” বুধবার আফগানিস্তানকে হারানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ফলাফলের পিছনে দৌঁড়াতে পছন্দ করেন না তিনি। নিজের প্রস্তুতিতে বিশ্বাস রাখেন।
বুমরার কথায়, “ফলাফলের আশায় থাকি না। আমার কাছে প্রস্তুতিটাই সব। আমার যেটা ঠিক মনে হয় সেটাই বেছে নিই। ৪ টি উইকেট নিয়েছি বলেই যে আমি খুব খুশি এমনটা নয়। এমন বড় কিছু করেছি বলেও মনে করি না। আমার যা করার সেটাই করেছি। এই ফরম্যাটে কোন কৌশল কাজে লাগবে তা খুঁজে বের করাটাই কঠিন। কোন পরিস্থিতি কীভাব সামলাতে হবে সেটাই আসল বোঝার ব্য়াপার।” তবে পাকিস্তানের বিরুদ্ধে বিশেষ করে কোনও প্রস্তুতি নিচ্ছেন না, যোগ করেন শেষে।