CSK vs KKR, IPL 2022 Match 1 Result: জাডেজার চেন্নাইকে হারিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করল নাইটরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 31, 2022 | 7:16 PM

Chennai Super Kings vs Kolkata Knight Riders Live Score in Bangla: দেখুন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

CSK vs KKR, IPL 2022 Match 1 Result: জাডেজার চেন্নাইকে হারিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করল নাইটরা
আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই-কলকাতা

Follow Us

মুম্বই: আইপিএল-১৫-র (IPL 2022) উদ্বোধনী ম্যাচে মুম্বইতে আজ মুখোমুখি হয়েছিল রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মরুশহরের আইপিএল ঠিক যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই যেন শুরু হল এ বারের আইপিএল। গত বারের ফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। নাইটদের তৃতীয়বার ট্রফির স্বাদ দিতে পারেননি ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইওন মর্গ্যান। এ বারের আইপিএলে নতুন নেতার হাত ধরে পথচলা শুরু  কেকেআর ও সিএসকের। টসে জিতে শুরুতে জাডেজার চেন্নাইকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন নাইট নেতা শ্রেয়স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছিল সিএসকে। রান তাড়া করতে নেমে ভালো শুরু করে কেকেআরের নতুন ওপেনিং জুটি। এবং ৯ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলেন শ্রেয়সরা।

এক নজরে সিএসকের ইনিংস

শুরুতে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলেছিল সিএসকে। দুই ওপেনারই আজ ব্যর্থ হয়ে ফেরেন। ঋতুরাজ (০) ও ডেভন (৩)। রবীন উথাপ্পা কিছুটা চেষ্টা করেছিলেন। তিনি ফেরেন ২৮ রান করে। এরপর রায়ডু করেন ১৫ রান। শেষবেলার ধোনি-জাডেজা জুটিতে কেকেআরকে ১৩২ রানের টার্গেট দিতে সাহায্য করে। ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহি এবং জাডেজা ২৬ রানে নট আউট।

৬ উইকেটে জয়ী কেকেআর

১৩২ রান তাড়া করতে নেমে ভালো শুরু করে নাইটদের ওপেনিং জুটি। ১৬ রান করে ওপেনার ভেঙ্কটেশ ফিরলেও রাহানে করে গেলেন ৪৪ রান। রানার ব্যাট থেকে এসেছে ২১ রান। ২৫ রান এসেছে স্যাম বিলিংসের কাছ থেকে। আর শেষ অবধি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক শ্রেয়স (২০*) ও উইকেটকিপার জ্যাকসন (৩*)।

Key Events

৬ উইকেটে জয়ী কেকেআর

১৩২ রান তাড়া করতে নেমে ভালো শুরু করে নাইটদের ওপেনিং জুটি। ১৬ রান করে ওপেনার ভেঙ্কটেশ ফিরলেও রাহানে করে গেলেন ৪৪ রান। রানার ব্যাট থেকে এসেছে ২১ রান। ২৫ রান এসেছে স্যাম বিলিংসের কাছ থেকে। আর শেষ অবধি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক শ্রেয়স (২০*) ও উইকেটকিপার জ্যাকসন (৩*)।

এক নজরে সিএসকের ইনিংস

শুরুতে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলেছিল সিএসকে। দুই ওপেনারই আজ ব্যর্থ হয়ে ফেরেন। ঋতুরাজ (০) ও ডেভন (৩)। রবীন উথাপ্পা কিছুটা চেষ্টা করেছিলেন। তিনি ফেরেন ২৮ রান করে। এরপর রায়ডু করেন ১৫ রান। শেষবেলার ধোনি-জাডেজা জুটিতে কেকেআরকে ১৩২ রানের টার্গেট দিতে সাহায্য করে। ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহি এবং জাডেজা ২৬ রানে নট আউট।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 Mar 2022 11:02 PM (IST)

    ৬ উইকেট জয়ী কেকেআর

    ৯ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কাজে এল না মাহির হাফসেঞ্চুরি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে জিতে নিল শ্রেয়সের কলকাতা।

  • 26 Mar 2022 10:58 PM (IST)

    খেলা বাকি ২ ওভারের

    আইপিএল-১৫-র প্রথম ম্যাচ জিততে ১২ বলে ৬ রান করতে হবে শ্রেয়সদের।


  • 26 Mar 2022 10:55 PM (IST)

    বিলিংস আউট

    স্যাম বিলিংসের উইকেট হারাল কেকেআর। ২৫ রান করে মাঠ ছাড়লেন স্যাম। চতুর্থ উইকেট হারাল কেকেআর।

  • 26 Mar 2022 10:44 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১০৪/৩

    খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান তুলেছে নাইটরা। ম্যাচ জিততে কেকেআরের চাই আর ২৮ রান।

    শ্রেয়স ৮*

    স্যাম ১১*

  • 26 Mar 2022 10:29 PM (IST)

    রাহানে আউট

    অজিঙ্ক রাহানের (৪৪) উইকেট তুলে নিলেন মিচেল স্যান্টনার। তৃতীয় উইকেট হারাল কেকেআর। হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন জিঙ্কস।

  • 26 Mar 2022 10:24 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৭৬/২

    ম্যাচ জিততে নাইটদের চাই আর ৫৬ রান। ১০ ওভারে নাইটদের স্কোর ২ উইকেটে ৭৬।

  • 26 Mar 2022 10:22 PM (IST)

    রানা আউট

    নীতিশ রানার উইকেট তুলে নিলেন ডোয়েন ব্র্যাভো। ২১ রান করে মাঠ ছাড়লেন রানা।

  • 26 Mar 2022 10:02 PM (IST)

    ভেঙ্কটেশ আউট

    ভেঙ্কটেশ আইয়ারের উইকেট হারাল কেকেআর। ডোয়েন ব্র্যাভো ফেরালেন ভেঙ্কিকে। ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন নাইট তারকা ভেঙ্কটেশ।

  • 26 Mar 2022 09:56 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৩৫/০

    প্রথম ৫ ওভারে নাইটদের ওপেনিং জুটি তুলেছে ৩৫ রান।

    ভেঙ্কি ১৩*

    রাহানে ২২*

  • 26 Mar 2022 09:52 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ১৫/০

    প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে কেকেআর। ক্রিজে ভেঙ্কটেশ ও অজিঙ্ক।

  • 26 Mar 2022 09:32 PM (IST)

    রান তাড়া করতে নামল নাইটরা

    কেকেআরের হয়ে ওপেনিংয়ে নামলেন অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার

  • 26 Mar 2022 09:16 PM (IST)

    ধোনি-জাড্ডু জুটিতে শেষ পর্যন্ত ১৩১ রান তুলল সিএসকে

    আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছে চেন্নাই। শ্রেয়সদের প্রথম ম্যাচ জিততে চাই ১৩২ রান।

  • 26 Mar 2022 09:14 PM (IST)

    ৩৮ বলে হাফসেঞ্চুরি ধোনির

    আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচে ৩৮ বলে হাফসেঞ্চুরি করলেন মহেন্দ্র সিং ধোনি।

  • 26 Mar 2022 09:09 PM (IST)

    ধোনি-জাড্ডুর ৫০ রানের পার্টনারশিপ

    ধোনি-জাডেজার ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।

  • 26 Mar 2022 09:03 PM (IST)

    এক ওভারে ধোনির ৩টি চার

    আন্দ্রে রাসলকে ১৮তম ওভারে মহেন্দ্র সিং ধোনি ৩টি চার মারলেন। ১৮ ওভারে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ৯৮।

  • 26 Mar 2022 08:58 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে সিএসকের স্কোর ৫ উইকেটে ৮৪। চেন্নাইয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ধোনি-জাডেজা।

  • 26 Mar 2022 08:49 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ৭৩/৫

    ১৫ ওভারের খেলা শেষ। আর বাকি রয়েছে ৫ ওভার। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও মহেন্দ্র সিং ধোনি। ১৫ ওভারে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ৭৩।

  • 26 Mar 2022 08:27 PM (IST)

    শিবম মাভি আউট

    শিবম মাভিকে ফেরালেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। পঞ্চম উইকেট হারাল সিএসকে। ৩ রান করে মাঠ ছাড়লেন দুবে।

  • 26 Mar 2022 08:22 PM (IST)

    ১০ ওভারে সিএসকে ৫৭/৪

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে জাডেজার চেন্নাই তুলেছে ৫৭ রান।

  • 26 Mar 2022 08:15 PM (IST)

    রান আউট রায়ডু

    রান আউট হলেন অম্বাতি রায়ডু। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল চেন্নাই সুপার কিংস। ১৫ রান করে সাজঘরে ফিরলেন রায়ডু।

  • 26 Mar 2022 08:09 PM (IST)

    উথাপ্পা আউট

    রবীন উথাপ্পার উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। ২৮ রান করে মাঠ ছাড়লেন উথাপ্পা

  • 26 Mar 2022 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে চেন্নাই।

    রায়ডু ৬*

    উথাপ্পা ২৩*

  • 26 Mar 2022 07:57 PM (IST)

    ৫ ওভারে সিএসকে ২৯/২

    প্রথম ৫ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছে সিএসকে। ক্রিজে রবীন উথাপ্পা ও অম্বাতি রায়ডু।

  • 26 Mar 2022 07:54 PM (IST)

    কনওয়ে আউট

    ডেভন কনওয়ের উইকেট হারাল সিএসকে। ৩ রান করে মাঠ ছাড়লেন কনওয়ে। চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটও তুলে নিলেন উমেশ যাদব।

     

  • 26 Mar 2022 07:46 PM (IST)

    ৩ ওভারে সিএসকে ১৬/১

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। প্রথম ওভারেই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট তুলে নিয়েছেন উমেশ যাদব। ৩ ওভারে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১৬

  • 26 Mar 2022 07:36 PM (IST)

    ঋতুরাজ আউট

    উদ্বোধনী ম্যাচের শুরুতেই সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট তুলে নিলেন উমেশ যাদব। কোনও রান না করেই মাঠ ছাড়লেন ঋতু।

  • 26 Mar 2022 07:34 PM (IST)

    টোকিও অলিম্পিকে পদকজয়ীদের সংবর্ধনা জানাল বিসিসিআই

    আইপিএলের বোধন আজ। উদ্বোধনী ম্যাচ শুরুর আগে টোকিও অলিম্পিকে পদক জয়ী তারকা ক্রীড়াবিদদের সংবর্ধনা জানাল বিসিসিআই।

  • 26 Mar 2022 07:20 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস, শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

  • 26 Mar 2022 07:10 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, রবীন উথাপ্পা, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, অ্যাডাম মিলনে, তুষার দেশপান্ডে, মিচেল স্যান্টনার।

  • 26 Mar 2022 07:04 PM (IST)

    টস আপডেট

    টসে জিতলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স।

  • 26 Mar 2022 06:51 PM (IST)

    ইয়েলোব্রিগেডের নতুন নেতা তৈরি নতুন যাত্রার জন্য

    এই মরসুম শুরু হওয়ার আগে চেন্নাইয়ের ক্যাপ্টেন্সির ব্যাটম মহেন্দ্র সিং ধোনি তুলে দিয়েছেন রবীন্দ্র জাডেজার হাতে। আজ জাড্ডুর অধীনে নতুন সফর শুরু করবে চেন্নাই।

  • 26 Mar 2022 06:49 PM (IST)

    নাইট নেতা নতুন অভিযানের জন্য তৈরি

    নাইটদের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার তৈরি এই নতুন মরসুমে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

  • 26 Mar 2022 06:47 PM (IST)

    এই ট্রফির জন্যই আজ থেকে লড়াই শুরু

    আইপিএল-১৫-র আজ বোধন। প্রথম ম্যাচেই মুখোমুখি সিএসকে ও চেন্নাই।

  • 26 Mar 2022 06:32 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে সিএসকে ও কেকেআর। তার মধ্যে ইয়েলোব্রিগেড জিতেছে ১৭ বার আর নাইটরা জিতেছে ৮ বার।

IPL 2022: প্রথম ম্যাচের আগে বড় স্বস্তি রোহিত শর্মার
IPL 2022 DC vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ