নয়াদিল্লি: শেষ হয়েছে বিশ্বকাপ। এখন যাবতীয় আলো আইপিএলে (IPL 2024)। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই অনুষ্ঠিত হবে ক্রিকেটের মেগা ইভেন্ট। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা এরিনায় বসবে নিলামের আসর। মিনি নিলামে অবশ্যই চোখ থাকবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআরের (KKR) দিকে। নিলামে ৪ জন বিদেশী ক্রিকেটার সহ ১২ জনকে দলে নেওয়ার সুযোগ রয়েছে এই দলের কাছে। ৩২ কোটি ৭ লক্ষ টাকা খরচ করে নতুনদের দলে নিতে পারবে কেকেআর কর্তৃপক্ষ। কেকেআরের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বেই দু’বার আইপিএল জিতেছে কেকেআর। খুব স্বাভাবিক ভাবেই দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দু’বার আইপিএল জয়ী অধিনায়কের। নতুন বছরের আইপিএলে কেকেআরের নজরে কোন তারকারা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নিলামে কেকেআরের নজরে রয়েছেন উইকেটকিপার হার্ভিক দেশাই। হার্ভিকের বেস প্রাইস মাত্র ২০ লক্ষ টাকা। কেকেআরের রিটেইন তালিকায় রহমানউল্লাহ গুরবাজের পর আর কোনও দ্বিতীয় উইকেটকিপার নেই। তাই এই মুহূর্তে কেকেআরের একজন উইকেটকিপারের একান্ত প্রয়োজন। তাই এ বার হার্ভিককে দলে নিতে ঝাঁপাবে কেকেআর। ২০১৮ সালে শুভমন গিল, পৃথ্বী শদের সঙ্গে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন হার্ভিক। তিনি যেমন ওপেনও করতে পারেন তেমনই মিডল অর্ডারেও খেলতে পারেন। বিজয়হাজারে ট্রফিতেও ছাপ ফেলেছেন হার্ভিক। তাঁর ফসল পেতে পারেন এ বার আইপিএলে। নিলামে কেকেআরের নজরে থাকতে পারেন ঝাড়খণ্ডের রবিন মিন্জ। এমএস ধোনি তাঁর আদর্শ। রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে তাঁর কেরিয়ার। তবে ছাপ ফেলেছেন সেখানে। বয়স মাত্র ২০, এ বার আইপিএলে নাম রেজিস্টার করেছেন তিনি। কেকেআরের নজরে থাকতে পারেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার। ঝাড়খণ্ড ক্রিকেটকে দুই তারকা উইকেটকিপার ব্যাটার উপহার দিয়েছে। প্রথম মহেন্দ্র সিং ধোনি ও দ্বিতীয় ঈশান কিষাণ। তবে কি ধোনি ও ঈশানের পর কি ঝাড়খণ্ড থেকে আরও এক উইকেটকিপার ব্যাটার পেতে চলেছে ভারতীয় ক্রিকেট?
এ ছাড়া নিলামে কেকেআরের নজরে রয়েছেন গোয়ার দর্শন মিসাল। ২০ লক্ষ বেস প্রাইসে আইপিএলে উইকেটকিপার হিসেবে রেজিস্টার করেছেন মিসাল। তবে স্পিনার ও ব্যাটার হিসেবেও দুর্দান্ত খেলেন ৩১ বছরের মিসাল। টি-২০ তে তিনটে হাফ সেঞ্চুরি। ৬৭ ওভার বল করে ৫৫ টি উইকেট নিয়েছেন। এ বার কেকেঅরের জার্সিতে আত্মপ্রকাশ করতে পারেন দর্শন। নতুন বছরে আইপিএলে দর্শনের মতো অচেনা মুখকেই তুলে আনতে চাইবে কেকেআর। রিঙ্কু সিংয়ের মতো মুক্তদের খুঁজে আনতে জুড়ি নেই কেকেআরের। এ বারও মুক্তর সন্ধানে সফল হয় কি না শাহরুখ খানের দল, তাই এখন দেখার।