দীপঙ্কর ঘোষাল : চিপকে কি শেষ ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি? এমন প্রশ্ন উঠতেই পারে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ শেষে চিপকে অন্যরকম এক দৃশ্য দেখা গেল। এরপরই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। মরসুমের শুরুতেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ম্যাচ পরবর্তী সময়ে বলেছিলেন, ‘এটাই আমার কেরিয়ারের শেষ পর্ব। কতদিন খেলা চালিয়ে যাব তা অবশ্য জানি না।’। এ মরসুমে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলল চেন্নাই সুপার কিংস। যদিও শেষটা ভালো হল না। কেকেআরের বিরুদ্ধে জিতলেই প্লে-অফ পুরোপুরি নিশ্চিত হয়ে যেত। তবে কেকেআরের কাছে হার, অপেক্ষা বাড়াল চেন্নাই সুপার কিংসের। আর ম্যাচ শেষে নানা দৃশ্য। চেন্নাইয়ের পুরো টিম মাঠ প্রদক্ষিণ করল। শুধু তাই নয়, সুনীল গাভাসকরকে অটোগ্রাফও দিলেন ধোনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সময় যেন থমকে গিয়েছিল কিছুক্ষণের জন্য। পোস্ট ম্যাচ শেষ হতেই ধোনির হাতে টেনিস ব়্যাকেট। সঙ্গে জাডেজা সহ অনেক সতীর্থর হাতেই একই জিনিস। টেনিস বলও এল। বেশ কিছু বল গ্যালারিতে পাঠালেন ধোনি। চেন্নাই সমর্থকদের আরও নানা স্মারক উপহার দিলেন। সারা মাঠ প্রদক্ষিণ করলেন ধোনি এবং বাকি ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরাও। ম্যাচ হারের সমস্ত দুঃখ ভুলিয়ে দিলেন মাহি।
???????! ?
A special lap of honour filled with memorable moments ft. @msdhoni & Co. and the ever-so-energetic Chepauk crowd ?#TATAIPL | #CSKvKKR | @ChennaiIPL pic.twitter.com/yHntEpuHNg
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
মাহিকে নিয়ে উন্মাদনায় আবেগ প্রবণ হয়ে পড়েন কিংবদন্তি সুনীল গাভাসকরও। সম্প্রচারকারী চ্যানেলের হয়ে সঞ্চালনার জন্য মাঠে ছিলেন গাভাসকর। মাহিকে দেখে জড়িয়ে ধরলেন। মাহি যেন অন্য মেজাজে। কিছুক্ষণ আগেও যিনি ফিল্ডিং সেট করতে, ক্ষুরধার মস্তিষ্কে এত কম রানের লক্ষ্য নিয়েও ম্যাচ জেতার চেষ্টা করছিলেন গম্ভীর মুখে, তাঁর মুখেই শিশুসুলভ হাসি। মার্কার পেন নিয়ে গাভাসকরের শার্টে অটোগ্রাফও দিলেন মহেন্দ্র সিং ধোনি। এমন সুন্দর কিছু মুহূর্তের কোলাজ হয়ে রইল চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম।