IPL Cheerleaders: আইপিএলে কত টাকা আয় করেন চিয়ারলিডাররা জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 01, 2023 | 5:57 PM

IPL 2023: তিন বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিরল চিয়ারলিডার।

IPL Cheerleaders: আইপিএলে কত টাকা আয় করেন চিয়ারলিডাররা জানেন?
Image Credit source: Twitter

Follow Us

আমেদাবাদ: ধুমধাম করে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। ২০ ওভারের ম্যাচ। টুপটাপ চার-ছয়ের বৃষ্টি। কখনও হ্যাটট্রিক আবার কখনও ফাইফার এসব উপভোগ করে ৮ থেকে ৮০-র ক্রিকেট প্রেমীরা। কোনও ক্রিকেটার চার-ছয় মারলে, কোনও বোলার উইকেট নিলে আগে আইপিএলের ম্যাচে (IPL) পমপম হাতে চিয়ারলিডারদের (Cheerleaders) দলের হয়ে সেলিব্রেট করতে দেখা যেত। গত তিন বছর আইপিএলের মঞ্চে চিয়ারলিডারদের দেখা যায়নি। ক্রিকেটের বিনোদন উপভোগ করার পাশাপাশি দর্শকদের বাড়তি পাওনা ছিল সুন্দরী চিয়ারলিডারদের নাচ। সেই বিনোদনে ভরপুর দৃশ্য এ বার ফিরল আইপিএল-১৬-তে। আমেদাবাদে এ বারের আইপিএলের প্রথম ম্যাচ থেকেই দেখা গিয়েছে চিয়ারলিডারদের। যা দেখে সোশ্যাল মিডিয়ায় একাধিক মিমও ছড়িয়েছে। আইপিএলের সুন্দরী চিয়ারলিডাররা বরাবরই আলোচনায় থাকেন। ভারতের এই কোটিপতি লিগ থেকে তাঁরা কত আয় করেন জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

আইপিএলের চিয়ারলিডাররা বরাবরই থাকেন আলোচনায়। অতীতে চিয়ারলিডারদের নিয়ে কম বিতর্ক হয়নি। আইপিএলে গ্ল্যামারের ছটা ছড়িয়ে দেওয়া চিয়ারলিডারদের পারফর্ম করার জন্য বিভিন্ন স্যালারি প্যাকেজ রয়েছে। জানা গিয়েছে, ইউরোপের বিভিন্ন ছোট-বড় শহর থেকে এজেন্সি মারফত আইপিএলের মঞ্চে এসে পৌঁছান। ভারতীয় মুদ্রায় তাঁরা কমপক্ষে ১৭ লক্ষ টাকার স্যালারি প্যাকেজ পান। আইপিএল ম্যাচের পর পার্টিতে গেলে তাঁদের বাড়তি উপার্জন হয়। এ ছাড়াও তাঁরা বিভিন্ন সুযোগ সুবিধা পান। যেমন- বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি।

এ বারের আইপিএলে চিয়ারলিডারদের কামব্যাক হওয়ায় সোশ্যাল মিডিয়ায় যে মিমগুলি ভাইরাল হয়েছে সেগুলির কয়েকটি তুলে ধরা হল।

Next Article