Olympic Cricket: অলিম্পিক ক্রিকেটে ক’টি দল খেলবে, যোগ্যতা অর্জনের নিয়মই বা কী?

Cricket at LA28: অলিম্পিকের আসরে একবারই ক্রিকেট দেখা গিয়েছিল। ১৯০০ সালে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে ক্রিকেট শেষবার অনুষ্ঠিত হয়। যেখানে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটি মাত্র হয়।

Olympic Cricket: অলিম্পিক ক্রিকেটে কটি দল খেলবে, যোগ্যতা অর্জনের নিয়মই বা কী?
Image Credit source: PTI FILE

Apr 10, 2025 | 7:35 PM

কলকাতা: দীর্ঘ ১২৮ বছর পর। অলিম্পিকে ফিরছে ক্রিকেট। কয়েক মাস আগেই তা জানিয়ে দেওয়া হয়েছিল। তবে কারা খেলতে পারবে, কোন দল অংশ নেবে, এসব বিষয়ে স্পষ্ট করা ছিল না। পরবর্তী অলিম্পিকের আসর বসছে মার্কিন মুলুকের লস এঞ্জেলসে। ২০২৮ সালের অলিম্পিকে দেখাযাবে ক্রিকেট ইভেন্ট। মহিলা-পুরুষ উভয় দলের ক্রিকেট ইভেন্টই থাকছে। জেনে নিন আরও বিস্তারিত।

অলিম্পিকের আসরে একবারই ক্রিকেট দেখা গিয়েছিল। ১৯০০ সালে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে ক্রিকেট শেষবার অনুষ্ঠিত হয়। যেখানে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটি মাত্র হয়। ম্যাচটি দুই দিনের ম্যাচ ছিল। যা এখনও একটি অলিখিত টেস্ট হিসেবে ধরা হয়। এ বার অবশ্য বড় আকারেই থাকছে অলিম্পিক ক্রিকেট। বুধবার আয়োজক কমিটির তরফে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে, ছটি দলের অংশ গ্রহণের কথা।

২০২৮ সালে লস এঞ্জেলস ক্রিকেট ইভেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। যেখানে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই ছয়টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে ১৫ সদস্য থাকতে পারবে। কারণ প্রতিটি বিভাগের জন্য মোট ৯০ জন প্লেয়ারের কোটা বরাদ্দ করা হয়েছে। ছটি দলের কথা জানালেও যোগ্যতা অর্জন পর্ব নিয়ে অলিম্পিক কমিটি এখনও পরিষ্কার করেনি। আইসিসির পূর্ণ সদস্য দেশ, সহযোগী দেশের মধ্য থেকে মাত্র ছটি দল খেলবে। অলিম্পিকে সুযোগ যে খুবই কঠিন, এ বিষয়ে সন্দেহ নেই।