কলকাতা: আইপিএলের ইতিহাসের সব রেকর্ড ভেঙে গেল মঙ্গল সন্ধ্যায়। ২০২৩ আইপিএলে ১৮.৫ কোটি টাকায় স্যাম কারানকে কিনেছিল প্রীতি জিন্টার পঞ্জাব। তবে সে সব রেকর্ড এখন অতীত। গতকাল, দুবাইয়ের নিলামঘরে বদলে গিয়েছে ১৬ বছরের ছবিটা। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন মিচেল স্টার্ক। অজি তারকাকে ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে গৌতম গম্ভীরের কেকেআর। পিছিয়ে নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সও। তাঁকে ২০.৫ কোটি টাকায় তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। স্টার্ক ও কামিন্স দুজনেই বিশ্বকাপজয়ী দলের সদস্য। বিদেশি প্লেয়াররা যদি কোটি কোটি টাকা পান তবে দেশিরা কেন বঞ্চিত হবেন? এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। ভারতীয় কিংবদন্তির মতে স্টার্কদের থেকে বেশি টাকা পাওয়ার যোগ্য বিরাট কোহলিরা। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দুবাইয়ের নিলাম ঘরে শুরু থেকে খুব একটা ঝাঁপাতে দেখা যায়নি কেকেআরকে। তবে শেষে এসে বুদ্ধিতে বাজিমাত করেছে নাইটরা। আসলে গম্ভীর মুক্তো চিনেতে ভুল করেন না। তাই হয়তো পরিকল্পনা করেই এসেছিলেন কী করবেন। শান্ত হয়ে ছিলেন প্রথম থেকে। যেখানে ঝাঁপানের সেখানে এক বিন্দু জায়গা ছাড়লেন না কাউকে। শেষমেশ হাড্ডাহাড্ডি লড়াই করে রেকর্ড অর্থের বিনিময়ে তুলে আনলেন অজি তারকা স্টার্ককে। তবে বিদেশিদের জন্য কোটি-কোটি টাকা খরচ করা হলে, দেশিরা কেন বঞ্চিত হবেন? প্রশ্ন তুলে বসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। নিলামের পর ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “বিদেশিদের পিছনে কোটি-কোটি টাকা খরচ করা হচ্ছে। আমাদের দেশের ক্রিকেটারদের কেন এত টাকা দেওয়া হয় না?”
এই প্রসঙ্গে যুক্তি দিতে বিরাট কোহলির উদাহরণ টেনে এনেছেন তিনি। আকাশের কথায়, “আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নিলামে যদি বিরাট কোহলি উঠত, তাহলে ওর দর বেড়ে ৪০ কোটিতে পৌঁছত।” আকাশ মনে করছেন বিদেশি ক্রিকেটারদের জন্য একটা টাকা বরাদ্দ করে দেওয়া উচিত। তবেই টাকার অঙ্কে সামঞ্জস্য বজায় থাকবে।