MS Dhoni : জাডেজাকে কোলে তুলে কেন কাঁদছিলেন ধোনি? কারণ জানালেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন

চেন্নাই সুপার কিংসকে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন বানানোর পর মাহি আবেগ ধরে রাখতে পারেননি। আবেগী ধোনির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এ বার সিএসকের (CSK) সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, গুজরাট টাইটান্সকে হারানোর পর ধোনির চোখে কেন জল ছিল?

MS Dhoni : জাডেজাকে কোলে তুলে কেন কাঁদছিলেন ধোনি? কারণ জানালেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন
MS Dhoni : জাডেজাকে কোলে তুলে কেন কাঁদছিলেন ধোনি? কারণ জানালেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 22, 2023 | 11:40 AM

চেন্নাই : চোখের কোণে চিকচিক করছে জল। মুখে অমলিন হাসি। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সামনে আসতেই তাঁকে কোলে তুলে নিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই দৃশ্য ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গাঁথা রয়েছে। ছবিটা যখন সিএসকে পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন হল, সেই সময়কার। তারিখটা ২৯ মে। আইপিএল ফাইনাল শেষ হল মধ্যরাতে। হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সকে হারাল চেন্নাই সুপার কিংস। সেই সময় এই দৃশ্য দেখা গিয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ইয়েলোব্রিগেডের নেতা ধোনিকে খুব একটা মনের ভাব প্রকাশ করতে দেখা যায় না। কিন্তু চেন্নাই সুপার কিংসকে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন বানানোর পর মাহি আবেগ ধরে রাখতে পারেননি। আবেগী ধোনির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এ বার সিএসকের (CSK) সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan) জানিয়েছেন, গুজরাট টাইটান্সকে হারানোর পর ধোনির চোখে কেন জল ছিল? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনির চোখে কেন জল ছিল?

সংবাদ ওয়েবসাইট ইএসপিনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএসকে সিইও বলেন, ‘ধোনিকে এ ভাবে আবেগী হতে আগে কেউ দেখেনি। ফাইনালে একটা সময় অম্বাতি রায়ডু আমাদের ১৬ বলে ২১ রান তুলতে হবে এই পরিস্থিতিতে পৌঁছে দিয়েছিল। কিন্তু ওই ম্যাচে ধোনি প্রথম বলেই আউট হয়ে গিয়েছিল। সেটাই হয়তো ওকে বেশি কষ্ট দিয়েছিল। কারণ ও থাকলে ম্যাচ শেষ করে আসতে পারত। নিজের উপরই রেগে ছিল ধোনি। বার বার হয়তো ওর মনের মধ্যে হচ্ছিল যে, এত কাছে এসেও আরও একবার খেতাব জিততে পারবে না দল? কিন্তু আমরা সকলেই জানতাম যতক্ষণ ক্রিজে রবীন্দ্র জাডেজা রয়েছে আমাদের জেতারও একটা সুযোগ রয়েছে। সবাই জানে জাডেজা বড় ম্যাচের ক্রিকেটার এবং দলকে জেতানোর ক্ষমতা রাখে।’

এ বারের আইপিএল ফাইনালে শেষ ২ বলে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। এই নিয়ে সিএসকে সিইও বলেন, ‘দুই বলে ১০ রান খুব কঠিন। ওই অবস্থায় প্রথম বলে ছয় মারাটা আরও কঠিন ছিল। যদিও সেই কঠিন কাজটা করে দেখিয়েছিল জাডেজা। তারপর সকলের বিশ্বাস আরও বেড়ে যায় যে আরও একটা ট্রফি আসছে সিএসকে শিবিরে। ওই পরিস্থিতিতে যে কোনও বোলারের উপরই চাপ থাকবে এমনটাই স্বাভাবিক। এরপর শেষ বলে চার মেরে ম্যাচ জেতায় জাডেজা। ফলে সিএসকের ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়। এটাও ধোনির আবেগ প্রকাশের অন্যতম কারণ হতে পারে।’