IPL 2021 Final, CSK vs KKR: দশমীতে নাইটদের স্বপ্নভঙ্গ, চতুর্থবার চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 15, 2021 | 11:38 PM

CSK vs KKR Live Score: দেখুন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

IPL 2021 Final, CSK vs KKR: দশমীতে নাইটদের স্বপ্নভঙ্গ, চতুর্থবার চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই
দশমীতে নাইটদের স্বপ্নভঙ্গ, চতুর্থবার চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

Follow Us

দুবাই: আইপিএল (IPL) ফাইনালে দুবাইতে আজ ছিল দুই অভিজ্ঞ ক্যাপ্টেনের ক্ষুরধার মস্তিস্কের লড়াই। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ফাইনাল ম্যাচ দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক থেকে ক্রিকেট দুনিয়ার মহারথীরা।

টসে জিতে শুরুতে ধোনির চেন্নাইকে ব্যাটিং করতে পাঠিয়েছেন কেকেআর ক্যাপ্টেন মর্গ্যান নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে ধোনির সিএসকে। ফাইনালে কেকেআরকে ১৯৩ রানের টার্গেট দিয়েছিল চেন্নাই। রান তাড়া করতে নেমে নাইটদের ওপেনিং জুটি ভালো শুরু করলেও ধোনির চেন্নাইয়ের কাছে অবশেষে হার মানতে হল কেকেআরকে। দশমীর রাতে ট্রফি জুটল না নাইটদের কপালে।

১৯৩ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রানে আটকে যায় বেগুনি শিবির। ২৭ রানে দুবাইতে ফাইনাল ম্যাচ জিতে চার বার চেন্নাই শিবিরে ট্রফি তুলল ধোনির ইয়েলোব্রিগেড।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 Oct 2021 11:30 PM (IST)

    চতুর্থ বার চ্যাম্পিয়ন চেন্নাই

    কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দশমীর রাতে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হল নাইটদের। ১৯৩ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রানে আটকে যায় বেগুনি শিবির। ২৭ রানে দুবাইতে ফাইনাল ম্যাচ জিতে চার বার চেন্নাই শিবিরে ট্রফি তুলল ধোনির ইয়েলোব্রিগেড।

  • 15 Oct 2021 11:28 PM (IST)

    শেষ বেলায় আউট

    শেষ ওভারে শিবম মাভিকে ফেরালেন ডোয়েন ব্র্য়াভো। ২০ রান করে সাজঘরে ফিরলেন মাভি।


  • 15 Oct 2021 11:25 PM (IST)

    ১৯ ওভারে কেকেআর ১৬২/৮

    নাইটদের জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ৩১ রান।

  • 15 Oct 2021 11:17 PM (IST)

    ১৮ ওভারে কেকেআর ১৪৫/৮

    খেলা বাকি মাত্র ২ ওভারের। ১৮তম ওভার থেকে এসেছে ১৮ রান। এই ওভারে ব্র্যাভোকে একটি চার ও ২টি ছয় মেরেছেন শিবম মাভি। জয়ের জন্য কেকেআরের প্রয়োজন ১২ বলে ৪৮ রান।

  • 15 Oct 2021 11:10 PM (IST)

    ১৭ ওভারে কেকেআর ১২৭/৮

    ১৭ তম ওভার থেকে এসেছে ২ রান ও এক উইকেট। জয়ের জন্য নাইটদের প্রয়োজন ৬৬ রান।

  • 15 Oct 2021 11:07 PM (IST)

    ইওন মর্গ্যান আউট

    মাত্র ৪ রান করে সাজঘরে ফিরলেন নাইট ক্যাপ্টেন ইওন মর্গ্য়ান। বাউন্ডারি লাইনের সামনে দুরন্ত ক্যাচ দীপক চাহারের। জস হ্যাজেলউড নাইটদের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন।

  • 15 Oct 2021 11:04 PM (IST)

    ১৬ ওভারে কেকেআর ১২৫/৭

    ম্যাচ জিততে নাইটদের প্রয়োজন ২৪ বলে ৬৮ রান। আর চেন্নাইয়ের জেতার জন্য প্রয়োজন ৩ উইকেট।

    ১৬তম ওভার থেকে এসেছে ৫ রান ও এক উইকেট

  • 15 Oct 2021 11:02 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন রাহুল ত্রিপাঠী।

  • 15 Oct 2021 10:56 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১২০/৬

    খেলা বাকি ৫ ওভারের। নাইটদের জয়ের জন্য প্রয়োজন ৭৩ রান

  • 15 Oct 2021 10:55 PM (IST)

    সাকিব আল হাসান আউট

    ১৫ ওভারের শেষ বলে চেন্নাইকে সাকিব আল হাসানের উইকেট এনে দিলেন রবীন্দ্র জাডেজা। কোনও রান না করেই মাঠ ছাড়লেন সাকিব।

  • 15 Oct 2021 10:52 PM (IST)

    দীনেশ কার্তিক আউট

    মাত্র ৯ রান করে সাজঘরে ফিরলেন দীনেশ কার্তিক। কলকাতার ওপর রীতিমতো চাপ বাড়াচ্ছে চেন্নাই। নাইটদের পঞ্চম ঝটকা দিলেন রবীন্দ্র জাডেজা।

  • 15 Oct 2021 10:48 PM (IST)

    ১৪ ওভারে কেকেআর ১১৭/৪

    নাইটদের জয়ের জন্য প্রয়োজন ৩৬ বলে ৭৬ রান। এই ওভারে দীপক চাহার ৯ রানের বিনিময়ে চেন্নাইকে এনে দিয়েছেন শুভমন গিলের গুরুত্বপূর্ণ উইকেট

  • 15 Oct 2021 10:45 PM (IST)

    শুভমন গিল আউট

    ৫১ রান করে সাজঘরে ফিরলেন শুভমন গিল। নাইটদের বড় ধাক্কা দিলেন দীপক চাহার।

  • 15 Oct 2021 10:43 PM (IST)

    ১৩ ওভারে কেকেআর ১০৮/৩

    এই ওভার থেকে এসেছে ৯ রান। যার মধ্যে রয়েছে শুভমন গিলের একটি চার। জয়ের জন্য নাইটদের প্রয়োজন ৮৫ রান।

  • 15 Oct 2021 10:41 PM (IST)

    শুভমন গিলের হাফসেঞ্চুরি

    চেন্নাইয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নাইট ওপেনার শুভমন গিল।

  • 15 Oct 2021 10:39 PM (IST)

    কেকেআরের শতরান

    ১২.২ ওভারে কেকেআর দলগত শতরান পূর্ণ করল। ক্রিজে ইওন মর্গ্যান ও শুভমন গিল

  • 15 Oct 2021 10:38 PM (IST)

    ১২ ওভারে কেকেআর ৯৯/৩

    এই ওভার থেকে এসেছে ৬ রান ও একটি উইকেট। চেন্নাই রীতিমতো চাপ বাড়াচ্ছে নাইটদের ওপর

  • 15 Oct 2021 10:35 PM (IST)

    সুনীল নারিন আউট

    মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন সুনীল নারিন। সিএসকেকে তৃতীয় উইকেট এনে দিলেন জস হ্যাজেলউড। কেকেআরের ওপর চাপ বাড়াচ্ছে চেন্নাই।

  • 15 Oct 2021 10:31 PM (IST)

    ১১ ওভারে কেকেআর ৯৩/২

    খেলা বাকি ৯ ওভারের। অবশেষে ভেঙ্কি-গিল জুটিকে ভেঙেছেন শার্দূল ঠাকুর। তার পরই নীতিশ রানাকে শূন্যতেই ফেরান শার্দূল। এই ওভারে মাত্র ৫ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন লর্ড শার্দূল।

  • 15 Oct 2021 10:31 PM (IST)

    নীতিশ রানা আউট

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন নীতিশ রানা। ভেঙ্কির পর রানার উইকেট নিয়ে চেন্নাইকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন শার্দূল ঠাকুর।

  • 15 Oct 2021 10:28 PM (IST)

    ভেঙ্কটেশ আইয়ার আউট

    ৫০ রানের দুরন্ত ইনিংসের পর মাঠ ছাড়লেন নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। চেন্নাইকে প্রথম সাফল্য এনে দিলেন শার্দূল ঠাকুর। ভালো ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাডেজা।

  • 15 Oct 2021 10:24 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৮৮/০

    ১০ ওভার থেকে এসেছে দুটি ৪ ও একটি ছয়। জয়ের জন্য নাইটদের প্রয়োজন ১০৫ রান

  • 15 Oct 2021 10:20 PM (IST)

    ডেড বলের দৌলতে বাঁচলেন শুভমন গিল

    রবীন্দ্র জাডেজার বলে ৯.৩ ওভারে অম্বাতি রায়ডু নাইট ওপেনার শুভমন গিলের ক্যাচ নিয়েছিলেন। কিন্তু স্পাইডার ক্যামেরায় বল লাগার ফলে, ডেড বল বলে ঘোষণা করেন আম্পায়াররা। এবং, আউট দেওয়ার পর আম্পায়াররা নট আউট ঘোষণা করেন গিলকে।

  • 15 Oct 2021 10:19 PM (IST)

    ভেঙ্কটেশ আইয়ারের হাফসেঞ্চুরি

    এ বারের আইপিএলের চতুর্থ হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভেঙ্কটেশ আইয়ার।

  • 15 Oct 2021 10:16 PM (IST)

    ৯ ওভারে কেকেআর ৭২/০

    ডোয়েন ব্র্যাভো নবম ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। জয়ের জন্য নাইটদের প্রয়োজন ৬৬ বলে ১২১ রান

  • 15 Oct 2021 10:13 PM (IST)

    ৮ ওভারে কেকেআর ৬৮/০

    রবীন্দ্র জাডেজার ৮ ওভারের শেষ বলে ছয় মারেন ভেঙ্কটেশ আইয়ার। ৮ ওভারে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৬৮

  • 15 Oct 2021 10:06 PM (IST)

    ৭ ওভারে কেকেআর ৫৯/০

    এই ওভার থেকে এসেছে ৪ রান। কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ৭৮ বলে ১৩৪ রান।

  • 15 Oct 2021 10:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে বেশ সফল নাইট ওপেনিং জুটি। ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে কেকেআর স্কোর বোর্ডে তুলেছে ৫৫ রান। এই ওভারে দীপক চাহারের চতুর্থ বলে একটি চার মেরেছেন শুভমন গিল।

  • 15 Oct 2021 09:58 PM (IST)

    কেকেআরের ৫০ রান

    ৫.৪ ওভারে কেকেআর দলগত ৫০ রান পূর্ণ করল। দীপক চাহারকে চার মেরে নাইটদের ৫০রানের গণ্ডি পার করালেন শুভমন গিল। পাশাপাশি ৫০ রানের পার্টনারশিপও পূর্ণ করে ফেললেন গিল-আইয়ার জুটি।

  • 15 Oct 2021 09:55 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৪৭/০

    পঞ্চম ওভারে শার্দূল ঠাকুরের শেষ দুই বলে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে এসেছে দুটি চার। ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে নাইট ওপেনিং জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৭ রান।

  • 15 Oct 2021 09:50 PM (IST)

    ৪ ওভারে কেকেআর৩৬ /০

    জস হ্যাজেলউডকে চতুর্থ ওভারে একটি করে চার মেরেছেন শুভমন গিল ও ভেঙ্কটেশ আইয়ার। চতুর্থ ওভারে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৩৬।

  • 15 Oct 2021 09:45 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ২৪/০

    তৃতীয় ওভার থেকে এসেছে ৯ রান। যার মধ্যে রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের দুটি চার।

  • 15 Oct 2021 09:40 PM (IST)

    ২ ওভারে কেকেআর ১৫/০

    দ্বিতীয় ওভারে জস হ্যাজেলউড দিয়েছেন ৯ রান। এই ওভার থেকে এসেছে ভেঙ্কটেশ আইয়ারের একটি ছয়।

  • 15 Oct 2021 09:34 PM (IST)

    ১ ওভারে কেকেআর ৬/০

    প্রথম ওভারে দীপক চাহার দিয়েছেন ৬ রান। রয়েছে ৪টি ডট বল। এই ওভারে শুভমন গিলের ব্যাট থেকে এসেছে ১টি চার।

  • 15 Oct 2021 09:31 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ভেঙ্কটেশ আইয়ার।

  • 15 Oct 2021 09:17 PM (IST)

    ১৯২ রানে থামল চেন্নাই

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তুলেছে ধোনির সিএসকে। ফাইনালে কেকেআরকে ১৯৩ রানের টার্গেট দিল চেন্নাই।

  • 15 Oct 2021 08:45 PM (IST)

    ১৫ ওভারে চেন্নাই ১৩১/২

    খেলা বাকি ৫ ওভারের।

    ফাফ দু প্লেসি ৬১*, মইন আলি ২*

  • 15 Oct 2021 08:36 PM (IST)

    উথাপ্পা আউট

    ৩১ রান করে সুনীল নারিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন রবীন উথাপ্পা।

  • 15 Oct 2021 08:26 PM (IST)

    চেন্নাইয়ের শতরান

    ১১.৩ ওভারে চেন্নাই দলগত শতরান পূর্ণ করল

  • 15 Oct 2021 08:23 PM (IST)

    দু প্লেসির হাফসেঞ্চুরি

    কলকাতার বিরুদ্ধে দুবাইতে আইপিএল কেরিয়ারের শততম ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন চেন্নাইয়ের ওপেনার ফাফ দু প্লেসি।

  • 15 Oct 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে চেন্নাই ৮০/১

    খেলা বাকি ১০ ওভারের।

    ফাফ দু প্লেসি ৩৭*, রবীন উথাপ্পা ৯*

  • 15 Oct 2021 08:11 PM (IST)

    ঋতুরাজ গায়কোয়াড় আউট

    ফাইনাল ম্যাচে চেন্নাইকে প্রথম ধাক্কা দিলেন সুনীল নারিন। ৩২ রান করে সাজঘরে ফিরলেন ঋতুরাজ গায়কোয়াড়।

  • 15 Oct 2021 07:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল চেন্নাই সুপার কিংস। ৬ ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৫০।

    ফাফ দু প্লেসি ব্যাট করছেন ২২ রানে। ঋতুরাজ রয়েছেন ২৬ রানে।

    ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ চেন্নাইয়ের ওপেনিং জুটির। উইকেটের খোঁজে নাইটরা।

  • 15 Oct 2021 07:53 PM (IST)

    ৫ ওভারে চেন্নাই ৪২/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে চেন্নাই তুলেছে ৪২ রান।

    ফাফ দু প্লেসি ১৬*, ঋতুরাজ গায়কোয়াড় ২৫*

  • 15 Oct 2021 07:48 PM (IST)

    ৪ ওভারে চেন্নাই ৩৪/০

    লকি ফার্গুসন চতুর্থ ওভারে দিয়েছেন ১২ রান। এই ওভারে রয়েছে ঋতুর একটি চার এবং দু প্লেসির একটি চার। ৪ ওভারে সিএসকের স্কোর বিনা উইকেটে ৩৪

  • 15 Oct 2021 07:43 PM (IST)

    ৩ ওভারে চেন্নাই ২২/০

    তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেট হাতছাড়া করেন দীনেশ কার্তিক। তৃতীয় ওভারে সাকিব আল হাসানকে একটি চার মেরেছেন ঋতুরাজ। ৩ ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২২ রান।

  • 15 Oct 2021 07:40 PM (IST)

    ২ ওভারে চেন্নাই ৯/০

    শিবম মাভি দ্বিতীয় ওভারে দিয়েছেন মাত্র ৩ রান। ২ ওভারে চেন্নাইের স্কোর বিনা উইকেটে ৯

  • 15 Oct 2021 07:33 PM (IST)

    ১ ওভারে চেন্নাই ৬/০

    চেন্নাই প্রথম ওভারে তুলেছে ৬ রান। সাকিব আল হাসানের প্রথম ওভারে যার মধ্যে রয়েছে ঋতুরাজের একটি চার।

  • 15 Oct 2021 07:30 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    নাইটদের বিরুদ্ধে ওপেনিংয়ে নামলেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি।

  • 15 Oct 2021 07:26 PM (IST)

    চেন্নাইয়ের তিন তারকার তিন রেকর্ড ম্যাচ

    আজ আইপিএল ফাইনালে খেলতে নেমে রবীন্দ্র জাডেজা নিজের আইপিএল কেরিয়ারের ২০০তম ম্যাচ পূর্ণ করবেন। অম্বাতি রায়ডু আইপিএল কেরিয়ারের ১৭৫তম ম্যাচ খেলতে নামবেন নাইটদের বিরুদ্ধে। সিএসকের ওপেনার ফাফ দু প্লেসি আজ দুবাইতে চেন্নাইয়ের হয়ে ১০০তম ম্যাচ খেলতে নামবেন।

  • 15 Oct 2021 07:11 PM (IST)

    টি-২০-তে ক্যাপ্টেন ধোনির মাইলস্টোন ম্যাচ

    টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ৩০০তম ম্যাচে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।

  • 15 Oct 2021 07:05 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আয়ার, শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, সাকিব আল হাসান, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

  • 15 Oct 2021 07:04 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মইন আলি, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজেলউড।

  • 15 Oct 2021 07:01 PM (IST)

    টস আপডেট

    আইপিএলের ফাইনাল ম্যাচে টসে জিতল কলকাতা নাইট রাইডার্স।

    টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিলেন কেকেআর ক্যাপ্টেন ইওন মর্গ্যান।

  • 15 Oct 2021 06:40 PM (IST)

    মহারণের জন্য দুবাই তৈরি

    কিছুক্ষণের মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে আইপিএল-১৪-র ফাইনাল।

  • 15 Oct 2021 06:33 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা-চেন্নাই। যার মধ্যে চেন্নাই জিতেছে ১৬ বার আর কলকাতা জিতেছে ৮ বার।