এক দশক পার, বিশ্বজয়ের স্মৃতিতে ডুব

sushovan mukherjee |

Apr 02, 2021 | 1:41 PM

বিশ্বকাপ (World Cup) জয়ের স্মৃতিতে ডুব সচিন (Sachin Tendulkar), যুবরাজ (Yuvraj Singh) থেকে সেওয়াগ (Virender Sehwag), হরভজনদের (Harbhajan Singh)। করোনা (Covid19) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সচিন তেন্ডুলকর। সেই কথা জানানোর পাশাপাশি কাপ জয়ের সতীর্থদের শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টার। বিশ্বকাপ (World Cup) জয়ের স্মৃতিতে ডুব দিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)।

এক দশক পার, বিশ্বজয়ের স্মৃতিতে ডুব
স্মৃতির সরণিতে সচিন-যুবরাজরা। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: দেখতে দেখতে এক দশক পার। ঐতিহাসিক ২ এপ্রিল। ভারতের বিশ্বকাপ (World Cup) জয়ের স্মৃতি যেন এখনও টাটকা। বারে বারে ফিরে আসে সেই সোনালি মুহূর্ত। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দেশের মাঠে বিশ্ব জয়ের আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল আসমুদ্রহিমাচল।

আরও পড়ুন: ফিরে দেখা ২০১১-র বিশ্বকাপ

 

বিশ্বকাপ (World Cup) জয়ের স্মৃতিতে ডুব সচিন (Sachin Tendulkar), যুবরাজ (Yuvraj Singh) থেকে সেওয়াগ (Virender Sehwag), হরভজনদের (Harbhajan Singh)। করোনা (Covid19) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সচিন তেন্ডুলকর। সেই কথা জানানোর পাশাপাশি কাপ জয়ের সতীর্থদের শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টার। বিশ্বকাপ (World Cup) জয়ের স্মৃতিতে ডুব দিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ২০১১ বিশ্বকাপের নায়ক তিনি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন। তাঁর ব্যাটিং-বোলিং অলরাউন্ড পারফরম্যান্স ভারতকে কাপ জিততে সাহায্য করেছিল। দেশবাসী এবং সচিনের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলেন যুবরাজ। স্মৃতিতে ডুব দিয়ে আবারও সেই কথা জানান যুবি।

বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে টুইট ভারতীয় ক্রিকেট বোর্ডেরও। শুভেচ্ছা জানিয়ে টুইট বর্তমান কোচ রবি শাস্ত্রীরও।

Next Article