IPL 2024: আইপিএলের সময়সূচীতে হস্তক্ষেপের পথে নির্বাচন কমিশন, কবে শুরু মেগা ইভেন্ট?

IPL2024 Schedule:দুবাইয়ের কোকাকোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। সেখানেই সাধ্য মতো ক্রিকেটারদের কিনে দল সাজিয়ে নেওয়ার সুযোগ থাকবে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। কিন্তু কবে শুরু হবে ক্রিকেটের মেগা ইভেন্ট? এই নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে জল্পনা। এ বার জানা যাচ্ছে আইপিএলের সময়সূচীতে হস্তক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন।

IPL 2024: আইপিএলের সময়সূচীতে হস্তক্ষেপের পথে নির্বাচন কমিশন, কবে শুরু মেগা ইভেন্ট?
আইপিএল ২০২৪

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 01, 2023 | 7:02 PM

নয়াদিল্লি: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) শেষ হতেই শুরু হয়ে গিয়েছে আইপিএলের তোরজোর। ইতিমধ্যেই মিটেছে রিটেনশনের পালা। এই মাসেই দুবাইয়ের কোকাকোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর (IPL 2024 Mini Auction)। সেখানেই সাধ্য মতো ক্রিকেটারদের কিনে দল সাজিয়ে নেওয়ার সুযোগ থাকবে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। কিন্তু কবে শুরু হবে ক্রিকেটের মেগা ইভেন্ট? এই নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে জল্পনা। এ বার জানা যাচ্ছে আইপিএলের (IPL 2024) সময়সূচীতে হস্তক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন (Election commission of India)। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

সাধারণত মার্চ মাসের শেষের দিকে শুরু হয় ক্রিকেটের কোটিপতি লিগ। চলে মে মাস পর্যন্ত। কিন্তু এ বার নির্ধারিত সময়ে আইপিএল শুরু নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ লোকসভা নির্বাচন। জানা যাচ্ছে, সেই সময়ই হতে পারে লোকসভা নির্বাচন। শুধু তাই নয়, নতুন বছরের জুন মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ফলে দুই বড় ইভেন্টের মাঝে সাঁড়াশি চাপে ২৪-এর আইপিএল। তাহলে কবে শুরু হবে আইপিএল? এ বিষয়ে কী সিদ্ধান্ত হয় তার জন্য নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আইপিএল গর্ভনিং কাউন্সিল। কবে ভোটপর্ব মিটবে, কত দফায় নির্বাচন হবে, কবে ভোটের ফলাফল এই সব বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করা সম্ভব হবে না বলে জানা যাচ্ছে।

 

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল ২৪ মার্চ থেকে শুরু হবে ক্রিকেটের মেগা ইভেন্ট। তবে সেই সম্ভাবনায় আপাতত ইতি টেনেছে নির্বাচন কমিশন। তাছাড়া বিশ্বকাপের ১০ দিন আগে আইপিএল শেষ করার চাপ রয়েছে বিসিসিআইয়ের উপর। ফলে সব মিলিয়ে একটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে আইপিএলকে ঘিরে। এর আগেও তিন বার লোকসভা নির্বাচনের বছরে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। ভোটের কারণে ২০০৯ সালে আইপিএল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে একই কারণে আইপিএলের কিছু অংশ হয়েছি‌ল আরব আমীরশাহীতে। তবে এ বারও কি বিদেশের মাটিতে আইপিএলের সিদ্ধান্ত নেবে বিসিসিআই? সম্ভাবনা কিন্তু ক্ষীণ।