CSK vs GT, IPL 2023 : উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল, মুখোমুখি একই দল; ২০২৩ আইপিএলে সম্পূর্ণ হল বৃত্ত

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 27, 2023 | 1:14 AM

IPL 2023 Final : গুজরাট টাইটান্সকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারিয়ে সরাসরি ফাইনালে পা রাখে মহেন্দ্র সিং ধোনির দল। হার্দিকদের অবশ্য আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হল।

CSK vs GT, IPL 2023 : উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল, মুখোমুখি একই দল; ২০২৩ আইপিএলে সম্পূর্ণ হল বৃত্ত
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ২০২৩ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (CSK vs GT)। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে সেদিন এমএস ধোনিদের ৫ উইকেটে হারিয়ে ২০২৩ আইপিএলের সূচনা করেছিল গতবারের চ্যাম্পিয়নরা। উদ্বোধনী ম্যাচের দুই দলের দেখা হচ্ছে ফাইনাল ম্যাচেও। শুরু সিএসকে বনাম গুজরাট টাইটান্স ম্যাচ দিয়ে। ২০২৩ আইপিএলের (IPL 2023) শেষ ম্যাচেও আমনে সামনে সেই দুই প্রতিপক্ষ। গুজরাট টাইটান্সকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারিয়ে সরাসরি ফাইনালে পা রাখে মহেন্দ্র সিং ধোনির দল। হার্দিকদের অবশ্য আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হল। প্রথম প্রচেষ্টায় না হলেও দ্বিতীয় চেষ্টায় সফল। ২৮ মে-র মেগা ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায় ছিলেন ধোনিরা। শুক্রবার রাতে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে টানা দ্বিতীয় বার আইপিএলের ফাইনালে হার্দিক পান্ডিয়ারা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারের পর দমে যাননি গুজরাট টাইটান্স ক্যাপ্টেন। ম্যাচে পর তিনি বলেন, “আশা করি ফাইনালে ধোনির বিরুদ্ধে খেলতে পারব।” টাইটান্স ক্যাপ্টেনের মনোবাসনা পূর্ণ হয়েছে। টানা দ্বিতীয় আইপিএল খেতাবের লক্ষ্যে আগামী রবিবার মুখোমুখি হবে চেন্নাই ও গুজরাট। ভেনু সেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আইপিএলের ইতিহাস বলছে, এই নিয়ে দশম বার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলা দুই দলের ফের ফাইনালে দেখা হল। ২০১১ সাল থেকে এই ট্রেন্ড শুরু হয়। এরপর ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২২ সালের পর চলতি বছরেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের দুটি দল ফাইনাল খেলবে। আবার টুর্নামেন্টের পরিসংখ্যান এটাও বলছে যে, অতীতের নয় বারের মধ্যে কোয়ালিফায়ার ১-এর বিজয়ী দল সাতবার প্রতিপক্ষকে ফাইনালে হারিয়ে দিয়েছে। মহেন্দ্র সিং ধোনির দলের এই অভিজ্ঞতা প্রচুর। ইয়েলো ব্রিগেড অতীতে পাঁচ বার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রথম কোয়ালিফায়ার খেলা দলকে। তার মধ্যে দুটি ফাইনালে জিতেছে সিএসকে, তিন বার হার। মুম্বই ইন্ডিয়ান্স হল এমন একটি দল যারা প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়ার পর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।

চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০১৯ সালের পর ফের একবার আইপিএল ফাইনালে। সে বার মুম্বইয়ের কাছে ১ রানে হারতে হয়েছিল ধোনিদের। পঞ্চম ট্রফি জয়ের খুব কাছ থেকে ফিরতে হয়েছিল। ধোনি তাঁর কেরিয়ারের শেষপর্বে সিএসকে-র হাতে আরও একটা চ্যাম্পিয়নের ট্রফি তুলে দিয়ে শেষটা রাঙিয়ে দিয়ে যেতে চান। প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের কাছে টানা দ্বিতীয় বার আইপিএল চ্যাম্পয়ন হওয়ার হাতছানি। আইপিএলের জগতে আবির্ভাবেই চমকে দেওয়া হার্দিক পান্ডিয়ারা আরও একটা ট্রফি জয়ের দাবিদার।

Next Article