Funny Incidents of World Cup 2023: ওডিআই বিশ্বকাপের এই মজার ঘটনাগুলো জানেন কি?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 15, 2023 | 1:41 PM

ICC ODI World Cup 2023: বিশ্বকাপ মানে একটা আলাদা উন্মাদনা। ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করে। আর বিশ্বকাপ মানে হাজার মুহূর্তের সাক্ষী। এর মধ্যে অঘটন যেমন আছে, তেমনই রয়েছে মজার মুহূর্তরাও। এই আবহে এক বার চোখ বুলিয়ে নিন তেইসের বিশ্বকাপে সেরা কী-কী মজার ঘটনা ঘটেছে...

Funny Incidents of World Cup 2023: ওডিআই বিশ্বকাপের এই মজার ঘটনাগুলো জানেন কি?
তেইশের বিশ্বকাপে মজার ঘটনা
Image Credit source: ছবি: X

Follow Us

নয়াদিল্লি: গত মাসেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়েছে ভারতের। এ বার শুধুই অপেক্ষা। পরের বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। যার দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ মানে একটা আলাদা উন্মাদনা। ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা কাজ করে। আর বিশ্বকাপ হাজার মুহূর্তের সাক্ষী। এর মধ্যে অঘটন যেমন আছে, তেমনই রয়েছে মজার মুহূর্তরাও। এই আবহে এক বার চোখ বুলিয়ে নিন তেইশের বিশ্বকাপে সেরা কী-কী মজার ঘটনা ঘটেছে…

 

বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিটে ঘটে যায় এক মজার ঘটনা। যখন একে অপরের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত অন্যান্য অধিনায়করা, তখন মঞ্চে চেয়ারে বসে ঘুমোতে দেখা যায় দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক তেম্বা বাভুমাকে। যদিও বাভুমা পরে দাবি করেন তিনি মোটেই ঘুমাচ্ছিলেন না। তবে ক্যামেরা যদিও অন্য কথা বলেছে। ঘুমে প্রায় ঢুলতে দেখা গিয়েছিল প্রোটিয়া অধিনায়ককে। ওডিআই বিশ্বকাপে আরও একটি মজার ঘটনা হল, দলের অসময়ে ডাগআউটে বসে খেতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচে ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার। স্বাভাবিকভাবেই একটা চাপের পরিস্থিতি তৈরি হয় গ্যালারি জুড়ে। আর দলের এই অসময়ে পেটপুজো করতে দেখা যায় স্কাইকে। ডাগআউটে বসে ভোজনে ব্যস্ত ছিলেন সূর্য। তাঁর দিকে ক্যামেরা তাক করতেই সতর্ক হয়ে মুখ চেপে নানা অঙ্গভঙ্গি করতে থাকেন। যা সোশ্যাল মিডিয়য়া ভীষণভাবে ভাইরাল হয়।

 

তেইশের বিশ্বকাপের আরও একটি মজার ঘটনা হল, পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের মাঝে হঠাৎ যান্ত্রিক গোলযোগের কারণে ম্যাচের লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়। এমনকি স্কোর বোর্ড দেখানোও বন্ধ হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা। মজার ছলে তিনি বলে বসেন, “ঠিক একই অবস্থা হয়েছে পাকিস্তানের টপ আর্ডারের।” রামিজের এই বক্তব্যে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। বিশ্বকাপ মানেই টিকিটের হাহাকার। এ ছবি নতুন নয়। টিকিট পাইয়ে দেওয়ার আবদার আসে খোদ ক্রিকেটারদের কাছেও।  আর তাই এ বারের বিশ্বকাপের আগেই বন্ধুবান্ধবদের কাছে টিকিট না চাওয়ার অনুরোধ করেন বিরাট কোহলি। বিরাটের সঙ্গে একই অনুরোধ জানান স্ত্রী অনুষ্কা শর্মাও।