IPL 2022: হঠাৎ বুড়ো হয়ে গেলেন ধোনি, কিন্তু কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 07, 2022 | 8:00 AM

আইপিএল শুরুর আগে হঠাৎ চাপের মুখে পড়তে হতে পারে চেন্নাই সুপার কিংসকে। আর তাও আবার খোদ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্য। ক্যাপ্টেন কুল হঠাৎ করেই যে বুড়ো হয়ে গিয়েছেন। হলুদশিবিরে যা চিন্তার তো হতেই পারে। আবার এই নিয়ে চিন্তা না হলেও, অবাক হওয়ার কিছু নেই।

IPL 2022: হঠাৎ বুড়ো হয়ে গেলেন ধোনি, কিন্তু কীভাবে?
হঠাৎ বুড়ো হয়ে গেলেন ধোনি, কিন্তু কীভাবে?

Follow Us

নয়াদিল্লি: আইপিএলের (IPL) দামামা বেজে গিয়েছে। বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে আসন্ন আইপিএলের সূচিও প্রকাশিত হয়ে গিয়েছে। ২৬ মার্চ থেকে এ বারের টুর্নামেন্ট শুরু। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও দু’বার কাপের স্বাদ পাওয়া কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তার আগেই হঠাৎ চাপের মুখে পড়তে হতে পারে চেন্নাই সুপার কিংসকে। আর তাও আবার খোদ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্য। ক্যাপ্টেন কুল হঠাৎ করেই যে বুড়ো হয়ে গিয়েছেন। হলুদশিবিরে যা চিন্তার তো হতেই পারে। আবার এই নিয়ে চিন্তা না হলেও, অবাক হওয়ার কিছু নেই। কারণ এ বাারের আইপিএলে যে ট্রেন্ডিং #YehAbNormalHai!

২২ গজে মাহির দাপট তো রয়েছেই। কিন্তু তিনি যে বহুমুখীপ্রতিভার অধিকারী। তা এই আইপিএলের মরসুমে প্রতি বছর প্রমাণিত হয়ে চলেছে। অভিনয় জগতেও মাহি দিন দিন নিজের আলাদা স্থান করে নিচ্ছেন। তা সে হোক না প্রোমো বা বিজ্ঞাপন থেকে। যদিও সম্প্রতি তাঁকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে ‘অথর্ব’ নামের এক ওয়েব সিরিজ। ধোনিকে দৈত্যদের সঙ্গে লড়াই করতে দেখা যাবে ওয়েব সিরিজ়ে। ক্রিকেট জীবন থেকে অবসর নিয়ে বহু খেলোয়াড়ই বিকল্প পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। তবে মাহির ২২ গজের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি।

আইপিএল-১৫ শুরু হওয়ার আগে প্রকাশিত হওয়া প্রোমোতে কখনও তামিল সুপারস্টার রজনীকান্তের ‘চালবাজ’ এক লুকের সঙ্গে মিলিয়ে তাঁর স্টাইলে চশমা পরে বাস ড্রাইভারের ভূমিকায় দেখা গিয়েছে ধোনিকে তো, কখনও বা বাড়ির সব থেকে বয়স্ক ব্যাক্তির সাজে ধরা দিয়েছেন মাহি। কথা হচ্ছে আইপিএলের আরও একটি নতুন প্রোমো নিয়ে। ফুল ড্রামাতে ভরা আইপিএলের নতুন প্রোমোতে যেখানে দেখা যাচ্ছে আইপিএলের ম্যাচ চলাকালীন একটি বাড়ির টেলিফোনে ফোন আসে। সেই বাড়ির বয়স্ক ব্যাক্তির (বয়স্ক ব্যাক্তির ভূমিকায় রয়েছেন ধোনি) সামনে থাকা টেলিফোন ধরার জন্য উঠে আসার চেষ্টা করেন এক ব্যাক্তি। কিন্তু ইশারা করে তাকে ফোন ধরতে নিষেধ করেন ওই বৃদ্ধ ব্যক্তি। এর পর তিনি এক মহিলাকে ইশারায় ফোন ধরার কথা বলেন। ফোনের অপর প্রান্ত থেকে তারই সঙ্গে কথা বলার ব্যাপারে বলা হলে, তিনি ফোন ধরা মহিলাকে ইশারা করেন। তারস্বরে কান্নার মতো চিৎকার করা শুরু করেন সেই মহিলাটি। তারপর বলেন, পাপাজি তো আউট হয়ে গিয়েছেন। এর পর ওই মহিলা বৃদ্ধ ব্যক্তিটিকে জিজ্ঞাসা করেন স্ট্রাইকে কে আছেন? উত্তরে বৃদ্ধ বলেন মাহি। আর সঙ্গে সঙ্গে রুমে থাকা সকলেই চিৎকার করে ওঠে।

ধোনির বয়স ৪০ হলেও তাঁকে কোনওমতেই ৪০-এর মতো দেখতে তো লাগেই না, ২২ গজে তাঁর পারফরম্যান্সেও তা বোঝা মুশকিল। কিন্তু বিজ্ঞাপনে কোনও সময় সন্ন্যাসী, তো আবার কোনও সময় ৩০ বছর বয়সী যুবকের বাস চালানো, কিংবা ৮০ বছরের বৃদ্ধের ভূমিকা হোক… সবই উতরে দেন মাহি তাঁর হেলিকপ্টার শট দিয়ে।

Next Article
Ranji Trophy: রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার
Ravichandran Ashwin: ‘অলটাইম গ্রেট অশ্বিন’ কেন বেঞ্চে বসতেন? অবাক রোহিতও