Cricket World Cup 2023: এগিয়ে আসছে বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ, ভারতীয় দল কতটা প্রস্তুত?

Team India: আইসিসির (ICC) এই মেগা ইভেন্টের জন্য আয়োজক ভারতের দল নির্বাচন করা মোটেও সহজ কাজ নয়। কারণ, এখনও অবধি টিম ইন্ডিয়ার কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ফিটনেস ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

Cricket World Cup 2023: এগিয়ে আসছে বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ, ভারতীয় দল কতটা প্রস্তুত?
এগিয়ে আসছে বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ, ভারতীয় দল কতটা প্রস্তুত?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 4:37 PM

নয়াদিল্লি: ভারতের মাটিতে এ বারের ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)। ইতিমধ্যেই সর্বত্র বিশ্বকাপ নিয়ে চলছে চর্চা। আজ, ৫ অগস্ট। ঠিক ২ মাস পর ৫ অক্টোবর শুরু হবে এ বারের আইসিসি ওডিআই বিশ্বকাপ। ১০টি দল ভারতের ১০টি ভেনুতে বিশ্বকাপ খেলবে। আইসিসির (ICC) এই মেগা ইভেন্টের জন্য আয়োজক ভারতের দল (Team India) নির্বাচন করা মোটেও সহজ কাজ নয়। কারণ, এখনও অবধি টিম ইন্ডিয়ার কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ফিটনেস ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এগিয়ে আসছে বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ, ভারতীয় দল কতটা প্রস্তুত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আর ঠিক এক মাস পর, ৫ সেপ্টেম্বর বিশ্বকাপে অংশ নিতে চলা ১০ দলের স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ। কতটা তৈরি ভারত? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। সূত্রের খবর, অগস্টের শেষে শুরু হতে চলা এশিয়া কাপের আগে লোকেশ রাহুল ম্যাচ ফিট হয়ে যেতে পারেন। সুস্থতার পথে এগোচ্ছেন শ্রেয়স আইয়ারও। এই দুই ক্রিকেটারই ভারতের জন্য ওডিআই ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁরা যতক্ষণ না পুরোপুরি ফিট হয়ে উঠছেন, ততদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড়ের চিন্তা কমছে না।

আইসিসির এক সূত্র মারফত জানা গিয়েছে, ওডিআই বিশ্বকাপে অংশ নিতে চলা ১০টি দলের বিশ্বকাপের জন্য স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অগস্ট। তবে প্রতিটা দল ৭দিন বাড়তি সময় পাচ্ছে। তাই সেই দিক থেকে দেখতে গেলে ৫ সেপ্টেম্বর ১০ দলকে বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড জমা দিতে হবে।

এর মাঝে টিম ইন্ডিয়ার জন্য একটাই স্বস্তি জসপ্রীত বুমরা ম্যাচ ফিট। চলতি অগস্টে আয়ার্ল্যান্ড সিরিজে তিনি ভারতীয় টিমকে নেতৃত্ব দেবেন। এ বারের এশিয়া কাপকে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ভারত। তার আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য এক শিবিরের আয়োজন করছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার পুরোপুরি ফিট না হলেও ভারতীয় ক্রিকেটারদের জন্য যে এশিয়া কাপের যে শিবির আয়োজন করবে এনসিএ তাতে তাঁরা থাকবেন।