AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: ভূমিকম্পে ভস্মীভূত আফগানিস্তান, সাহায্যের হাত বাড়ালেন রশিদ খান

Rashid Khan: বিশ্বকাপের প্রথম পরীক্ষাতেই বাংলাদেশের কাছে হারতে হয়েছে আফগানদের। একদিকে প্রথমেই হারার দুঃখ, তার উপরব দেশের এই ভয়াবহ পরিস্থিতি সব  মিলিয়ে আফগান প্লেয়ারদের মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে।

ICC ODI World Cup 2023: ভূমিকম্পে ভস্মীভূত আফগানিস্তান, সাহায্যের হাত বাড়ালেন রশিদ খান
রশিদ খান
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 6:06 PM
Share

নয়া দিল্লি: মাঠে আক্রমণাত্মক হয়ে উঠলেও, বাস্তবে তাঁরা একজন দায়িত্ববান নাগরিক। তা আরও একবার প্রমাণ করে দিলেন আফগান ক্রিকেটার রশিদ খান। শনিবার ৭ অক্টোবর যখন বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ (ODI ICC World Cup 2023) অভিযান শুরু করেছে তাঁর দল। তখনই ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। যার ভয়াবহতা ভয়ঙ্কর। ২ হাজার মানুষ আহত হয়েছেন এই ঘটনায়। নিখোঁজ এখনও বহু। ধ্বংসাবশেষে আটকে রয়েছেন অনেকে। তাঁদের  উদ্ধারের জন্য অভিযান চলছে।এরপরই দেশের জন্য বড় সিদ্ধান্ত নেন রশিদ। এই বিশ্বকাপে ম্যাচ ফি হিসেবে যা পাবেন তার পুরোটাই দান করে দেবেন ক্ষতিগ্রস্থদের জন্য়। এ বিষয়ে কী বলছেন আফগান প্লেয়ার? বিস্তারিত TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।

দেশের বিপদে ভীষণভাবে ভেঙে পড়েছেন আফগান তারকা। তাই দেশের মানুষের বিপদে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। ম্যাচ শেষ করে সামাজিক মাধ্য়ম  X-এ রশিদ লেখেন, “আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের খবর পেলাম। মূলত দেশের দক্ষিণ প্রান্ত হেরাত (হেরাত, ফারাহ এবং বাডঘিস) প্রদেশে থাবা বসিয়েছে এই বিধ্বংসী ভূমিকম্প। আমি এখনই ঘোষণা করছি, এই বিশ্বকাপের সমস্ত ম্য়াচ ফি আমি ক্ষতিগ্রস্থদের জন্য় দান করছি। খুব তাড়াতাড়ি আমরা তহবিল সংগ্রহ অভিযান শুরু করব। যাঁরা এগিয়ে আসতে চান, এগিয়ে আসতে পারেন। ” এই সিদ্ধান্তের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ও আশীর্বাদ কুড়িয়ে নিচ্ছেন রশিদ। দেশের পাশে দাঁড়িয়ে  একজন ভালো মানুষের পরিচয় দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম পরীক্ষাতেই বাংলাদেশের কাছে হারতে হয়েছে আফগানদের। একদিকে প্রথমেই হারার দুঃখ, তার উপরব দেশের এই ভয়াবহ পরিস্থিতি সব  মিলিয়ে আফগান প্লেয়ারদের মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। বিশ্বকাপের মত মঞ্চে মানসিক অবস্থা এক্স ফ্যাক্টর। আগামী ১১ অক্টোবর ভারতের বিরুদ্ধে আফগানদের ম্যাচ। তার আগে সামলে ওঠার চ্যালেঞ্জ রশিদদের কাছে।