
সিডনি: শেষ হয়েছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) । তবে তার রেশ এখনও কাটেনি। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে প্যাট কামিন্সরা। তবে সেভাবে কোনও মাতামাতি চোখে পড়েনি অস্ট্রেলিয়ায়। সাধারণত বিশ্বজয় করে দেশে ফিরলে একটা গণ উন্মাদনা তৈরি হয় দেশজুড়ে। কিন্তু বিশ্বজয় করে দেশে ফিরেও কোনও জমকালো সেলিব্রেশন নেই অস্ট্রেলিয়ায়? এই নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা। অবশেষে সব প্রশ্নের উত্তর মিলল। জানা গেল কেন বিশ্বকাপ নিয়ে দেশে ফিরে কোনওরকম উৎযাপনে মাতেতনি অজিরা। আসল কারণটা কী? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সপ্তাহ কেটে গিয়েছে। দেশে ফিরেছে অজিরা। তবে না আছে ট্রফি প্রদর্শনী অনুষ্ঠান, না আছে সংবর্ধনা অনুষ্ঠান। এই নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ গেল অস্ট্রেলিয়ায়। এর আগে বিশ্বকাপ নিয়ে রাস্তায় ঘুরে-ঘুরে উৎযাপনে মাততে দেখা গিয়েছে ইয়েলো ব্রিগেডকে। বিশ্বকাপজয়ী দলের সঙ্গে সেলিব্রেশনে মেতেছেন দেশের মানুষ। তবে এ বার ব্যতিক্রম কেন? জানা যাচ্ছে, অজিদের উৎযাপন স্থগিত রয়েছে। এর নেপথ্যে রয়েছে ভারত। কারণ বিশ্বকাপ শেষ করে ফের বাইশ গজে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। পাঁচদিনের টি-২০ সিরিজ খেলছে দুই দল। তার জন্য প্যাট কামিন্স, ওয়ার্নররা দেশে ফিরলেও ভারতে রয়েছেন ম্যাক্সওয়েল, স্মিথ, জাম্পারা।
সতীর্থদের ছাড়া কোনও রকম সেলিব্রেশন চাইছে না প্যাট কামিন্সের দল। তাই আপাতত স্থগিত উদযাপন। পুরো দল দেশে ফিরলে হবে জমকালো সেলিব্রেশন। একসঙ্গে জয়ের উচ্ছ্বাসে মাতবে হলুদ জার্সিরা। এই প্রসঙ্গে অজি তারকা অ্যালেক্স ক্যারি সংবাদমাধ্যমকে বলেন, ” পুরো দল দেশে নেই। যাঁরা ভারতে রয়েছেন তাঁরা বিশাখাপত্তনমেই জয়ের উদযাপন করেছেন। আমি ও মিচেল স্টার্ক মেলবোর্নে পরিকল্পনা করেছিলাম। তবে পুরো দল একত্রিত হতে সময় লাগবে। তার জন্যই অপেক্ষায় আছি।।’