ফিরে দেখা ২০১১-র বিশ্বকাপ

দেখতে দেখতে ১০টা বছর পেরিয়ে গেছে। ২০১১ সালের ২ এপ্রিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ (World Cup) জয়ের স্বাদ পেয়েছিল ভারত (India)। ধোনি-গৌতমের সেদিনের পার্টনারশিপটা চিরকাল সকলের মনে থাকবে। ৯৭ রানে গৌতমের আউট হওয়া, ছক্কা মেরে ভারতকে ধোনির জেতানো সব কিছুর স্মৃতি আজও যেন টাটকা। ১৯৮৩-র বিশ্বকাপের ঠিক ২৮ বছর পর ফের বিশ্বকাপ আসে ভারতে। তাই সেই জয়ে সামিল হওয়া ক্রিকেটার থেকে সকল দেশবাসীর কাছে ২০১১-র বিশ্বকাপের একটা আলাদা গুরুত্ব রয়েছে।

| Updated on: Apr 02, 2021 | 1:18 PM
৯৭ রানে আউট হয়ে বিশ্বকাপের এক নায়ক গৌতম গম্ভীর।

৯৭ রানে আউট হয়ে বিশ্বকাপের এক নায়ক গৌতম গম্ভীর।

1 / 5
ফিনিশার মহেন্দ্র সিং ধোনির সেই চিরস্মরণীয় বিশ্বকাপ জয়ের ছক্কা।

ফিনিশার মহেন্দ্র সিং ধোনির সেই চিরস্মরণীয় বিশ্বকাপ জয়ের ছক্কা।

2 / 5
বিশ্বকাপ জয়ের আবেগে ক্যাপ্টেনকে জড়িয়ে যুবির সেই খুশির কান্না।

বিশ্বকাপ জয়ের আবেগে ক্যাপ্টেনকে জড়িয়ে যুবির সেই খুশির কান্না।

3 / 5
সেই বিশ্বকাপের নেপথ্যে ছিলেন তরুন বিরাট-রায়না-যুবরাজরা।

সেই বিশ্বকাপের নেপথ্যে ছিলেন তরুন বিরাট-রায়না-যুবরাজরা।

4 / 5
স্বপ্নের জয়ের পর মাস্টার ব্লাস্টারকে কাঁধে নিয়ে বিশ্বকাপ জয়ের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখার সেই ছবি। (সৌজন্যে-টুইটার)

স্বপ্নের জয়ের পর মাস্টার ব্লাস্টারকে কাঁধে নিয়ে বিশ্বকাপ জয়ের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখার সেই ছবি। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: