চেন্নাই : দেখতে দেখতে ১৬তম আইপিএলের (IPL 2023) লিগ পর্ব শেষের দিকে। প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াই দশটি দলের মধ্যে। ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আজ ঘরের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছিল চেন্নাই সুপার কিংসের ম্যাচ। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ৫৫তম ম্যাচ ছিল এটি। চিপকের দুর্গ অক্ষত রাখল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে লো-স্কোরিং ম্য়াচে ২৭ রানের জয়। প্লে-অফের দৌড়ে এক পা ফেলে রাখল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে দিল্লিকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছিল সিএসকে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৪০-৮ দিল্লি ক্যাপিটালসের। জুনিয়র মালিঙ্গা মাতিসা পাথিরানা তিন উইকেট নেন। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন চেন্নাই বনাম দিল্লি ম্যাচের খুঁটিনাটি তথ্য।
এর আগে গত পাঁচটির মধ্যে চার ম্যাচে জিতেছিল দিল্লি। চিপকে ১৬৮ রান তাড়া করতে নেমে ২৭ রানে হার।
একটি ম্যাচে বৃষ্টিতে পয়েন্ট ভাগ হয়েছিল। ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের কাছে চেন্নাই সুপার কিংস।
দীপক চাহার জোড়া ধাক্কা দিয়েছিলেন। মিচেল মার্শ ফিরলেন রান আউট হয়ে। মণীশ পান্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি। দু-জনই এক প্রান্তে দৌঁড়োন। রাহানের হাতে বল। তিনি নিজেই দৌড়ে উইকেটে লাগান।
ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট। দীপক চাহারের বোলিংয়ে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথম ওভারে মাত্র ১ রানে ১ উইকেট।
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মাত্র ১৮ বলে ৩৮ রানের জুটি রবীন্দ্র জাডেজার। শেষ ওভারের পঞ্চম বলে আউট ধোনি। মাত্র ৯ বলে ২০ রান।
টিমের উইকেট পড়েছে। তাতে অবশ্য হেলদোল নেই। কেন না, ক্রিজে নামছেন মহেন্দ্র সিং ধোনি। এরই অপেক্ষায় ছিলেন দর্শকরা। প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দী করে রাখল গ্যালারি। এখনও তিন ওভারের বেশি বাকি।
অজিঙ্ক রাহানেকে ফেরালেন ললিত যাদব। স্ট্রেট মেরেছিলেন রাহানে। নিজের বোলিংয়ে অনবদ্য় ক্যাচ ললিত যাদবের। মরসুমের অন্য়তম সেরা ক্যাচ।
দুই ওপেনারকে ফেরালেন অক্ষর প্যাটেল। পাওয়ার প্লে-তে কনওয়েকে ফিরিয়েছিলেন। পাওয়ার প্লে শেষ হতেই প্রথম বলে ফেরালেন ঋতুরাজ গায়কোয়াড়কে।
চেন্নাইয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়। বোলিংয়ে সূচনায় খলিল আহমেদ।
দিল্লি ক্যাপিটালসের একাদশ – ডেভিড ওয়ার্নার, ফিল সল্ট, মিচেল মার্শ, রাইলি রোসো, রিপল প্যাটেল, আমন খান, অক্ষর প্যাটেল, ললিত যাদব, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা ও খলিল আহমেদ।
সাবস্টিটিউট – মুকেশ কুমার, মনীশ পান্ডে, প্রবীন দুবে, চেতন সাকারিয়া, অভিষেক পোড়েল।
চেন্নাই সুপার কিংসের একাদশ – ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মইন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।
সাবস্টিটিউট – মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, আকাশ সিং।
অস্কারজয়ী ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর নির্মাতা ও আসল হিরোদের বিশেষ সম্মান সিএসকের।
.@ChennaiIPL honour and celebrate real-life heroes Bomman and Bellie and filmmaker Kartiki Gonsalves for their contributions towards the conservation of Asian Elephants ????#TATAIPL | #CSKvDC pic.twitter.com/ldpm3ak9XP
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
ঘরের মাঠে টস জিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
২০২২ সালের আইপিএলের ৫৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও দিল্লি। ওই ম্যাচে ধোনির চেন্নাই ৯১ রানে হারিয়েছিল দিল্লিকে। আজ কী হবে ম্যাচের ফল?
সিএসকের বিরুদ্ধে দিল্লি শেষ ৬টি ম্যাচের ৪টিতে জিতেছে।
পরপর ২টো ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়েছে দিল্লির।
Next stop: Chepauk ?#YehHaiNayiDilli #IPL2023 #CSKvDC pic.twitter.com/eTmHy600lK
— Delhi Capitals (@DelhiCapitals) May 10, 2023
ঘরের মাঠে আজ চেন্নাই সুপার কিংসের ১২তম ম্যাচ। চিপকের পথে ঋতু-জাডেজারা।
Coffees and schemes brewed and ready to go! ?➡️?️#CSKvDC #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/fsv6ZNmi96
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
লিগ টেবলের ২ নম্বরে রয়েছে সিএসকে। আর সবচেয়ে শেষে, ১০ নম্বরে রয়েছে দিল্লি।
এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ২৭ বার। ১৭ বার জিতেছে সিএসকে। ১০ বার জিতেছে দিল্লি।