কলকাতা: দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন। প্রোটিয়াদের বিরুদ্ধে ১১৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। সঞ্জুর হাত ধরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে ২৯৬ রান তুলে নেয় লোকেশ রাহুলের ভারত। প্রথম দু’ম্যাচে নজর কাড়তে না পারলেও, শেষ ম্যাচে সুযোগ হাতছাড়া করেননি সঞ্জু। এত বছর পর সাফল্য পেয়ে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন তিনি। শতরান করে জানান, এইদিনটা দেখার জন্য অনেক পরিশ্রম করেছেন। শিষ্যর সাফল্যে খুশি সঞ্জুর ব্যক্তিগত কোচ বিজুমন এন। সঞ্জুর সাফল্যের নেপথ্যের কাহিনি নিজের মুখেই জানালেন কোচ। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে একাদশে জায়গা পাননি। তবে সে সব ক্ষোভ ভুলেএ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেকে প্রমাণ করলেন সঞ্জু। প্রোটিয়াদের বিরুদ্ধে কবজির জোরে সব বিতর্কের উত্তর দিলেন তিনি। শতরান করার পর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “সেঞ্চুরি করে বেশ ভালো লাগছে। বিশেষ করে আনন্দ হচ্ছে সিরিজ জিততে পেরে। আজকের দিনটার জন্য অনেক পরিশ্রম করেছি।” বিগত কয়েক বছরে কোচ বিজুমনের পাঠশালায় নিজেকে গড়েপিঠে নিয়েছেন সঞ্জু। ভারতীয় তারকার উত্থান-পতনের সাক্ষী বিজুমন। এ বার তাই শিষ্যের সাফল্যে আবেগে ভাসছেন তিনিও। সংবাদমাধ্যকে বিজুমন জানিয়েছেন কয়েক বছর ধরে কীভাবে কঠোর পরিশ্রম করে গিয়েছেন সঞ্জু।
সঞ্জুর এই সাফল্যের পর সংবাদমাধ্যমকে তাঁর কোচ বলেন, “যেটা হাতে নেই তা নিয়ে খুব একটা ভাবে না সঞ্জু। নিজেকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকেই মন দেয়।” দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দিনরাত এক করে খেটেছেন সঞ্জু, তাও জানান তাঁর কোচ। তাঁর কথায়, “আমরা অনেকদিন ধরে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তৈরি হচ্ছিলাম। এনসিএতে অনুশীলনে ভালোই পারফর্ম করেছে সঞ্জু। আমার বিশ্বাস ছিল মূল মঞ্চে বাজিমাত করবেই। ”