নয়াদিল্লি: বয়স মাত্র ২৪। এই বয়সেই সাফ্যলের চূড়ায় ভারতের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill) । এ বার মসনদে বসলেন তিনি। নতুন বছরের আইপিএলে (IPL 2024) গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) নেতৃত্ব দেবেন গিল। ভরতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে ফেরায়, অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে গিলের হাতে। গুজরাটের দায়িত্ব পেয়ে আবেগে ভাসছেন প্রিন্স। জানালেন ছেলেবেলার স্বপ্ন পূরণ হয়েছে। একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে আবেগঘন মেসেজ দিয়েছেন গিল। গুজরাট টাইটান্সের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। অধিনায়কত্ব পেয়ে আর কী বলছেন শুভমন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
😍 From a dreamy eyed fanboy of the IPL to a captain of the Gujarat Titans! Aapdo Shubman is raring to own his latest designation! Hear his first words from a brand new chapter… 💙#TitansFAM, ready for a new era of leadership? 💙#AavaDe pic.twitter.com/vmIN7I4LQY
— Gujarat Titans (@gujarat_titans) November 29, 2023
মাত্র ২৪ বছর বয়সেও দলকে নেতৃত্ব দেবেন গিল। স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা কাজ করছে। আইপিএল যখন শুরু হয় গিলের বয়স তখন মাত্র ৭-৮ বছর। তখন থেকেই স্বপ্ন দেখতেন একদিন দলকে নেতৃত্ব দেবেন। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এ ছেলেবেলার কথা বলতে গিয়ে আবেগে ভাসছেন গিল। বললেন, “”তখন ৭,৮ বছর বয়স, আইপিএলের শুরুত তখন। আমার মতো যাঁরা ছেলেবেলা থেকে ক্রিকেটার হবে স্বপ্ন দেখতো তাঁদের জন্য এটা অবনেক বড় পাওনা।” নিজেকে ভাগ্যবান মনে করছেন গিল। শেষে যোগ করেন, “আমি ভাগ্যবান যে অনেক গুণী মানুষের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। অনেক কিছু শিখেছি তাঁদের থেকে। এখনও শিখছি।”
দলকে নেতৃত্ব দেওয়া সহজ বিষয় নয়, তা নিজেও ভালো করেই জানেন গিল। তবে নতুন চ্যালেঞ্জকে হাসি মুখে নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে গিলের সংযোজন, “অধিনায়কত্ব মানে অনেক দায়িত্ব। সততা, একাগ্রতা, চ্যালেঞ্জ সবদিকে খেয়াল রাখতে হবে। নতুন অভিজ্ঞতা হবে। আমি খুব খুশি। “