Cheteshwar Pujara : এখানেই ইতি নয়, ছেলের প্রত্যাবর্তন হবেই; প্রত্যয়ী অরবিন্দ পূজারা
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। নির্বাচন কমিটির এই সিদ্ধান্তে তোলপাড় ক্রিকেট জগত।
কলকাতা: চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) কেরিয়ারের শেষ কি এখানেই? ওয়েস্ট ইন্ডিজ সফরে চেতেশ্বর পূজারা বাদ পড়ার পর ক্রিকেট মহলের ইতিউতি জল্পনা। অনুরাগীরা প্রমাদ গুণছেন। তাঁর বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়ালদের। প্রতিভাবান তরুণদের দাপটে আর কি জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারবেন? প্রশ্ন অনেক। যে যাই বলুক, চেতেশ্বরকে নিয়ে বিশ্বাস হারাচ্ছেন না তাঁর বাবা ও কোচ অরবিন্দ পূজারা। ছেলের কামব্যাক নিয়ে প্রত্যয়ী তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে নেই পূজারা। তাতে কী? লড়াই ছাড়ছেন না তিনি। দলীপ ট্রফির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
WTC ফাইনালের আগে কাউন্টি ক্রিকেটে খেলে প্রস্তুতি নিয়েছিলেন পূজারা। সাসেক্সের হয়ে দারুণ পারফর্ম করেন। কিন্তু ওভালে পুরোপুরি ফ্লপ হন তিনি। একশোর বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে পূজারার। অথচ দুই ইনিংসেই তাঁর আউটের ধরন ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষানবীশের মতো আউটের ধরন দেখে হতাশ অনুরাগীরাও। ওভালের ব্যর্থতায় জাতীয় দলের দরজা কি বন্ধ হয়ে গেল পূজারার কাছে? ক্যারিবিয়ান সফরে তরুণরা ভালো পারফর্ম করলে পূজারার ফেরার আশা আরও ক্ষীণ হবে। এতে ভেঙে না পড়ে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন পূজারা। দলীপ ট্রফি শুরু হচ্ছে ২৮ জুন থেকে। ওয়েস্ট জোনের হয়ে খেলবেন পূজারা। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারলে নির্বাচকরা পূজারাকে নিয়ে ভাবতে বাধ্য হবেন এতে সন্দেহ নেই।
পূজারার মানসিক দৃঢ়তা থেকে তাঁর জাতীয় দলে ফেরা নিয়ে চিন্তিত নন অরবিন্দ পূজারা। ক্রিকেটারের বাবা ও একাধারে কোচ বলেছেন, “ও মানসিক দিক থেকে ভীষণ মজবুত। দল নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। কিন্তু আমি যা দেখেছি ও কেরিয়ারের সেরা ব্যাটিং করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ঘোষণা হওয়ার দিন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলীপ ট্রফি তো খেলবেই, কাউন্টি সার্কিটেও খেলা জারি রাখবে। একজন বাবা ও কোচ হিসেবে আমি মনে করি, ওর জাতীয় দলে না ফেরার কোনও কারণ নেই।”