মুম্বই: আইপিএলের (IPL) অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস চলতি মরসুম শুরুর আগে দলের নতুন অধিনায়ক করেছিল সৌরাষ্ট্রের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। কিন্তু নতুন দায়িত্বে আশানুরূপ পারফর্ম করতে পারেননি জাড্ডু। ক্যাপ্টেন হিসেবে তো নয়ই, পাশাপাশি মাঠেও সেই পুরনো জাডেজাকে পাওয়াও যাচ্ছিল না। সব সময় ধোনির স্মরণাপন্ন হতে দেখা যাচ্ছিল জাডেজাকে। এ সবের মধ্যেই মরসুমের মাঝপথে ক্যাপ্টেন্সির দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা টিম ম্যানেজমেন্টকে জানান জাডেজা। দলের কথা ভেবে ফের অধিনায়কের দায়ভার তুলে দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কাঁধে। দলের ভরসা রাখতে পারেননি, চোটে কাবু হয়ে পড়েছেন। যার ফলে বাকি আইপিএলে নাও খেলতে পারেন তিনি। সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতির মধ্যেই যাচ্ছেন জাডেজা। এরই মধ্যে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। চেন্নাই সুপার কিংসের ইন্সটাগ্রামে (Instagram) ঢুঁ মারলে দেখা যাবে জাডেজাকে বর্তমানে আনফলো করে দিয়েছে সিএসকে। আর তার পরই বেজায় চটেছে জাডেজার অনুরাগীরা।
ইন্সটাগ্রামে জাডেজাকে চেন্নাইয়ের টিমের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফলো না করা হলেও, টুইটারে এখনও তাঁকে ফলো করে সিএসকে। চেন্নাইয়ের হাতে থাকা বাকি ৩টি ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না জাডেজা। আর সেই খবর উঠে আশার পরই প্রকাশ্যে এসেছে এই ইন্সটাগ্রাম জট। যার ফলে প্রশ্ন উঠছে, আদৌ জাডেজা চোটে কাবু নাকি তাঁকে ইচ্ছে করে খেলানো হচ্ছে না। পাশাপাশি কেউ কেউ তুলে ধরছেন ইচ্ছে করে জাডেজাকে দিল্লির বিরুদ্ধে খেলানো হয়নি। এতেই শেষ নয়, জাডেজার ভবিষ্যৎ কী হতে চলেছে সিএসকে-তে তা নিয়েও জোরালো প্রশ্ন।
দীর্ঘদিন ধরে চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে জাডেজার। তাই হঠাৎ করে ইন্সটাগ্রামে তাঁকে কেন ফলো করা হচ্ছে না, এই খবরে বেশ সন্দেহের গন্ধ পাচ্ছেন টুইটারেত্তিরা।
He is injured like Raina got injured last year just before the playoffs.?
Jaddu ko utni hi injury h jitni Raina ko thi??
And one more thing…yup Csk unfollowed Jadeja.
Can't be more coincidental.?#ChennaiSuperKings #jadeja #Raina https://t.co/NhtjHDuPls— Priyank Sahai (@priyank_sahai) May 11, 2022
কেউ কেউ আবার সোজাসুজি বলছেন, চেন্নাই ইচ্ছাকৃত ভাবে জাডেজাকে উপেক্ষা করছে। জাডেজার সঙ্গে ম্যানেজমেন্টের কোনও ঝামেলা তো রয়েছেই।
CSK unfollowed #jadeja
Something is fishy ?— It's sunny (@Itssunny143) May 11, 2022
Something is wrong between @ChennaiIPL management and @imjadeja. He looked fine against their match with DC and now I am hearing that he is ruled out due to injury. Also heard that CSK unfollowed Jadeja? Warner SRH Part 2? #ChennaiSuperKings #Jadeja
— Nikhil Dhawan (@NikhilND95) May 11, 2022
আসল ঘটনা যাই হোক না কেন, সর্ষের মধ্যে ভূতের উপস্থিতি টের করে প্রতিবাদে সরব হতে শুরু করেছে জাডেজার ভক্তরা। এ বারের আইপিএলে ১০টি ম্যাচে জাডেজা মাত্র ১১৬ রান করেছেন এবং ৫ টি উইকেট নিয়েছেন। যা তাঁর নামের পাশে একেবারেই মানায় না। তাঁর ব্যাক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলও ভালো জায়গায় নেই। চেন্নাইয়ের প্লে-অফে ওঠার অঙ্কও রীতিমতো জটিল। আরসিবি ও রাজস্থান যদি তাদের আর একটি ম্যাচে জিতে যায় এবং ১৬ পয়েন্টে পৌঁছে যায় তা হলে চেন্নাইয়ের প্লে অফে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে।