Ruturaj Gaikwad : ছুপা রুস্তম প্রেমিক ঋতুরাজ, কাকে বিয়ে করছেন ধোনির দলের তারকা?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 28, 2023 | 4:21 PM

IPL 2023 : আইপিএল মিটতেই চেন্নাই সুপার কিংস শিবিরে বিয়ের সানাই। দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন দলের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।

Ruturaj Gaikwad : ছুপা রুস্তম প্রেমিক ঋতুরাজ, কাকে বিয়ে করছেন ধোনির দলের তারকা?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আইপিএল মিটতেই ‘অন্য’ ইনিংসের পথে চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। আগামী জুন মাসে ৩-৪ তারিখে ঋতুর বিয়ের অনুষ্ঠান। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য লন্ডনে যেতে পারছেন না তিনি। স্ট্যান্ড বাই ওপেনার হিসেবে WTC ফাইনালের জন্য লন্ডন যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিয়ের কারণে সেটা সম্ভব হচ্ছে না। ৫ জুনের আগে লন্ডনে যাওয়ার সম্ভাবনা ছিল না তাঁর। কিন্তু কোচ রাহুল দ্রাবিড় ঋতুরাজের পরিবর্ত চেয়েছিলেন (IPL 2023)। তাই ঋতুরাজের পরিবর্তে লন্ডন যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। যাই হোক, আজ, রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ আইপিএলের ফাইনাল। চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে আইপিএল জেতার পর বিয়ের পিঁড়িতে বসতে চান পুনের ছেলে ঋতুরাজ। সিএসকে ওপেনারের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই পাত্রীর পরিচয় জানতে খোঁজ খোঁজ পড়ে গিয়েছে। কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ধোনির দলের তারকা? বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ঋতুরাজের সঙ্গে এক মরাঠি অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন উঠেছিল কিছুদিন। যাঁর নাম সয়ালি সঞ্জীব। তাহলে কি মরাঠি অভিনেত্রীর সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন? যতদূর জানা গিয়েছে, সয়ালির সঙ্গে ঋতুরাজের সম্পর্ক শুধুই জল্পনা। এর সত্যতা নেই। সিএসকে তারকার হৃদয়ে যাঁর বাস, তাঁর নাম উৎকর্ষা। দীর্ঘদিন ধরে একে অপকে ডেট করছেন ঋতু ও উৎকর্ষা।

গতবছর প্রথম বার উৎকর্ষার ছবি দেখা যায় ঋতুরাজের সঙ্গে। জিম সেশনে দু’জনের সেলফি। তবে উৎকর্ষা মিষ্ট্রি গার্ল হয়েই রয়ে গিয়েছেন। তাঁর সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনও অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। ঋতুরাজও কখনও বান্ধবীর ছবি শেয়ার করেননি। বেশ লুকোছাপা করেই প্রেম করেছেন। প্রেমের ক্ষেত্রে ছুপা রুস্তম ঋতুরাজ জীবনসঙ্গীকে প্রকাশ্যে আনেননি। আপাতত ঋতুর ফোকাসে আইপিএল ফাইনাল। এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ৫৬৪ রান তুলেছেন তিনি। রয়েছে ৪টি অর্ধশতরান।

Next Article