ICC World Cup 2023: বিশ্বকাপে ১৫ অক্টোবর নাও হতে পারে ভারত-পাক মহারণ! সূচি বদলের সম্ভবনা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 26, 2023 | 1:05 PM

India vs Pakistan: সূচি অনুযায়ী ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ১৫ অক্টোবর। এই মেগা ম্যাচের ভেনু আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

ICC World Cup 2023: বিশ্বকাপে ১৫ অক্টোবর নাও হতে পারে ভারত-পাক মহারণ! সূচি বদলের সম্ভবনা
বিশ্বকাপে ১৫ অক্টোবর নাও হতে পারে ভারত-পাক মহারণ! সূচি বদলের সম্ভবনা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: আইসিসি ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023) এ বার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। সূচি অনুযায়ী ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ হওয়ার কথা ১৫ অক্টোবর। এই মেগা ম্যাচের ভেনু আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই ম্যাচের জন্য ইতিমধ্যেই প্রচুর অর্থ খরচ করে আমেদাবাদের বিভিন্ন হোটেলে বুকিং করেছেন ক্রিকেট প্রেমীরা। এমনকি জানা গিয়েছিল, আকাশছোঁয়া হোটেলের ভাড়া হওয়ায় অনেকেই ভারত-পাক ম্যাচের সময় হাসপাতালের বেডও বুক করেছেন। এরই মাঝে সমর্থকদের জন্য খারাপ খবর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসলে ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। আর নবরাত্রি গুজরাটের অন্যতম বড় উৎসব। তাই এই সময় বিশ্বকাপের জন্য নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। জানা গিয়েছে, তার ফলে বিসিসিআই ভারত-পাক ম্যাচের তারিখ নিয়ে পুনরায় ভাবনাচিন্তা করতে পারে। যা শুনে অনেক সমর্থকের মাথায় হাত। কারণ, সত্যিই যদি নবরাত্রির জন্য ভারত-পাক ম্যাচের সূচি পিছিয়ে যায় তা হলে যাঁরা এখন থেকে হোটেল, ফ্লাইট, ট্রেনের টিকিট বুকিং করেছেন, তাঁরা সমস্যায় পড়তে পারেন।

ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, ‘বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ বদলে যেতে পারে। নবরাত্রির জন্য বিসিসিআইকে নিরাপত্তা সংস্থা সতর্ক করেছে। এই নিয়ে খুব শীঘ্রই আলোচনা করা হবে। এই ম্যাচের তারিখ বদল করার কাজটা খুব একটা সহজ নয়। এর সঙ্গে একাধিক বিষয় জড়িয়ে রয়েছে। সবদিক মাথায় রেখে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, আইসিসি ওডিআই বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত-পাকিস্তান ম্যাচের ভেনু আমেদাবাদের জায়গায় অন্য কোথাও রাখার আবেদন জানিয়েছিল। কিন্তু বিসিসিআই এবং আইসিসি পিসিবির সেই আবেদন মানেনি। ফলে, এ বারের বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের তারিখ বদলে গেলেও ভেনু হয়তো বদলাবে না। উল্লেখ্য, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা ১ লক্ষ। এই স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের ৪টি ম্যাচ হওয়ার কথা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড, এরপর ভারত-পাকিস্তান, তারপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ। এবং সবশেষে ওডিআই বিশ্বকাপের ফাইনাল।

Next Article