LA 2028: লস এঞ্জেলস অলিম্পিকেও নেই ক্রিকেট! আইওসি-র বিবৃতিতে তেমনই ইঙ্গিত

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 07, 2023 | 6:30 AM

Los Angeles Olympic 2028: আইওসি-র পরবর্তী মিটিং রয়েছে মুম্বইতে। অক্টোবরের ১৫-১৭ এই সভা হবে। মুম্বই সেশনের আগে আরও একবার আইওসি-র বোর্ড মিটিং হবে বলে মনে করা হচ্ছে।

LA 2028: লস এঞ্জেলস অলিম্পিকেও নেই ক্রিকেট! আইওসি-র বিবৃতিতে তেমনই ইঙ্গিত
Image Credit source: IOC, Twitter

Follow Us

কলকাতা: কিছুদিন পরই শুরু হচ্ছে এশিয়ান গেমস। হাংঝৌ এশিয়ান গেমসে রয়েছে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে। পুরুষ ও মহিলা উভয় দলই খেলবে। ভারতও অংশ নিচ্ছে এশিয়ান গেমস ক্রিকেটে। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট ছিল। রুপোর পদক জিতেছে ভারত। অলিম্পিকের আসরে ক্রিকেট দেখা যাবে, এই অপেক্ষা বহুদিনের। ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট দেখা যাবে, এমনটাই প্রত্যাশা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC), আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) মধ্যে আলোচনাও হয়েছে। লস এঞ্জেলসেই ক্রিকেট দেখা যাবে, এমন নিশ্চয়তা নেই। এমনই ইঙ্গিত ইন্টারন্য়াশনাল ক্রিকেট সংস্থার (আইওসি) বিবৃতিতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইওসি-র এক্সিকিউটিভ বোর্ড মিটিং রয়েছে আগামী কাল (শুক্রবার)। সুইৎজারল্যান্ডের লসেনে হবে এই বোর্ড মিটিং। অলিম্পিকে ক্রিকেট রাখা যায় কিনা এই সিদ্ধান্তও হওয়ার কথা ছিল। আইওসির মিটিং সূচি মেনেই হচ্ছে। যদিও আলোচনার বিষয়বস্তুতে ক্রিকেটের উল্লেখ নেই। আরও পরিষ্কার করে বলা ভালো, ২০২৮ সালের অলিম্পিকে নতুন কোন স্পোর্টস অন্তর্ভূক্ত করা হবে, সেটাই আলোচনা হবে না এই মিটিংয়ে। এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ের এজেন্ডা থেকে এই বিষয় সরিয়ে নেওয়া হয়েছে।

আইওসি-র তরফে জানানো হয়েছে, পরবর্তীতে এই বিষয়টি নিয়ে অনলাইন মিডিয়া কনফারেন্সে জানানো হবে। আইওসি-র বিবৃতিতে রয়েছে, ‘লস এঞ্জেলস অলিম্পিকের স্পোর্টস প্রোগ্রাম নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল। কিন্তু আইওসি এবং আয়োজক কমিটির সঙ্গে এখনও নানা বিষয়ে আলোচনা চলছে। এই মুহূর্তে স্পোর্টস প্রোগ্রাম নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আসেনি। সে কারণেই এই বিষয়টিকে এজেন্ডার বাইরে রাখা হয়েছে। আইওসির পরবর্তী মিটিংয়ে এই এজেন্ডায় কথা হতে পারে।’

আইওসি-র পরবর্তী মিটিং রয়েছে মুম্বইতে। অক্টোবরের ১৫-১৭ এই সভা হবে। মুম্বই সেশনের আগে আরও একবার আইওসি-র বোর্ড মিটিং হবে বলে মনে করা হচ্ছে। এখনও অবধি যা পরিস্থিতি, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে ব্যাপক ধোঁয়াশা।

Next Article