Suryakumar Yadav: সূর্যকুমারের নাম স্কাই কেন? জানুন নেপথ্যের মজার কাহিনি

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 18, 2023 | 10:40 AM

Gautam Gambhir: সবমিলিয়ে এখন ভালো সময় চলছে সূর্যর। টানা দু'টি সিরিজ জিতে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরিয়েছেন তিনি। ওডিআই বিশ্বকাপে খুব একটা সাড়া ফেলতে না পারলেও, সম্প্রতি ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে নজর কেড়েছেন সূর্য। তাঁর নেতৃত্বেই প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।

Suryakumar Yadav: সূর্যকুমারের নাম স্কাই কেন? জানুন নেপথ্যের মজার কাহিনি
সূর্যকুমার যাদব

Follow Us

নয়াদিল্লি: ‘নামেও আসে যায়’ ঠিক যেমন ভারতীয় তারকা সূর্যকুমার যাদবকে স্কাই নামে চেনে গোটাবিশ্ব। ক্রিকেট তাঁকে আরও একটা তকমাও দিয়েছে। তা হল মিস্টার ৩৬০ ডিগ্রি। প্রোটিয়া তারকা এবি ডিভিলায়র্সের পর সূর্যকুমারকে এই নাম দিয়েছে ক্রিকেট। তবে ডাক নাম একটাই স্কাই। নামে সূর্য থাকলেও তাঁকে স্কাই কেন ডাকা হয়? এর পিছনে রয়েছে এক মজার কাহিনি। যা নিজের মুখেই খোলসা করেন সকলের প্রিয় সূর্য। এই বিষয়ে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সূর্যকে স্কাই নামে চেনে গোটাবিশ্ব। তাঁর এই নামের নেপথ্যে রয়েছে বড় কাহিনি। সূর্যকে এই নামটি দিয়েছিলেন গৌতম গম্ভীর। বিসিসিআইয়ের একটি ভিডিয়োতে সূর্য এ কথা নিজের মুখেই জানিয়েছিলেন। তিনি জানান, তখন আইপিলে কেকেআরের হয়ে খেলতেন সূর্য। সেই সময় কেকেআরের অধিনায়ক ছিলেন গম্ভীর। একদিন হঠাৎ সূর্যকে স্কাই বলে ডেকে বসেন গৌতি। সতীর্থরা একটু অবাক হয়েছিলেন নতুন নাম শুনে। এমনকী সূর্য নিজেও বোঝেননি যে তাঁকে ডাকছেন গৌতম। তারপর সবটা বুঝিয়ে বলেন গৌতম। আসলে সূর্যকুমার যাদব, এত বড় নাম থেকে সংক্ষেপে নামের প্রথম অক্ষর জুড়ে স্কাই নামে ডাকেন গম্ভীর। আর এই ঘটনার পরই ভারতীয় দলে স্কাইয়ের আত্মপ্রকাশ।

সবমিলিয়ে এখন ভালো সময় চলছে সূর্যর। টানা দু’টি সিরিজ জিতে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরিয়েছেন তিনি। ওডিআই বিশ্বকাপে খুব একটা সাড়া ফেলতে না পারলেও, সম্প্রতি ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে নজর কেড়েছেন সূর্য। তাঁর নেতৃত্বেই প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শেষ হয় ভারতের বিশ্বকাপ স্বপ্ন। সেই আক্ষেপ নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। সূর্যর নেতৃত্বে সেই সিরিজ হাসিল করেছে টিম ইন্ডিয়া। এ বার সূর্যদের লক্ষ্য নতুন বছরে টি-২০ বিশ্বকাপ। আসন্ন বছরে ‘আকাশে’ আলোর রোশনাই আসে কি না তাই এখন দেখার।