Virat Kohli: সকাল থেকে চিরুনি-তল্লাশি, হারিয়ে গিয়ে আবার ফিরলেন কিং!

Kolkata: অনুরাগীরা সার্চ করলেই ফুটে উঠছিল পরিচিত বার্তা, “This page isn’t available”! মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই খবর। এবং কৌতুহল যেমন বাড়তে থাকে, তেমনই ছড়িয়ে পড়ে মিমের বন্যা। কোহলির ইন্সটা অ্যাকাউন্ট হঠাৎ দেখতে না পেয়ে অনুরাগীরা ভিড় জমায় টুইটার, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে।

Virat Kohli: সকাল থেকে চিরুনি-তল্লাশি, হারিয়ে গিয়ে আবার ফিরলেন কিং!
বিরাট কোহলি Image Credit source: PTI, BCCI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 30, 2026 | 1:54 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য শুক্রবারের সকালটা ছিল অবাক করার মতো। কিছুটা উদ্বেগের। সকাল সকাল আচমকাই উধাও হয়ে যায় ভারতের মহাতারকা বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটারের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২৭৪ মিলিয়নেরও বেশি। সেই তিনি হটাৎ ‘মিসিং’! অনুরাগীরা সার্চ করলেই ফুটে উঠছিল পরিচিত বার্তা, “This page isn’t available”! মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই খবর। এবং কৌতুহল যেমন বাড়তে থাকে, তেমনই ছড়িয়ে পড়ে মিমের বন্যা। কোহলির ইন্সটা অ্যাকাউন্ট হঠাৎ দেখতে না পেয়ে অনুরাগীরা ভিড় জমায় টুইটার, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। কেউ কেউ আশঙ্কা করেছিল এটি প্রযুক্তিগত সমস্যা। অনেকেই ভাবছিলেন, বিরাট কি নিজেই অ্যাকাউন্টি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন? কিন্তু বহু সময় কেটে গেলেও বিরাট কোহলির তরফে কোনও ব্যাখ্যা আসেনি।

বিরাটকে দেখতে না পেয়ে যখন ইন্সটাগ্রামে চিরুনিতল্লাশি চলছে, তখন আসে স্বস্তির খবর। দেখা যায়, ইনস্টাগ্রামে ফিরে এসেছেন বিরাট কোহলি! স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁর কোটি কোটি ভক্তরা। তবে অ্যাকাউন্ট ফিরে এলেও রহস্য কিন্তু কাটেনি। কী কারণে এই ব্ল্যাকআউট? প্রযুক্তিগত ত্রুটি? নাকি সাময়িক বিরতি? ইন্সটাগ্রাম প্ল্যাটফর্মের সমস্যা, তা এখনও স্পষ্ট নয়। কিছুক্ষণ অনুপস্থিতির মধ্য়েই বিরাটের স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। তাঁর পোস্টের কমেন্ট সেকশনে দেখা যায় উদ্বেগ নিয়ে নানা প্রশ্ন করেছেন সমর্থকরা। প্রধান প্রশ্নই ছিল “বিরাট কোথায়?” তবে ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপই থাকেন অনুষ্কা। এ ক্ষেত্রেও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।

এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন ক্রিকেটের মাঠে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের পর তিনি প্রস্তুতি নিচ্ছেন আইপিএলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে গতবার ট্রফি দিয়েছেন। এবারও খেতাব ধরে রাখার চেষ্টা করবেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি শুধু ব্যক্তিগত আপডেটের জন্য় শুধু নয়, এটি তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগের অন্যতম বড় মাধ্যম। সব মিলিয়ে, হারিয়ে গিয়ে ‘কিং’ ফিরে এলেন ইনস্টাগ্রামে।