AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Times Out Controversy: ঐতিহাসিক কাউন্টি, বিমান বিভ্রাট, গল্পে মত্ত রঞ্জি ক্রিকেটার, টাইম আউটের এ সব গল্প জানেন?

Timed Out: ১৯১৯ সালে সাসেক্স ও সামারসেটের কাউন্টি ম্যাচে ঘটেছিল অবিস্মরণীয় ঘটনা। তবে ইতিহাস তাকে টাইমড আউট বলে মনে রাখেনি। অ্যাবসেন্ট বলে তোলা আছে উইজডেনের ইতিহাস বইয়ে। তখন প্রথম বিশ্বযুদ্ধের আবহ। ম্য়াচের দিন সকালে সাসেক্স দেখে, ১০ জন প্লেয়ার হাজির ম্যাচ খেলার জন্য। মাঠে হঠাৎই দেখা যায় হ্যারল্ড হেগেটকে।

Times Out Controversy: ঐতিহাসিক কাউন্টি, বিমান বিভ্রাট, গল্পে মত্ত রঞ্জি ক্রিকেটার, টাইম আউটের এ সব গল্প জানেন?
ক্রিকেটের ইতিহাসে টাইমড আউটের ঘটনা
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 8:30 AM
Share

কলকাতা: অ্যাঞ্জেলো ম্যাথেউস বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথম টাইমড আউট হয়েছেন। বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসানকে যে কারণে কাঠগড়ায় দাঁড়ও করানো হচ্ছে। এই বিরল ঘটনা নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া। এর আগে কি ক্রিকেটে টাইমড আউট কেউই হননি? ঘরোয়া ক্রিকেটে কিন্তু তেমন ঘটনা বিরল নয়। ভারত থেকে শুরু করে সব দেশেই এমন আউট দেখা গিয়েছে। বাছাই করা তিনটে ঘটনা যা বেশ মজার, TV9Bangla Sports তুলে ধরল।

সাসেক্সের ঐতিহাসিক ঘটনা

১৯১৯ সালে সাসেক্স ও সামারসেটের কাউন্টি ম্যাচে ঘটেছিল অবিস্মরণীয় ঘটনা। তবে ইতিহাস তাকে টাইমড আউট বলে মনে রাখেনি। অ্যাবসেন্ট বলে তোলা আছে উইজডেনের ইতিহাস বইয়ে। তখন প্রথম বিশ্বযুদ্ধের আবহ। ম্য়াচের দিন সকালে সাসেক্স দেখে, ১০ জন প্লেয়ার হাজির ম্যাচ খেলার জন্য। মাঠে হঠাৎই দেখা যায় হ্যারল্ড হেগেটকে। তিনি সাসেক্সের প্রাক্তন ক্রিকেটার। স্বাভাবিক ভাবে তাঁকে টিমে রেখেই সামারসেটের বিরুদ্ধে নামে সাসেক্স। কিন্তু বিপত্তি দেখা দেয় দ্বিতীয় দিন। দুটো টিমের স্কোর এক হয়ে গিয়েছে। ন’টা উইকেটও পড়ে গিয়েছে। বাধ্য হয়ে হ্যারল্ডকে নামতে বলা হয়। কিন্তু তিনি নামতে নামতে দেরি করে ফেলেন অনেকটাই। সামারসেটের ক্রিকেটাররা সে সুযোগ হাতছাড়া করেননি। আম্পায়ারের কাছে আবেদন করেন। আম্পায়ার আউটও দেন। তবে ওই আউট অ্যাবসেন্ট হার্ট বলে ধরা হয় স্কোরকার্ডে।

অ্যান্ড্রু জর্ডন:

১৯৮৭ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ঘটেছিল টাইমড আউটের ঘটনা। ইস্টার্ন প্রভিন্সের অ্যান্ড্রু জর্ডন দিনের শেষে নট আউট ছিলেন। পোর্ট এলিজাবেথে ট্রান্সভালের বিরুদ্ধে ওই ম্যাচে তিনি পরদিন নামবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কার্য ক্ষেত্রে দেখা গিয়েছিল অন্য ঘটনা। ওই দিন রাতভর বৃষ্টি হয়েছিল পোর্ট এলিবাজেথে। এতটাই বৃষ্টি পরে যে, জলমগ্ন হয়ে গিয়েছিল ওই শহর। জর্ডন ওই দিন মাঠে পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু জল পেরিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল তাঁর। টাইমড আউটের সেই ঘটনা প্রোটিয়া ক্রিকেটে প্রথম। ৩৬ বছর পর যা ফিরে আসছে ম্যাথেউসের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউটের সঙ্গে।

হেমুলাল যাদব:

১৯৯৭ সালের রঞ্জি ট্রফিতে ঘটেছিল আশ্চর্য করা এক ঘটনা। ওড়িষার বিরুদ্ধে ম্যাচ ছিল ত্রিপুরার। ওই ম্য়াচে খেলেছিলেন দেবাশিস মোহান্তি। তিনি তখন জাতীয় টিমের হয়ে খেলেন। ফলে তাঁর মতো তারকাকে দেখার জন্য আগ্রহ ছিল মানুষের। ওই ম্যাচেই ত্রিপুরার নবম উইকেট পড়ে যায় দ্রুত। ব্যাট করতে আসার কথা ছিল হেমুলালের। ঠিক ওই সময়ই আম্পায়ার জলপানের বিরতি দেন। মাঠের বাইরে দাঁড়িয়ে তখন কথা ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন হেমুলাল। কী এমন কথা বলছিলেন, তা অবশ্য় জানা যায়নি। কিন্তু সময়ে মাঠে না ঢোকায় তাঁকে টাইমড আউট দেন আম্পায়ার।

বিমান বিভ্রাট:

ওয়েস্ট ইন্ডিজের পেসার ভাসবার্ট ড্রেকসের খেলবেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বর্ডারের হয়ে। ফ্রি স্টেটের বিরুদ্ধে তাঁকে খেলানোর যাবতীয় বন্দোবস্ত করে রাখা হয়। টিমেও রাখা হয় তাঁকে। সেই মতো লিস্টেও নাম থাকে। কিন্তু শ্রীলঙ্কা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ড্রেকস ম্যাচের দিন সময়ে পৌঁছতেই পারেননি। বিমান দেরিতে ছাড়ায়। টাইমড আউট দেওয়া হয় তাঁকে। পরের দিন অবশ্য মাঠে নেমেছিলেন ড্রেকস। দুটো উইকেটও নেন।