CSK vs DC : হাঁটুর চোট নিয়ে বিধ্বংসী ব্যাটিং, ধোনি কী বললেন?

Chennai Super Kings vs Delhi Capitals Post Match : মাহি ব্যাটিংয়ে নামতেই গ্যালারিতে গর্জনের মাত্রা বাড়ল। সকলের প্রত্য়াশা পূরণ করলেন মাহি। হাঁটুর চোটে দৌড়তে সমস্যা হচ্ছিল। তাতেও অবশ্য রান নেওয়া থেকে বিরত থাকেননি। তেমনই চেষ্টা করেছেন বাউন্ডারি মারার। মাত্র ৯ বলে ২০ রানের বিধ্বংসী ইনিংস। জাডেজার সঙ্গে ১৮ বলে ৩৮ রানের জুটি।

CSK vs DC : হাঁটুর চোট নিয়ে বিধ্বংসী ব্যাটিং, ধোনি কী বললেন?
Image Credit source: IPL

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 11, 2023 | 1:44 AM

দীপঙ্কর ঘোষাল : চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচ হোক কিংবা অ্যাওয়ে। মহেন্দ্র সিং ধোনির কাছে সবই হোম ম্যাচ। যে মাঠেই খেলা থাক, ধোনিকে নিয়ে গ্যালারিতে বাড়তি উন্মাদনা প্রতি ম্যাচেই। চিপকে ম্যাচ হলে বাড়তি উন্মাদনা থাকে। দলের উইকেট পড়লেও অস্বস্তি নেই। বরং অপেক্ষা থাকে মাহি কতক্ষণে ব্য়াটিংয়ে নামবেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও এমনই পরিস্থিতি দাঁড়াল। মাহি ব্যাটিংয়ে নামতেই গ্যালারিতে গর্জনের মাত্রা বাড়ল। সকলের প্রত্য়াশা পূরণ করলেন মাহি। হাঁটুর চোটে দৌড়তে সমস্যা হচ্ছিল। তাতেও অবশ্য রান নেওয়া থেকে বিরত থাকেননি। তেমনই চেষ্টা করেছেন বাউন্ডারি মারার। মাত্র ৯ বলে ২০ রানের বিধ্বংসী ইনিংস। জাডেজার সঙ্গে ১৮ বলে ৩৮ রানের জুটি। বিধ্বংসী ব্যাটিং প্রসঙ্গে বলছেন, এটাই তো তাঁর কাজ! ম্যাচ শেষে ধোনি আরও যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ধোনির রানিং বিটউইন দ্য উইকেট নিয়ে নতুন করে কিছু বলার নেই। বয়স যে শুধুই সংখ্যা মাত্র এর অন্য়তম উদাহরণ মহেন্দ্র সিং ধোনি। বেশ কয়েক ম্য়াচ থেকেই শোনা যাচ্ছিল, বিশ্রাম নিতে পারেন ধোনি। যদিও চোট নিয়েই খেলে চলেছেন। সে কারণেই কি বড় শটে জোর দিচ্ছেন? মাহি বলেন, ‘আমরা ইনিংসের শেষ দিকে এগোচ্ছিলাম, প্রত্যেকের কাছেই কম ডেলিভারি ছিল। আমার কাজই হল দ্রুত রান তোলা।’ এরপরই হেসে বললেন, ‘আমাকে যাতে খুব বেশি দৌড়তে না হয়, সেটাই বলে রেখেছিলাম। কটা ডেলিভারি খেলার সুযোগ পাচ্ছি সেটা বড় কথা নয়, দলের জন্য় অবদান রাখতে পারছি, এটাই চাইছিলাম। অনুশীলনেও বড় শটে দ্রুত রান তোলারই চেষ্টা করি।’

লো-স্কোরিং ম্যাচ নিয়েও ২৭ রানে জয়। চেন্নাইয়ের বোলিং-ফিল্ডিংয়ের সঙ্গে আলোচনা ধোনির নেতৃত্ব। এটাও নতুন নয়। বোলারদের থেকে কী প্রত্যাশা ছিল? ধোনির কথায়, ‘আমি চাইছিলাম বোলাররা লাইন-লেন্থ ঠিক রাখুক। উইকেট নেওয়ার চেয়ে রান আটকানোয় বেশি নজর ছিল। বোলাররা সেটাই করে দেখিয়েছে।’