IND vs BAN 1st Test: গিলের প্রথম টেস্ট সেঞ্চুরি, শতরান পূজারার; চট্টগ্রামে চালকের আসনে ভারত

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 16, 2022 | 6:24 PM

প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের সামনে অসহায় দেখিয়েছে সাকিব আল হাসানদের। সেই ধাক্কা সামলে চট্টগ্রামে পাঁচশোর বেশি রান অতিক্রম করার বড়সড় চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের।

IND vs BAN 1st Test: গিলের প্রথম টেস্ট সেঞ্চুরি, শতরান পূজারার; চট্টগ্রামে চালকের আসনে ভারত
Image Credit source: Twitter

Follow Us

ঢাকা: বোলারদের সৌজন্যে প্রথম ইনিংসে বড়সড় লিড ও দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরির দৌলতে চট্টগ্রাম টেস্টের (India vs Bangladesh) তৃতীয় দিনেই চালকের আসনে ভারত। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে হলে রানের পাহাড় টপকাতে হবে বাংলাদেশকে। সামনে ৫১৩ রানের লক্ষ্য। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের সামনে অসহায় দেখিয়েছে সাকিব আল হাসানদের (Shakib Al Hasan)। সেই ধাক্কা সামলে চট্টগ্রামে পাঁচশোর বেশি রান অতিক্রম করার বড়সড় চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের। তৃতীয় দিনের শেষে বাংলাদেশের খাতায় যোগ হয়ে বিনা উইকেট হারিয়ে ৪২ রান। এখনও ৪৭১ রান পিছিয়ে হোম টিম। ভারত-বাংলাদেশ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের রিপোর্ট TV9 Banglaয়।

তৃতীয় দিনে ভারতীয় ইনিংসের উল্লেখযোগ্য বিষয় হল চেতেশ্বর পূজারা এবং শুভমন গিলের সেঞ্চুরি। ভারত দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার আগে অনেকটা ওয়ান ডে-র ধাঁচে খেলতে শুরু করেন পূজি ও গিল। ভারতীয় দলের প্রতিভাবান ওপেনার শুভমন গিল চট্টগ্রামে কেরিয়ারের প্রথম টেস্টের স্বাদ পেয়ে গেলেন। ১৫২ বলে ১১০ রান তাঁর। ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকান। কেরিয়ারের ২৩তম টেস্ট ইনিংসে ৯৫ রানে মেহদি হাসান মিরাজের বলে রিভার্স সুইপ মেরে চার হাঁকান গিল। ৯৯ রানে লং অনে ছয় মেরে শতরান পূর্ণ করেন। ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ চেতেশ্বর পূজারার ধারাবাহিকতা বজায় রইল দ্বিতীয় ইনিংসেও। প্রথম ইনিংসে মাত্র ১০ রানের জন্য হাতছাড়া হয়েছিল সেঞ্চুরি। এদিন আর পূজিকে আটকানোর সাধ্যিতে কুলোয়নি বাংলাদেশ বোলারদের। ১৩০ বলে অপরাজিত ১০২ রান করেন তিনি। তাঁর শতরানের পরই ইনিংস ডিক্লেয়ার করে দেয় টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে ভারতের স্কোর ছিল ৪০৪। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব। দ্বিতীয় দিনের শেষে ১৩৩ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই ১৫০ রানে বাংলাদেশকে গুটিয়ে দেয় ভারত। তৃতীয় দিনে শূন্য রানে তাজিজুল ইসলামকে আউট করে পাঁচ নম্বর উইকেট ঝুলিতে পোরেন কুলদীপ। যদিও ফলো অনের দিকে ঝোঁকেননি স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন লোকেশ রাহুল। ২৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ভারত। জোড়া সেঞ্চুরির দৌলতে দ্বিতীয় ইনিংসে ২৫৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়া হয়। সবমিলিয়ে চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে ৫১৩ রানের লক্ষ্য রেখেছে লোকেশ রাহুলের দল।

Next Article