India vs Sri Lanka: ভারসাম্য ধরে রাখার লক্ষ্য, টসের পর কী বলছেন হিটম্যান?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 02, 2023 | 2:14 PM

ICC ODI World Cup 2023: টসের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, "বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে ভালো লাগছে। খেলতে-খেলতে আমিও অনেক কিছু শিখছি। ভালো পিচ, সিমারদের বোলিংয়ে সুবিধা হবে। যতটা ভালো খেলা যায় তা চেষ্টা করে যাচ্ছে দল। ভারসাম্য ধরে রাখতে চাইছি। সেই দিকেই নজর থাকবে।" তবে ভারতের একাদশে কোনও পরিবর্তন আনেননি রোহিত। এক দল নিয়েই লঙ্কান বধ করতে চাইছে টিম ইন্ডিয়া।

India vs Sri Lanka: ভারসাম্য ধরে রাখার লক্ষ্য, টসের পর কী বলছেন হিটম্যান?
ভারত-শ্রীলঙ্কা

Follow Us

মুম্বই: হাফজডন জয়ের পর স্বস্তিতে ভারতীয় টিম। আর একটা জয় পেলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। সেই স্বপ্ন নিয়েই সপ্তম জয়ের সন্ধানে টিম ইন্ডিয়া। লক্ষ্মীবারে ওয়াংখেড়ের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু। টস জিতে রোহিত শর্মাদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ১২ বছর আগে এই ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির টিম। সেই স্মৃতি এখনও টাটকা। এই বিশ্বকাপের ম্যাচেও ফিরে ফিরে আসছে অতীত। টসের পর কী বলছেন দুই দলের অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। পিচ দেখার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন। তিনি মনে করছেন, ওয়াংখেড়েতে রান তাড়ার সুবিধা অনেক। শিশিরের কথাও মাথা থেকেছে তাঁর। মেন্ডিসের কথায়, “আমার মনে হয় আগে ব্য়াট করার চেয়ে পরে ব্যাট করা বেশি ভালো। অতীতের ম্য়াচগুলিতে দল ভালো খেলেছে। আগামীতেও সেই চেষ্টা থাকবে। পরবর্তী তিন ম্যাচ আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ।”

চোট আতঙ্কে জর্জরিত শ্রীলঙ্কা। তাই ভারতের বিরুদ্ধে একাদশে পরিবর্তন। ধনঞ্জয় ডি সিলভার পরিবর্ত হিসেবে ভারতের বিরুদ্ধে রয়েছেন দুশন হেমন্ত। টসের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে ভালো লাগছে। খেলতে-খেলতে আমিও অনেক কিছু শিখছি। ভালো পিচ, সিমারদের বোলিংয়ে সুবিধা হবে। যতটা ভালো খেলা যায় তা চেষ্টা করে যাচ্ছে দল। ভারসাম্য ধরে রাখতে চাইছি। সেই দিকেই নজর থাকবে।” তবে ভারতের একাদশে কোনও পরিবর্তন আনেননি রোহিত। এক দল নিয়েই লঙ্কান বধ করতে চাইছে টিম ইন্ডিয়া।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল,সূর্যকুমার যাদব,রবীন্দ্র জাডেজা, মহম্নদ সামি,জসপ্রীত বুমরা,কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিল (অধিনায়ক),পাথুম নিশঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সমরবিক্রম, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশন হেমন্ত, মহেশ থিকশনা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা,দিলশন মধুশঙ্কা।

Next Article