Mohammed shami: ‘আমাদের পাশে থাকুন, ভালোবাসুন’ হারের পর আবেগঘন বার্তা সামির

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 20, 2023 | 1:22 PM

Ind vs Aus Final: আমেআদাবাদে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। শুরুতে সেই সিদ্ধান্ত ভুল মনে হলেও, সকালের শুকনো পিচ সন্ধ্যে গড়াতেই রং বদলালো। সমস্যায় পড়লেন সামি, বুমরা, কুলদীপরা। নির্ভুল প্রমাণিত হলেন কামিন্স। হাতের সামনে থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। সামি এ দিন আর জ্বলে উঠলেন না। একটাই উইকেট নিলেন। যখন প্রায় হাতছাড়ার পথে ম্য়াচ, তখনও সকলের চোখ সামির দিকে। তবে মিরাকেল হল না।

Mohammed shami: আমাদের পাশে থাকুন, ভালোবাসুন হারের পর আবেগঘন বার্তা সামির
মহম্মদ সামি

Follow Us

আমেদাবাদ: রূপকথার স্বপ্নভঙ্গ! খুব কাছ থেকে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার এই আক্ষেপ এত সহজে মেটার নয়। এই তো সেদিন সকলের নয়নের মণি হয়ে উঠেছিলেন মহম্মদ সামি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট! সে স্মৃতি এখনও টাটকা ভারতীয়দের কাছে। ফাইনালে যখন অস্ট্রেলিয়ার কাছে হারছে ভারত, তখনও সকলের চোখ যেন একটা মানুষের দিকে। তিনি মহম্মদ সামি (Mohammed Shami)। ১৪০ কোটি মানুষের তখন একটাই প্রার্থণা, একটাই প্রত্যাশা, জ্বলে উঠুক সামি। তবে শেষ দিন আর সামি ম্য়াজিক হল না। অধরাই থেকে গেল ভারতের বিশ্বকাপ। দলের এই ব্যর্থতার পর কী বলছেন সামি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

আমেআদাবাদে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। শুরুতে সেই সিদ্ধান্ত ভুল মনে হলেও, সকালের শুকনো পিচ সন্ধ্যে গড়াতেই রং বদলালো। সমস্যায় পড়লেন সামি, বুমরা, কুলদীপরা। নির্ভুল প্রমাণিত হলেন কামিন্স। হাতের সামনে থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। সামি এ দিন আর জ্বলে উঠলেন না। একটাই উইকেট নিলেন। যখন প্রায় হাতছাড়ার পথে ম্য়াচ, তখনও সকলের চোখ সামির দিকে। তবে মিরাকেল হল না। সব শেষে বুকে পাথর চেপে আবেগঘন বার্তা দিলেন সামি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, “কিছু জেতা, কিছু হারা!এই যন্ত্রণা সহ্য করা কঠিন।”


এখানেই থামেননি তিনি। শেষে যোগ করেন, “আমারা আত্মবিশ্বাসী ঠিক আবার পারবো। এই দলটার জন্য গর্ববোধ করছি। আমাদের পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য় অসংখ্য় ধন্যবাদ।  এভাবেই আমাদের ভালোবেসে যাবেন। পাশে থাকবেন” সামির এই পোস্টে ভালোবাসা, শুভকামনা উজার করে দিয়েথে হাজার-হাজার ভক্ত। তেইশের বিশ্বকাপে একের পর এক দুরন্ত ইনিংস খেলে তাক লাগিয়ে ছিলেন সামি। ২৫৭ রান খরচ করে সামির শিকার ২৪ উইকেট। তাই ভারত হারলেও সামি যে  ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। আবার হয়তো একদিন জ্বলে উঠবেন সামি। সেই আশা বুকে নিয়েই ক্ষত ঢাকার চেষ্টায় ভারত।

Next Article