IPL 2023 : চিপকে আজ ধোনি-সূর্যর ব্যাটে তৈরি হতে পারে যে রেকর্ড
CSK vs MI, IPL 2023 : চলতি আইপিএলে আজ সিএসকের হোম ম্যাচ রয়েছে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাই বনাম মুম্বই ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।

নয়াদিল্লি : শনিবাসরীয় আইপিএলে (IPL) ধোনি বনাম রোহিত। চিপকের মাঠে শনি-বিকেলে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ঘরের মাঠে জোড়া ম্যাচে হেরেছে চেন্নাই। লখনউয়ের বিরুদ্ধে ধোনিদের শেষ ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। অন্যদিকে প্রথমদিকে ধাক্কা খেলেও পরপর জয়ে ট্র্যাকে ফিরেছে মুম্বই। যদিও পয়েন্ট টেবলে প্রথম চারের মধ্যে নেই মুম্বই। প্রথম চারে রয়েছে চেন্নাই। আইপিএলের সবচেয়ে সফল ২টো দল আজ মুখোমুখি। এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —
১) মহেন্দ্র সিং ধোনি – আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করতে হলে ধোনিকে আর ২টি চার মারতে হবে।
২) অজিঙ্ক রাহানে – সিএসকের অজিঙ্ক রাহানেকে আইপিএলে ৪৫০টি চারের রেকর্ড পূর্ণ করতে হলে আর ১টি চার মারতে হবে।
৩) শিবম দুবে – আইপিএলে ১ হাজার রানের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৪৮ রান দূরে রয়েছেন শিবম দুবে।
৪) রবীন্দ্র জাডেজা – আইপিএলে ১৫০টি উইকেট পূর্ণ হওয়া থেকে ৪টি উইকেট দূরে রয়েছেন রবীন্দ্র জাডেজা।
৫) ঋতুরাজ গায়কোয়াড় – টি-২০ ক্রিকেটে ৩০০টি চার পূর্ণ হওয়া থেকে ৪টি চার দূরে রয়েছেন সিএসকের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।
৬) অম্বাতি রায়ডু – টি-২০ ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ হওয়া থেকে ৪৭ রান দূরে রয়েছেন অম্বাতি রায়ডু।
৭) বেন স্টোকস – আইপিএলে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য বেন স্টোকসের চাই আর ৬৫ রান।
৮) সূর্যকুমার যাদব – আইপিএলে ১০০টি ছয়ের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৪টি ছয় দূরে রয়েছেন সূর্যকুমার যাদব।
৯) জেসন বেহরেনডর্ফ – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করতে হলে জেসন বেহরেনডর্ফের প্রয়োজন আর ৪টি উইকেট।
১০) জোফ্রা আর্চার – আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন জোফ্রা আর্চার। এই রেকর্ড গড়তে হলে আর্চারকে নিতে হবে আর ২টি উইকেট।





