AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs West Indies: করোনার গ্রাসে ৩ ক্রিকেটার সহ ভারতীয় টিমের ৮ সদস্য

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে ভারতীয় টিমে করোনার হানা।

India vs West Indies: করোনার গ্রাসে ৩ ক্রিকেটার সহ ভারতীয় টিমের ৮ সদস্য
India vs West Indies: করোনার গ্রাসে ৩ ক্রিকেটার সহ ভারতীয় টিমের ৮ সদস্য
| Edited By: | Updated on: Feb 02, 2022 | 10:31 PM
Share

আমেদাবাদ: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আমদাবাদে ওয়ান ডে সিরিজ (ODI) শুরুর আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। টিমের সিনিয়র ওপেনার শিখর ধাওয়ান, মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার এবং রিজার্ভ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের করোনা (COVID 19) পরীক্ষার ফল পজিটিভ। সাপোর্ট স্টাফ সহ ভারতীয় টিমের ৮ সদস্য সংক্রমিত। কোচিংয়ের সঙ্গে জড়িয়ে নেই, ভারতীয় টিমের এমন কয়েক জন স্টাফও নাকি আক্রান্ত হয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন, আমদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সিরিজ কি হবে? ৬ ফেব্রুয়ারি প্রথম ওয়ান ডে। হাতে ৩ দিনের বেশি সময় নেই। ফলে সিরিজ ঘিরে যে সংশয় তৈরি হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিসিসিআই অবশ্য পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে।

সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, “জানা গিয়েছে কয়েকজন প্লেয়ার এবং কয়েকজন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিসিসিআই পরিস্থিতির দিকে নজর রাখছে।”

৩০ জানুয়ারি থেকে আমেদাবাদে ক্রিকেটাররা জড়ো হওয়া শুরু করেন। কোভিডকালের বাধ্যতামূলক রুটিন মেনে চেকআপের সময় আরটিপিসিআর টেস্টে পজিটিভ আসে শিখর-শ্রেয়সসহ টিম ইন্ডিয়ার আট সদস্যের। এখন আইসোলেশনে রয়েছেন শিখর-ঋতুরাজরা। স্বাভাবিক ভাবেই সিরিজের প্রথম দুটো ম্যাচে এই ক্রিকেটারদের পাবে না ভারত। তবে ভারতীয় দলে আর করোনা আক্রান্তের সংখ্যা আর না বাড়লে সিরিজ চালিয়ে যেতে সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।

বুধবারই আবার আমেদাবাদে এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। নিয়ম মেনে কায়রন পোলার্ডদেরও কোভিড পরীক্ষা হয়েছে। তাঁদের টেস্টের রিপোর্ট কী আসে, সে দিকে তাকিয়ে রয়েছে বোর্ড। ক্যারিবিয়ান টিমে যদি করোনা ঢুকে পড়ে, তা হলে চাপ আরও বাড়বে। যতই সব কিছু শিথিল হয়ে যাক, করোনা যে এখনও থাবা গুটিয়ে নেয়নি, ভারতীয় টিমের করোনা আক্রান্ত হয়ে পড়া তার সবচেয়ে বড় উদাহরণ।