Pujara Love Story: একান্তে ঘণ্টা দুয়েকের আলাপ, প্রথম দেখাতেই এই সুন্দরীর প্রেমে পড়েন তারকা ক্রিকেটার

বিউটি উইদ ব্রেন। চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা পাওরি সম্পর্কে এই কয়েকটা শব্দ অনায়াসে বলা যায়। পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন পূজা। একটা সময় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পদে কাজ করতেন।

| Edited By: তিথিমালা মাজী

Oct 10, 2022 | 8:30 AM

1 / 6
বিউটি উইদ ব্রেন। চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা পাওরি সম্পর্কে এই কয়েকটা শব্দ অনায়াসে বলা যায়। পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন পূজা। একটা সময় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পদে কাজ করতেন।(ছবি:টুইটার)

বিউটি উইদ ব্রেন। চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা পাওরি সম্পর্কে এই কয়েকটা শব্দ অনায়াসে বলা যায়। পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন পূজা। একটা সময় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পদে কাজ করতেন।(ছবি:টুইটার)

2 / 6
তাই পূজাকে শুধু ক্রিকেটারের স্ত্রী-র তালিকায় ফেলে দিলে চলবে না। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। রাজস্থানের মাউন্ট আবুর এক স্কুল থেকে পড়াশোনা তাঁর। এমবিএ করে মুম্বইয়ের এক মাল্টি ন্যাশনাল কোম্পানিকে এইচআর হেড হিসেবে কাজ করেছেন।(ছবি:টুইটার)

তাই পূজাকে শুধু ক্রিকেটারের স্ত্রী-র তালিকায় ফেলে দিলে চলবে না। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। রাজস্থানের মাউন্ট আবুর এক স্কুল থেকে পড়াশোনা তাঁর। এমবিএ করে মুম্বইয়ের এক মাল্টি ন্যাশনাল কোম্পানিকে এইচআর হেড হিসেবে কাজ করেছেন।(ছবি:টুইটার)

3 / 6
কীভাবে শুরু হল পূজা-পূজারার প্রেম? সিনেমার লাভ অ্যাট ফার্স্ট সাইট-এর মতো চেতেশ্বর পূজারাও প্রথমবার পূজাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন। এক পারিবারিক বন্ধু মারফত পূজার পরিবারের কাছে সম্বন্ধ যায় ভারতীয় দলের ক্রিকেটারের তরফে। (ছবি:টুইটার)

কীভাবে শুরু হল পূজা-পূজারার প্রেম? সিনেমার লাভ অ্যাট ফার্স্ট সাইট-এর মতো চেতেশ্বর পূজারাও প্রথমবার পূজাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন। এক পারিবারিক বন্ধু মারফত পূজার পরিবারের কাছে সম্বন্ধ যায় ভারতীয় দলের ক্রিকেটারের তরফে। (ছবি:টুইটার)

4 / 6
পূজার গুজরাটের জামনগরের বাড়িতে মা ও বাবাকে নিয়ে মেয়ে দেখতে যান লাজুক স্বভাবের চেতেশ্বর। এরপরের গল্পের সঙ্গে সিনেমার মিল পাবেন। দু'জনকে আলাদাভাবে কথা বলার জন্য অন্য একটি ঘরে পাঠানো হয়। দু ঘণ্টা ধরে দু'জনে মিলে কথা বলেছিলেন। সেদিনই একে অপরের সঙ্গে ঘর বাঁধার অঙ্গীকার করে নেন পূজা-পূজারা।(ছবি:টুইটার)

পূজার গুজরাটের জামনগরের বাড়িতে মা ও বাবাকে নিয়ে মেয়ে দেখতে যান লাজুক স্বভাবের চেতেশ্বর। এরপরের গল্পের সঙ্গে সিনেমার মিল পাবেন। দু'জনকে আলাদাভাবে কথা বলার জন্য অন্য একটি ঘরে পাঠানো হয়। দু ঘণ্টা ধরে দু'জনে মিলে কথা বলেছিলেন। সেদিনই একে অপরের সঙ্গে ঘর বাঁধার অঙ্গীকার করে নেন পূজা-পূজারা।(ছবি:টুইটার)

5 / 6
মিঞা-বিবি রাজি তো ক্যায়া করেগা...বিয়েতে আর দেরি করেননি। ২০১২ সালের ১৬ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন দু'জনে। রিসেপসনে আমন্ত্রিত ছিল পুরো ভারতীয় দল। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল বৌভাতে যেতে পারেনি।(ছবি:টুইটার)

মিঞা-বিবি রাজি তো ক্যায়া করেগা...বিয়েতে আর দেরি করেননি। ২০১২ সালের ১৬ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন দু'জনে। রিসেপসনে আমন্ত্রিত ছিল পুরো ভারতীয় দল। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল বৌভাতে যেতে পারেনি।(ছবি:টুইটার)

6 / 6
মাসখানেক বাদেই চেতেশ্বর-পূজার বিয়ের দশবছর পূর্ণ হবে। এরই মধ্যে পূজারা পরিবারের ঘর আলো করে এসেছে ছোট্ট অদিতি। খারাপ ফর্ম নিয়ে যুঝতে থাকা স্বামীর পাশে সবসময় থেকেছেন পূজা। উৎসাহ জুগিয়েছেন সর্বদা। সেই সমর্থনের জোরেই জাতীয় দল থেকে ব্রাত্য পূজারা ইংলিশ কাউন্টিতে রানের পাহাড় খাড়া করেছেন।(ছবি:টুইটার)

মাসখানেক বাদেই চেতেশ্বর-পূজার বিয়ের দশবছর পূর্ণ হবে। এরই মধ্যে পূজারা পরিবারের ঘর আলো করে এসেছে ছোট্ট অদিতি। খারাপ ফর্ম নিয়ে যুঝতে থাকা স্বামীর পাশে সবসময় থেকেছেন পূজা। উৎসাহ জুগিয়েছেন সর্বদা। সেই সমর্থনের জোরেই জাতীয় দল থেকে ব্রাত্য পূজারা ইংলিশ কাউন্টিতে রানের পাহাড় খাড়া করেছেন।(ছবি:টুইটার)