ফের করোনার হানা সৌরভের বাড়িতে

বেহালার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন দেবাশিস গঙ্গোপাধ্যায় (Debasish Ganguly)। ১০ থেকে ১২ দিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে। এক বাড়িতে থাকলেও কাছে যাওয়ার উপায় নেই। তাই ফোন করেই ঘনঘন কাকার খোঁজ নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

ফের করোনার হানা সৌরভের বাড়িতে
করোনায় আক্রান্ত সৌরভের কাকা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2021 | 2:35 PM

কলকাতা: করোনার (COVID-19) হানা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে। বছর ঘুরতে না ঘুরতেই ফের করোনার থাবা বোর্ড সভাপতির পরিবারে। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। হাসপাতালে ভর্তিও হয়েছিলেন সিএবি (CAB) সচিব। এ বার করোনায় আক্রান্ত সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়। বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই থাকেন তিনি।

আরও পড়ুন: ৯ বছর পর হতে পারে ভারত-পাক সিরিজ

গত রবিবার থেকেই জ্বরে ভুগছিলেন সিএবি (CAB) কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হলেও আপাতত সুস্থই আছেন সৌরভের কাকা। বেহালার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন দেবাশিস গঙ্গোপাধ্যায়। ১০ থেকে ১২ দিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে। এক বাড়িতে থাকলেও কাছে যাওয়ার উপায় নেই। তাই ফোন করেই ঘনঘন কাকার খোঁজ নিচ্ছেন সৌরভ।

আরও পড়ুন: ম্যাকগ্রার বোলিং স্কুলেই ধারাল হয়েছেন প্রসিধ

বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিসিসিআই সভাপতি (BCCI President)। অ্যাঞ্জিওগ্রামের পর দেখা যায় সৌরভের ধমনীতে তিনটি ব্লকেজ রয়েছে। বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠীর তত্ত্বাবধানে বোর্ড সভাপতির বুকে তিনটি স্টেন্ট বসে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ঘরে বসেই বোর্ডের কাজ করেন সৌরভ। বেহালার বাড়িতেই বিজ্ঞাপনের শুটিং করেন মহারাজ।

দেশ জুড়ে ফের কোভিডের উপদ্রব বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শ মেনেই রুটিন ফলো করছেন সৌরভ। মার্চের দ্বিতীয় সপ্তাহে করোনার প্রথম দফার টিকা নেন বোর্ড সভাপতি। তারপরই মোতেরায় ভারত-ইংল্যান্ড (IND vs ENG) টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আমদাবাদ যান তিনি। এপ্রিলে করোনার দ্বিতীয় দফার টিকা নেওয়ার কথা সৌরভের।