ICC ODI World Cup: স্বপ্নভঙ্গ! সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই রোহিতরা…

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 19, 2023 | 10:00 PM

Ind vs Aus Final: তাশ গ্যালারি। হতাশ গোটা দেশ। সিরাজ-রোহিতদের চোখে জল। এ ক্ষত এত সহজে মেটার নয়! অস্ট্রেলিয়ার পারফরম্যান্স প্রশংসার দাবি রাখে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই ফুল ফুটিয়েছে অজিরা। অস্ট্রেলিয়ার মুকুটে জুড়ল নয়া পালক। অজিদের উদ্দেশে শুভেচ্ছাবার্তায় ভরেছে সামাজিক মাধ্যম X। কে কী বলছেন?

ICC ODI World Cup: স্বপ্নভঙ্গ! সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই রোহিতরা...
রোহিত-বিরাট

Follow Us

আমেদাবাদ: এক যুগের পর বিশ্বকাপের হাতছানি! তবে হল না। অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ হল ভারতের বিশ্বকাপ স্বপ্ন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করলেও, তীরে এসে ডুবল তরী। ঘরের মাঠে ভারতের থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। হতাশ গ্যালারি। হতাশ গোটা দেশ। সিরাজ-রোহিতদের চোখে জল। এ ক্ষত এত সহজে মেটার নয়! অস্ট্রেলিয়ার পারফরম্যান্স প্রশংসার দাবি রাখে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই ফুল ফুটিয়েছে অজিরা। অস্ট্রেলিয়ার মুকুটে জুড়ল নয়া পালক। অজিদের উদ্দেশে শুভেচ্ছাবার্তায় ভরেছে সামাজিক মাধ্যম X। কে কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পর সোশ্যাল মিডিয়া X জুড়ে যে সব বার্তা ঘোরাফেরা করছে-

 

রোহিতের মুখ ঢাকা ছবি দিয়ে মনোজ তিওয়ারি লিখছেন, “মুখ তোলো ক্যাপ্টেন। তোমরা দুর্দান্ত ক্রিকেট খেলে দেশকে গর্বিত করেছো। আমরা সবাই তোমাদের ভালোবাসি। জানি তোমার কষ্টটা! মেনে নিতে হবে আজকের দিনটা আমাদের ছিল না।”


অস্ট্রেলিয়ার জয়ের পর অজিঙ্ক রাহানে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “যা প্রত্যাশা ছিল তা হয়তো হয়নি আজকে। কিন্তু পুরো টুর্নামেন্টে দল যা করে দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।”

Next Article