DC vs PBKS IPL 2022 Match Prediction: কোভিড চ্যালেঞ্জ সামলে পঞ্জাব জয় করতে পারবে দিল্লি?

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 20, 2022 | 9:00 AM

Delhi Capitals vs Punjab Kings Preview: আইপিএলের ইতিহাস বলে, দুই দলের দেখা হয়েছে মোট ২৮ বার। ১৩টি ম্যাচে জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে পঞ্জাবের জয় ১৫টি ম্যাচে।

DC vs PBKS IPL 2022 Match Prediction: কোভিড চ্যালেঞ্জ সামলে পঞ্জাব জয় করতে পারবে দিল্লি?
আজ ঋষভ ও মায়াঙ্কার ব্যাট বলের লড়াই

Follow Us

মুম্বই: চলতি আইপিএলে (IPL 2022) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে হানা দিয়েছে কোভিড। প্রথমে ফিজিও প্যাট্রিক ফার্হার্ট, তারপর ক্রিকেটার মিচেল মার্শ সহ আরও তিনজন দল থেকে ছিটকে গিয়েছেন করোনার থাবায়। অনুশীলন কার্যত লাটে উঠেছে। আইসোলেশন, আরটিপিসিআর টেস্ট এই শব্দগুলোই এখন ঋষভ পন্থদের সঙ্গী। এক দিকে আইপিএলের টানটান ক্রিকেট যুদ্ধ। অন্য দিকে দলের অন্দরে করোনার আতঙ্ক। জোড়া চ্যালেঞ্জ সঙ্গে নিয়ে আজ পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। পুনের বদলে ম্যাচে সরিয়ে দেওয়া হয়েছে ব্রেবোর্ন স্টেডিয়ামে। আজকের ম্যাচে মাঠে নামার আগে দুই দলই তাদের শেষ ম্যাচ হেরেছে। দিল্লিকে হার হজম করতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। অন্য দিকে পঞ্জাব কিংসকে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাস বলে, দুই দলের দেখা হয়েছে মোট ২৮ বার। ১৩টি ম্যাচে জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে পঞ্জাবের জয় ১৫টি ম্যাচে।

দিল্লি ক্যাপিটালস অনেক আশা নিয়ে এ বারের নিলামে দল সাজিয়েছিল। ডেভিড ওয়ার্নার (David Warner), মুস্তাফিজুর রহমান, রোভম্যান পাওয়েল, মিচেল মার্শের মতো তারকাদের দলে নিয়েছিল। কিন্তু ঋষভ পন্থের দল মাঠের পারফরম্যান্সে সমর্থকদের আশা পূরণ করতে পারেনি। বল হাতে একমাত্র কুলদীপ যাদব ও ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার প্রত্যাশা পূরণ করতে পারছেন কিছুটা। কিন্তু বাকিদের ফর্ম ক্রমশ চিন্তা বাড়াচ্ছে ঋষভ-পন্টিংয়ের। নিলামে একাধিক তারকাকে দলে নিলেও শ্রেয়স আইয়ার ও কাগিসো রাবাডার মতো তারকাকে হাতছাড়া করেছে তারা। দুই ক্রিকেটারই ছন্দে আছেন। রাবাডা (Kagiso Rabada) আজ মাঠে নামবেন নিজের পুরনো দলের বিরুদ্ধে। নিলামে তাঁকে না নেওয়ার রাগটা মেটাতে পারবেন?

পঞ্জাব কিংসও এ বার নিলামে আশা জাগিয়ে দল গুছিয়েছিল। কিন্তু প্রতিবারের মতো এ বারও তাদের ধারাবাহিকতার অভাব। ছটি ম্যাচ খেলে তিনটিতে জয় তিনটিতে হার। পেন্ডুলামের মতো দুলছে মায়াঙ্কারে দলের পারফরম্যান্স। তাদের দলে আছে এ বারের লিগের সব থেকে দামি বিদেশি লিয়াম লিভিংস্টোন। তাঁর পারফরম্যান্স আজ ভালো তো কাল খারাপ। জনি বেয়াস্টো এখনও মাঝারি মানের ক্রিকেট খেলছেন। ধাওয়ান অবশ্য রান পাচ্ছেন। কিন্তু মিডিল অর্ডার ও লোয়ার মিডিল অর্ডারের শাহরুখ খানদের অফ ফর্ম চিন্তায় রেখেছে মায়াঙ্ককে। তার সঙ্গে আছে ডেথ ওভারে বোলিংয়ে সমস্যা। রাবাডা নেতৃত্ব দিচ্ছেন বোলিংয়ের। কিন্তু মায়াঙ্কের যোদ্ধারা যে ধারাবাহিক ভাবে প্রতিপক্ষের ওপর দাপট দেখাতে পারছে না। চাপে থাকা দিল্লির বিরুদ্ধে নিজেদের জাত চেনানোর লড়াই পঞ্জাব কিংসের।

 

আরও পড়ুন : IPL 2022: টিভি ভিউয়ারশিপ পড়ছে আইপিএলের, চিন্তা বাড়ছে বিজ্ঞাপনী দুনিয়ার

Next Article