বেঙ্গালুরু: আইপিএলের মেগা নিলামে (IPL 2022 Auction) মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কোন প্লেয়ারদের দলে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করবে? এই প্রশ্নের উত্তরে রয়েছে অতি পরিচিত নাম। রিটেনশনের নিয়মের বেড়াজালে দলের তারকা প্লেয়ারদের হাতছাড়া করতে হয়েছে সিএসকেকে (CSK)। তাই নিলাম টেবলে দলের পুরনো সদস্যদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে চেন্নাই। সিএসকের এক নিকট সূত্রের খবর, চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট এ বারের মেগা নিলামে প্রথমেই টার্গেট করতে চলেছে ফাফ দু’প্লেসি, দীপক চাহার ও শার্দূল ঠাকুরকে। এই তিন ক্রিকেটারই গত বার দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এ বারের নিলামের আগে মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি রবীন্দ্র জাডেজা, মইন আলি ও ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। এই চার প্লেয়ারকে ধরে রাখতে চেন্নাইয়ের খরচ হয়েছে ৪২ কোটি টাকা। ফলে তাদের ঝুলিতে রয়েছে ৪৮ কোটি টাকা। এই দিয়েই দল সাজাতে হবে মাহিদের। তাই চেন্নাইয়ের ফোকাসে ম্যাচ উইনাররা।
এ বার রাইট টু ম্যাচ কার্ড ছিল না। সেটা থাকলে চেন্নাই এবং অন্যান্য দলগুলোও আরও কিছু প্লেয়ারদের ধরে রাখত। উইনিং টিমটা ধরে রাখতে পারবেন কিনা মাহিরা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, দু’প্লেসি, চাহার, শার্দূলরা যে রয়েছেন অন্য দলের নজরেও। এ বারের নিলাম থেকে এমন প্লেয়ারদের তুলে নিতে চাইছে চেন্নাই, যারা ভবিষ্যতে দলকে জয়ের রাস্তায় নিয়ে যাবে। ইয়েলোব্রিগেডের ক্যাপ্টেন মাহিও উপস্থিত থাকতে পারেন নিলাম টেবলে। নিলামের ব্যাপারে দলের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করার জন্য অনেক দিন আগেই চেন্নাইয়ে হাজির হন ধোনি। ফলে নিলাম টেবলে ধোনিকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। মেগা নিলামের আসর থেকে মনিমুক্তো খুঁজে বের করতে জুহুরি উপস্থিত থাকতেই তো পারেন।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বেঙ্গালুরু: আইপিএলের মেগা নিলামে (IPL 2022 Auction) মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কোন প্লেয়ারদের দলে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করবে? এই প্রশ্নের উত্তরে রয়েছে অতি পরিচিত নাম। রিটেনশনের নিয়মের বেড়াজালে দলের তারকা প্লেয়ারদের হাতছাড়া করতে হয়েছে সিএসকেকে (CSK)। তাই নিলাম টেবলে দলের পুরনো সদস্যদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে চেন্নাই। সিএসকের এক নিকট সূত্রের খবর, চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট এ বারের মেগা নিলামে প্রথমেই টার্গেট করতে চলেছে ফাফ দু’প্লেসি, দীপক চাহার ও শার্দূল ঠাকুরকে। এই তিন ক্রিকেটারই গত বার দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এ বারের নিলামের আগে মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি রবীন্দ্র জাডেজা, মইন আলি ও ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। এই চার প্লেয়ারকে ধরে রাখতে চেন্নাইয়ের খরচ হয়েছে ৪২ কোটি টাকা। ফলে তাদের ঝুলিতে রয়েছে ৪৮ কোটি টাকা। এই দিয়েই দল সাজাতে হবে মাহিদের। তাই চেন্নাইয়ের ফোকাসে ম্যাচ উইনাররা।
এ বার রাইট টু ম্যাচ কার্ড ছিল না। সেটা থাকলে চেন্নাই এবং অন্যান্য দলগুলোও আরও কিছু প্লেয়ারদের ধরে রাখত। উইনিং টিমটা ধরে রাখতে পারবেন কিনা মাহিরা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, দু’প্লেসি, চাহার, শার্দূলরা যে রয়েছেন অন্য দলের নজরেও। এ বারের নিলাম থেকে এমন প্লেয়ারদের তুলে নিতে চাইছে চেন্নাই, যারা ভবিষ্যতে দলকে জয়ের রাস্তায় নিয়ে যাবে। ইয়েলোব্রিগেডের ক্যাপ্টেন মাহিও উপস্থিত থাকতে পারেন নিলাম টেবলে। নিলামের ব্যাপারে দলের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করার জন্য অনেক দিন আগেই চেন্নাইয়ে হাজির হন ধোনি। ফলে নিলাম টেবলে ধোনিকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। মেগা নিলামের আসর থেকে মনিমুক্তো খুঁজে বের করতে জুহুরি উপস্থিত থাকতেই তো পারেন।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা