চেন্নাই: ধুমধাম করে এগোচ্ছে ১৬তম আইপিএল (IPL 2023)। ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। শনি-বিকেলে চিপকে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে রোহিতের মুম্বই। MI এর হয়ে সর্বাধিক রান করেন নেহাল ওয়াদেরা (৬৪)। মাত্র ৩ ক্রিকেটার ২ অঙ্কের রানে পৌঁছতে পেরেছিলেন। ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে ধোনির চেন্নাই। মুম্বইয়ের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল চেন্নাই। একইসঙ্গে জয়ে ফিরল সিএসকে (CSK)। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন চেন্নাই বনাম মুম্বই ম্যাচের খুঁটিনাটি তথ্য।
মুম্বইকে হারিয়ে লিগ টেবলের ২ নম্বরে উঠল ধোনির চেন্নাই।
চেন্নাই-মুম্বই ম্যাচের সেরার পুরস্কার পেলেন মাথিশা পাথিরানা।
প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে রোহিতের মুম্বই। রোহিতের দলের হয়ে সর্বাধিক রান করেন নেহাল ওয়াদেরা (৬৪)। মাত্র ৩ ক্রিকেটার ২ অঙ্কের রানে পৌঁছতে পেরেছিলেন। ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে ধোনির চেন্নাই। মুম্বইয়ের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল চেন্নাই। একইসঙ্গে জয়ে ফিরল সিএসকে। পাশাপাশি লিগ টেবলের ২ নম্বরে পৌঁছে গেল সিএসকে।
ঘরের মাঠে অবশেষে জয়ে ফিরল ধোনির চেন্নাই সুপার কিংস। ৬ উইকেটে রোহিত শর্মার মুম্বইকে হারাল ধোনির ইয়েলোব্রিগেড।
১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে চেন্নাই তুলেছে ১৩২ রান। জয়ের জন্য সিএসকের প্রয়োজন ৮ রান।
ডেভন কনওয়ে আউট হয়ে মাঠ ছাড়লেন। ক্রিজে এলেন ধোনি। গ্যালারির গর্জন মাত্রাতিরিক্ত বেড়ে গেল।
জয়ের জন্য চেন্নাইকে তুলতে হবে বাকি ৩০ বলে ১৭ রান। ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে সিএসকে। ক্রিজে শিবম দুবে ও ডেভন কনওয়ে।
১২ রান করে ত্রিস্টান স্টাবসকে উইকেট দিয়ে বসলেন অম্বাতি রায়ডু। জয়ের জন্য সিএসকের এখনও প্রয়োজন ৪৩ বলে ৩৫ রান।
ইনিংসের মাঝপথে সিএসকে। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৮৪। জয়ের জন্য সিএসকের প্রয়োজন ৬০ বলে ৫৬ রান। ক্রিজে অম্বাতি রায়ডু ও ডেভন কনওয়ে।
২১ রান করে পীযুষ চাওলার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন অজিঙ্ক রাহানে।
চেন্নাইয়ের পাওয়ার প্লে শেষ। প্রথম ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে সিএসকে তুলেছে ৫৫ রান।
সিএসকেকে প্রথম ধাক্কা দিলেন পীযুষ চাওলা। ১৬ বলে ৩০ রান করে মাঠ ছাড়লেন ঋতুরাজ গায়কোয়াড়।
চেন্নাইয়ের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান তুলেছে চেন্নাই সুপার কিংস।
টার্গেট ১৪০। রান তাড়া করতে নামলেন সিএসকের ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়।
মুম্বই ইন্ডিয়ান্সের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামলেন রাঘব গোয়েল। আজ তাঁর আইপিএল ডেবিউ হল।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে মুম্বই। চেন্নাইয়ের টার্গেট ১৪০।
১৯তম ওভারে জোড়া ধাক্কা খেল মুম্বই। আর্শাদ খানের পর ত্রিস্টান স্টাবসকে ফেরালেন মাথিশা পাথিরানা।
মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন আর্শাদ খান। সপ্তম ধাক্কা খেল মুম্বই।
১৯তম ওভারের তৃতীয় বলে টিম ডেভিডের উইকেট তুলে নিলেন তুষার দেশপান্ডে। ষষ্ঠ উইকেট হারাল মুম্বই। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন টিম ডেভিড।
মুম্বইয়ের পঞ্চম উইকেটের পতন। নেহালকে ফেরালেন পাথিরানা। ৫১ বলে ৬৪ রান করে মাঠ ছাড়লেন নেহাল। ক্রিজে নতুন ব্যাটার টিম ডেভিড।
৪৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নেহাল ওয়াদেরা। এটি তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।
১১তম ওভারের তৃতীয় বলে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। ২২ বলে ২৬ রান করে মাঠ ছাড়লেন স্কাই।
ইনিংসের প্রথম ৩ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে মুম্বই।
এক ওভারে জোড়া উইকেট হারাল মুম্বই। ঈশান কিষাণের পর রোহিত শর্মার উইকেট তুলে নিলেন দীপক চাহার। পরপর ২ ম্যাচে শূন্য ফিরলেন রোহিত।
৯ বল খেলে মাত্র ৭ রান করে আউট হলেন ঈশান কিষাণ। চেন্নাইকে দ্বিতীয় উইকেট এনে দিলেন দীপক চাহার।
চেন্নাইকে প্রথম উইকেট এনে দিলেন তুষার দেশপান্ডে। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ক্যামেরন গ্রিনের স্টাম্প ছিটকে দিলেন তুষার। ৪ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন গ্রিন। ক্রিজে নতুন ব্যাটার রোহিত শর্মা।
মুম্বইয়ের ইনিংসের বোলিংয়ের সূচনায় আসেন দীপক চাহাল। প্রথম ওভারে ১০ রান তুলেছে মুম্বইয়ের ওপেনিং জুটি।
মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস শুরু। ওপেনিংয়ে আজ নেই রোহিত শর্মা। তাঁর জায়গায় ঈশান কিষাণের সঙ্গে ওপেন করতে নামলেন ক্যামেরন গ্রিন।
চিপকের মাঠে গত ৫ ম্যাচের একটিতেও হারেনি মুম্বই ইন্ডিয়ান্স। শনি-বিকেলে ফের চিপকেই মুখোমুখি হচ্ছে চেন্নাই ও মুম্বই। আজ কি চিপকে মুম্বইয়ের জয়ের পরিসংখ্যান বদলাবে?
CSK Vs MI at the Chepauk in the last 5 matches:
– MI won.
– MI won.
– MI won.
– MI won.
– MI won.– The home away from home for Mumbai Indians! pic.twitter.com/2v21mmUhS4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 6, 2023
চেন্নাইয়ের একাদশ – ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।
সাবস্টিটিউট – অম্বাতি রায়ডু, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ ও আকাশ সিং।
মুম্বইয়ের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াদেরা, ত্রিস্টান স্টাবস, আর্শাদ খান, জোফ্রা আর্চার, পীযুষ চাওলা, আকাশ মধওয়াল।
সাবস্টিটিউট – কার্তিকেয় সিং, রমনদীপ সিং, ডিওয়াল্ড ব্রেভিস, রাঘব গোয়েল ও বিষ্ণু বিনোদ।
আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যাবে না তিলক ভার্মাকে। টসের পর মুম্বইয়ের অধিনায়ক রোহিত জানান, চোটের কারণে আজ খেলতে পারবেন না তিলক।
চিপকে টস জিতলেন মহেন্দ্র সিং ধোনি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি।
আইপিএলে আজ ধোনি বনাম রোহিত। এই ম্যাচের জন্য সেজে উঠেছে চিপক।
Stage set ?️ for an epic encounter ??#TATAIPL | #CSKvMI pic.twitter.com/300e4YBvFO
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ২০ বার জিতেছে মুম্বই। ১৫ বার জয় চেন্নাই সুপার কিংসের।