পুনে: বহুদিন হল জাতীয় দলের বাইরে। গত মরসুম থেকে আইপিএলেও (IPL) সুযোগ পাচ্ছেন না। মহারাষ্ট্রের ক্রিকেটার কেদার যাদব (Kedar Jadhav) হঠাৎ শিরোনামে এলেন ব্যক্তিগত কারণে। তাঁর বাবার কারণে। সোমবার থেকে নিখোঁজ ছিলেন কেদারের বাবা ৭৫ বছরের মহাদেব যাদব। উনি ডিমেনশিয়ায় ভুগছেন। সোমবার পুনের বাড়ি থেকে প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মহাদেব বাবু। কিন্তু বাড়ি ফেরেননি তিনি। বৃদ্ধ এবং একইসঙ্গে অসুস্থ বাবা নিখোঁজ থাকায় ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ক্রিকেটার। অবশেষে খোঁজ মিলেছে বাবার। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্রিকেটার? বিস্তারিত TV9 Bangla–য়।
পুনের যে হাউজিং কমপ্লেক্সে ক্রিকেটার থাকেন সেখানকার গেট দিয়ে সোমবার বাইরে বেরিয়ে যান কেদার যাদবের বাবা মহাদেব। বহুক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। এরপর পুলিশের দ্বারস্থ হন ক্রিকেটার। মহাদেব যাদবের ছবি নিয়ে পুনে পুলিশ চারিদিকে ছড়িয়ে দেয়। পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে মুন্ধওয়া এলাকা থেকে পাওয়া যায়। ডিমেনশিয়ার রোগী হওয়ায় বাড়ি খুঁজে পাচ্ছিলেন না তিনি। বাবাকে খুঁজে পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেদার। লেখেন, “সবার প্রার্থনার জন্য ধন্যবাদ।”
#KedarJadhav
Finally I’m tension free ❣️@JadhavKedar pic.twitter.com/IJkkTvvApM— Arti D?? (@cricketfangir12) March 27, 2023
দীর্ঘদিন ধরে ভারতীয় দলে সুযোগ পান না অলরাউন্ডার কেদার যাদব। ২০১৪ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে তাঁর। ২০২০ সালে শেষবার মেন ইন ব্লু জার্সি গায়ে চড়ান কেদার। এর পাশাপাশি আইপিএলেও ব্রাত্য তিনি। ২০২২ আইপিএলে খেলেননি। ২০২৩ আইপিএল নিলামেও কেদারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনও টিম। গতবারের মতো এ বারও আনসোল্ড থেকে যান তিনি। বাইশ গজ থেকে বহুদূরে থাকা কেদারকে ভুলতে বসেছে ভারতীয় ক্রিকেট। বাবার জন্য হঠাৎই শিরোনামে এলেন তিনি।