shreyas Iyer: নতুন ভারতের তারুণ্য আর ভয়ডরহীন ক্রিকেট শিখছেন শ্রেয়স!

Latest Update of shreyas Iyer: বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পাল্টা ঘুরে দাঁড়াল ভারতীয় টিম। রোহিত শর্মা, বিরাট কোহলি সহ একঝাঁক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অজিদের বিরুদ্ধে সেই অর্থে তরুণ টিমকেই খেলানো হয়েছে। তাও সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়াররা টিমকে ৪-১ জিতিয়েছেন। এই তরুণ টিমই যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, সন্দেহ নেই। আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই নতুন ভারতীয় টিম নিয়ে কী বললেন শ্রেয়স?

shreyas Iyer: নতুন ভারতের তারুণ্য আর ভয়ডরহীন ক্রিকেট শিখছেন শ্রেয়স!
শ্রেয়স আইয়ার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 2:51 PM

বেঙ্গালুরু: ৩৭ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। পাঁচটা চার ও দুটো ছয় দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস। তবে ম্যাচ জেতানো ইনিংস নয়, শ্রেয়স আইয়ার মুগ্ধ টিমের তারুণ্যে। অস্ট্রেলিয়ার কাছেই বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত। ১৯ নভেম্বরের ওই ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কার্যত কিছুই করতে পারেনি ভারত। বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পাল্টা ঘুরে দাঁড়াল ভারতীয় টিম। রোহিত শর্মা, বিরাট কোহলি সহ একঝাঁক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অজিদের বিরুদ্ধে সেই অর্থে তরুণ টিমকেই খেলানো হয়েছে। তাও সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়াররা টিমকে ৪-১ জিতিয়েছেন। এই তরুণ টিমই যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, সন্দেহ নেই। আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই নতুন ভারতীয় টিম নিয়ে কী বললেন শ্রেয়স (shreyas Iyer)?

অজিদের উড়িয়ে দেওয়ার পর শ্রেয়স বলেছেন, ‘পুরো টিমের মানিয়ে নিতে একটু সময় লেগেছিল। এই নতুন ছেলেদের সঙ্গে এর আগেও খেলেছি। এরা যে কোনও ম্য়াচ খেলার সময় তেতে মাঠে নামে। যখন ড্রেসিংরুমে পা রেখেছিলাম, খেয়াল করেছিলাম, সবাই উপভোগ করছে ক্রিকেটাকে। ওদের সঙ্গে কাটানো সময়টা আমিও উপভোগ করেছি। বলতে পারেন, ওদের কাছ থেকে অনেক কিছু শিখেওছি। বিশেষ করে যে ভাবে ওরা ভয়ডরহীন ক্রিকেট খেলে, যে মনোভাব নিয়ে মাঠে নামে, প্রথম বল থেকে যে ভাবে খেলাটাকে নেয়, সেটা শেখার মতোই।’

চোট সারিয়ে এশিয়া কাপে টিমে ফিরেছিলেন শ্রেয়স। তার পর আর পিছন ফিরে তাকাননি। বিশ্বকাপেও সেরাটা দিয়েছেন। দুরন্ত ফর্ম টি-টোয়েন্টিতেও ধরে রেখেছিলেন শ্রেয়স। যখনই প্রয়োজন পড়েছে, ব্য়াট হাতে ভরসা দিয়েছেন। নিজেকে নিয়ে শ্রেয়স বলছেন, ‘এশিয়া কাপে টিমে ফেরার পর থেকে একটা রুটিন তৈরি করেছিলাম নিজের জন্য। সেটাকেই ফলো করার চেষ্টা করেছি। কোনও রকম ভুলত্রুটি হোক, তা চাইনি। যতটা সম্ভব সহজ সরল ভাবে ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমি যাতে পারফর্ম করতে পারি, কোচরা প্রচুর সাহায্য করেছেন। যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম, সেটাই এই টি-টোয়েন্টি সিরিজে ধরে রেখেছি।’