মুম্বই: চলতি আইপিএলে (IPL 2022) প্লে-অফ আগেই নিশ্চিত করেছে ফেলেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে আজ জিতে লিগ টেবলের এক নম্বর জায়গাটা পাকা করে ফেলতে চাইছেন হার্দিকরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। আগের ম্যাচের মতো এ দিনও ব্যাটিং বিপর্যয় দেখা যায় চেন্নাইয়ের। ঋতুরাজ গায়কোয়াড় ছাড়া কেউই সে ভাবে রান পাননি। ৫৩ করেন ঋতুরাজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু গুজরাত টাইটান্সের। গিল ১৮ আর ম্যাথু ওয়েড ২০ রানে আউট হন। ৬৭ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা। জয়ের সুবাদে ২০ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষেই থাকল গুজরাত টাইটান্স।
চেন্নাইকে হারিয়ে শীর্ষেই গুজরাত টাইটান্স
৬৭ রানের অপরাজিত ইনিংস ঋদ্ধিমান সাহার
চেন্নাইকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষেই থাকল গুজরাত টাইটান্স।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি ঋদ্ধিমান সাহার।
FIFTY for @Wriddhipops! ? ?
What a fine knock this has been by the @gujarat_titans right-hander in the chase! ? ?
Follow the match ▶️ https://t.co/wRjV4rFs6i #TATAIPL | #CSKvGT pic.twitter.com/qt5yEdgMWj
— IndianPremierLeague (@IPL) May 15, 2022
হার্দিক পান্ডিয়াকে ৭ রানে আউট করলেন পাথিরানা।
পাথিরানার বলে ১৮ রানে আউট শুভমন গিল।
৬ ওভার শেষে গুজরাতের স্কোর ৫৩/০
হার্দিকের গুজরাতকে ১৩৪ রানের টার্গেট দিল ধোনির চেন্নাই
মহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ৭ রান করে মাঠ ছাড়লেন ধোনি।
চতুর্থ উইকেট হারাল সিএসকে। শিবম দুবের উইকেট তুলে নিলেন আলজারি জোসেফ। কোনও রান না করেই মাঠ ছাড়লেন শিবম।
ঋতুরাজ গায়কোয়াড়ের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন রশিদ খান। ৫৩ রান করে মাঠ ছাড়লেন সিএসকে ওপেনার।
মইন আলির উইকেট তুলে নিয়ে চেন্নাইকে দ্বিতীয় ধাক্কা দিলেন সাই কিশোর। ২১ রান করে সাজঘরে ফিরলেন মইন।
ডেভন কনওয়ের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। প্রথম উইকেট হারাল চেন্নাই। ৫ রান করে মাঠ ছাড়লেন কনওয়ে।
সিএসকের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়।
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড, যশ দয়াল, রশিদ খান, মহম্মদ সামি, আলজারি জোসেফ।
We're going with the same XI that won us the last match ?#SeasonOfFirsts #AavaDe #CSKvGT pic.twitter.com/UoxzAm1e4j
— Gujarat Titans (@gujarat_titans) May 15, 2022
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, নারায়ণ জগদীশান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) মইন আলি, শিবম দুবে, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মুকেশ চৌধুরি, মাথিসা পাথিরানা।
Team News ?️ is Here!#CSKvGT #Yellove #WhistlePodu ?? pic.twitter.com/gn3aw1oHtf
— Chennai Super Kings (@ChennaiIPL) May 15, 2022
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
? Toss Update ?@msdhoni has won the toss & @ChennaiIPL have elected to bat against @gujarat_titans.
Follow the match ▶️ https://t.co/wRjV4rXBkq #TATAIPL | #CSKvGT pic.twitter.com/onhEfbUUuy
— IndianPremierLeague (@IPL) May 15, 2022