আমেদাবাদ: কানায়-কানায় পূর্ণ স্টেডিয়াম তখন তাকিয়ে একদিকে। ওই যে কথায় আছে, টস ইজ দ্য বস। আজকের ম্যাচে টস বড় ফ্যাক্টর, তা অজানা নয় কারও। টস ভাগ্য সঙ্গ না দিলেও, শেষে ভারতের জন্য অপেক্ষা করছিল ভালো কিছুই। টস জিতে রোহিতদের হাতে ব্যাট ধরিয়েছেন অজি অধিনায়ক, তবে তাতে বরং খুশি অধিনায়ক রোহিত শর্মা। তা যেন বলেও দিচ্ছিল রোহিতের মুখের হাসি। টসের পর কী বললেন দুই দলের অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রবিবার দুপুর ১.৩০। গ্যালারি ভর্তি দর্শকের চোখ মাঠে আর বাকিদের টিভি বা ফোনের স্ক্রিনে। অজিরা টস জিততেই চুপ সকলে। তারপর আসল চমক। প্যাট কামিন্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেই যেন স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। খুশি রোহিতও। জানিয়ে দিল তাঁর মুখের হাসি। কী কারণে টস জিতেও রান তাড়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার? কারণ একটাই শিশির। আমেদাবাদের আবহাওয়া অনুযায়ী, বিকেল গড়ালেই গোটা মাঠে শিশির পড়ার প্রবণতা রয়েছে। সেক্ষেত্রে বোলারদের বল গ্রিপিংয়ে সমস্যা হতে পারে। একমাত্র সেই কারণেই অজিদের এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
টসের পর রোহিত বলছেন, “আমরা ব্যাট করতেই চেয়েছিলাম। এত বড় মঞ্চ, বড় উৎসব, দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে।” উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না ভারত। সেমিফাইনালের দল নিয়েই অজিদের বিরুদ্ধে লড়বে মেন ইন ব্লু, শেষে জানিয়ে দেন হিটম্যান। অন্যদিকে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, “শিশির বড় ফ্যাক্টর। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। দলের জন্য গর্ববোধ করছি। শুরুটা খারাপ হলেও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল তাতে খুশি আমি।” অজিরাও এক দল নিয়েই ফাইনালে লড়তে চায়। প্রসঙ্গত, ১৯৮৩ বিশ্বকাপে টস হেরেছিলেন কপিল দেব, ২০১১ তে টস হারেন ধোনি এ বার রোহিত। মিলে যাচ্ছে সবটাই। তবে কি কাপ উঠবেই ভারতের হাতে? আশায় বুক বাঁধছে দেশবাসী।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব,রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব,মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ: প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার,মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, মার্নাস লাবুশেন,জশ ইংলিশ, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড।