মুম্বই: আজ, রবিবার আইপিএল-১৫-র নবম দিন। চলতি আইপিএলের (IPL 2022) ১১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। টসে জিতে শুরুতে মায়াঙ্কদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন সিএসকে অধিনায়ক জাডেজা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছিল পঞ্জাব কিংস। ধোনিদের টার্গেট ছিল ১৮১। কিন্তু ব্যাটিং বিপর্যয় সামলে উঠতে পারেনি ইয়েলোব্রিগেড। শিবম দুবে ছাড়া চেন্নাইয়ের আর কোনও ক্রিকেটার রান পাননি। এবং শুধু তাই নয়। নির্ধারিত ২০ ওভার খেলতেও পারেনি চেন্নাই। ১৮ ওভারে ১২৬ রান তুলে অল আউট হয়ে যায় সিএসকে। যার ফলে এ বারের আইপিএলে টানা তিন ম্যাচে হেরে হারের হ্যাটট্রিক পূর্ণ করে ফেললেন মহেন্দ্র সিং ধোনিরা।
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই ও পঞ্জাব। যার মধ্যে ১৫ বার জিতেছে কেকেআর। আর ১০ বার জিতেছে পঞ্জাব।
আজ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস। টসে জিতে শুরুতে মায়াঙ্কদের ব্যাট করতে পাঠান সিএসকে অধিনায়ক জাডেজা।
২ ওভার বাকি থাকতেই অল আউট হয়ে গেল সিএসকে। ৫৪ রানে ম্যাচ জিতে নিলেন মায়াঙ্ক আগরওয়ালরা।
ক্রিস জর্ডানের উইকেট তুলে নিয়ে পঞ্জাবকে জেতালেন রাহুল চাহার।
মহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে নিলেন রাহুল চাহার। ২৩ রান করে মাঠ ছাড়লেন ধোনি। নয় নম্বর উইকেট হারাল সিএসকে।
১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে সিএসকে। শেষ ৩ ওভারে ৬০ রান তুলতে হবে সিএসকেকে। ক্রিজে মহেন্দ্র সিং ধোনি ও ক্রিস জর্ডান।
ডোয়াইন প্রিটোরিয়াসের উইকেট তুলে নিলেন রাহুল চাহার। আট নম্বর উইকেট হারাল সিএসকে। ৮ রান করে সাজঘরে ফিরলেন প্রিটোরিয়াস।
খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে চেন্নাইয়ের এখনও প্রয়োজন ৮৩ রান।
শিবম দুবের পর লিয়াম লিভিংস্টোন ফেরালেন ডোয়েন ব্র্য়াভোকে। সাত নম্বর উইকেট হারাল সিএসকে।
ভালো ছন্দে থাকা শিবম দুবের উইকেট তুলে নিলেন লিয়াম লিভিংস্টোন। ছয় নম্বর উইকেট হারাল সিএসকে। ৫৭ রান করে মাঠ ছাড়লেন শিবম।
২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শিবম দুবে।
প্রথম ১০ ওভারের খেলা শেষ। বাকি ১০ ওভারে ম্যাচ জিততে সিএসকেকে তুলতে হবে ১২৮ রান।
অম্বাতি রায়ডুর উইকেট তুলে নিলেন ওডেন স্মিথ। ১৩ রান করে সাজঘরে ফিরলেন রায়ডু। পঞ্চম উইকেট হারাল সিএসকে।
পাওয়ার প্লে-র মধ্যে মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে সিএসকে। ৬ ওভারে মাত্র ২৭ রান তুলেছে জাডেজা।
সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাডেজার উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। কোনও রান না করেই মাঠ ছাড়তে হল জাডেজাকে।
প্রথম ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে চেন্নাই। তুলেছে মাত্র ২২ রান
মইন আলির উইকেট তুলে নিলেন বৈভর আরোরা। ৪.৪ ওভারে মাঠ ছাড়লেন মইন। কোনও রান করেই সাজঘরে ফিরতে হল চেন্নাইয়ের মইনকে।
প্রথম ৩ ওভারের খেলা শেষ। এর মধ্যেই সিএসকের দুই ক্রিকেটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছে পঞ্জাব।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রবীন উথাপ্পার উইকেট তুলে নিলেন বৈভব আরোরা। দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল সিএসকে। ১৩ রান করে মাঠ ছাড়লেন উথাপ্পা।
ওপেনার ঋতুরাজের উইকেট তুলে নিলেন কাগিসো রাবাডা। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন ঋতুরাজ গায়কোয়াড়।
টার্গেট ১৮১। রান তাড়া করতে নেমে পড়লেন ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন উথাপ্পা।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮০ রান তুলে থামল মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। হারের হ্যাটট্রিক রুখতে সিএসকেকে ১২০ বলে তুলতে হবে ১৮১ রান।
ওডেন স্মিথের উইকেট তুলে নিলেন ক্রিস জর্ডান। মাত্র ৩ রান করে মাঠ ছাড়লেন স্মিথ।
শাহরুখ খানের উইকেট তুলে নিলেন ক্রিস জর্ডান। মাত্র ৬ রান করে মাঠ ছাড়লেন শাহরুখ।
জিতেশ শর্মার উইকেট তুলে নিলেন ডোয়াইন প্রিটোরিয়াস। ২৬ রান করে মাঠ ছাড়লেন জিতেশ।
লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিলেন সিএসকে ক্যাপ্টেন জাডেজা। ৩২ বলে ৬০ রান করে মাঠ ছাড়লেন লিভিংস্টোন। ৬.৫ ওভারে যে ক্যাচ মিস করেছিলেন অম্বাতি রায়ডু, ১০.৪ ওভারে এসে আর সেই ভুল করেননি তিনি।
শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন ডোয়েন ব্র্যাভো। তৃতীয় উইকেট হারাল পঞ্জাব।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পঞ্জাব কিংসের জার্সিতে প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লিয়াম লিভিংস্টোন। ২৭ বলে অর্ধশতরান করলেন লিভিংস্টোন।
৯.১ ওভারে শিখর ধাওয়ান চার মেরে দলের শতরান পূর্ণ করতে সাহায্য করলেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে পঞ্জাব।
ছয় নম্বর ওভারে শিখর ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোনের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
প্রথম ৫ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে পঞ্জাব কিংস।
প্রথম ৩ ওভারের মধ্যে অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল ও ভানুকা রাজাপক্ষর উইকেট হারিয়ে ফেলেছে পঞ্জাব। আর স্কোরবোর্ডে উঠেছে ২৯ রান।
দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব কিংস। রান আউট হলেন ভানুকা রাজাপক্ষ।
শুরুতেই ধাক্কা খেল পঞ্জাব কিংস। মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন মুকেশ চৌধুরি। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক।
ওপেনিংয়ে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ান।
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, রবীন উথাপ্পা, মইন আলি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, ডোয়াইন প্রিটোরিয়াস, ক্রিস জর্ডান, মুকেশ চৌধুরি।
X + I new ?! Cue the ?#CSKvPBKS #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/YRFHdWnVh4
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2022
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা, ওডেন স্মিথ, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, বৈভব আরোরা।
টসে জিতল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাডেজা। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন জাডেজা।
পঞ্জাব কিংসের জার্সিতে আজ অভিষেক হল বৈভর আরোরা ও জিতেশ শর্মার।
Congratulations to Vaibhav Arora & Jitesh Sharma who are set to make their debuts for @PunjabKingsIPL. ? ?
Follow the match ▶️ https://t.co/ZgMGLamhfU #TATAIPL | #CSKvPBKS pic.twitter.com/Uk5arKXnJi
— IndianPremierLeague (@IPL) April 3, 2022
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই ও পঞ্জাব। যার মধ্যে ১৫ বার জিতেছে কেকেআর। আর ১০ বার জিতেছে পঞ্জাব।
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পৌঁছে গেলেন বাটলার-রাবাডারা।
Super ?s have set off for #CSKvPBKS ?#SaddaPunjab #IPL2022 #PunjabKings #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/85YOLt3MY8
— Punjab Kings (@PunjabKingsIPL) April 3, 2022
ব্র্য়াবোর্ন স্টেডিয়ামে আজ মুখোমুখি দুই কিংস। চেন্নাই সুপার কিংস হারের হ্যাটট্রিক আটকানোর জন্য মরিয়া। আর অন্যদিকে মায়াঙ্করাও চান এই ম্যাচে জিততে।
Singa nadai into the Sunday evening.!
The clash of the Kings awaits… ?#WhistlePodu #Yellove #CSKvPBKS ?? pic.twitter.com/UQa507vYCB
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2022
ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে ম্যাচের জন্য তৈরি পঞ্জাব ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল।
Captain @mayankcricket ready to set the tone ? ?#TATAIPL | #CSKvPBKS | @PunjabKingsIPL pic.twitter.com/EOxkaot1UZ
— IndianPremierLeague (@IPL) April 3, 2022
আর কিছুক্ষণ পরই ব্র্যাবোর্নে শুরু হতে চলেছে চেন্নাই বনাম পঞ্জাব দ্বৈরথ।
Hello & welcome from the Brabourne Stadium – CCI for Match 1⃣1⃣ of the #TATAIPL 2022 ? ?
It's the @imjadeja-led @ChennaiIPL who will square off against the @PunjabKingsIPL, led by @mayankcricket. ? ? #CSKvPBKS
Which team are you rooting for tonight? ? ? pic.twitter.com/uC5U9XyW1J
— IndianPremierLeague (@IPL) April 3, 2022