CSK vs RCB, IPL 2021 Match19 Result: আরসিবির বিজয়রথ থামাল চেন্নাই

Apr 25, 2021 | 7:29 PM

CSK vs RCB Live Score: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

CSK vs RCB, IPL 2021 Match19 Result: আরসিবির বিজয়রথ থামাল চেন্নাই
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)

Follow Us

সুপার সানডের ধামাকাদার ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। লড়াইটা ছিল পয়েন্ট টেবলের এক নম্বর ও দুই নম্বরে থাকা দুই দলের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ১৯১ রান। বিরাটদের টার্গেট ছিল ১৯২। টানা চার ম্যাচে জেতা এবিডিরা এদিন চেন্নািয়ের কাছে ধরাশায়ী হয়ে যায়। টানা ৪ ম্যাচে জিতে বিরাটদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু পঞ্চম ম্যাচে বড়সড় ধাক্কা খেল আরসিবি। বিরাটদের বিজয়রথ থামিয়ে দিল ধোনির চেন্নাই। ৬৯ রানে ম্যাচ জিতল ধোনিব্রিগেড।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Apr 2021 07:16 PM (IST)

    আরসিবিকে ৬৯ রানে হারাল সিএসকে

    বিরাটদের বিজয়রথ থামিয়ে দিলেন ধোনিরা।

  • 25 Apr 2021 07:03 PM (IST)

    বাকি ৩ ওভার

    জয়ের জন্য প্রয়োজন ৮৮ রান। মাত্র ১৮টি বল বাকি রয়েছে


  • 25 Apr 2021 06:59 PM (IST)

    রান আউট জেমিসন

    ১৬ রান করে মাঠ ছাড়লেন কাইল জেমিসন

  • 25 Apr 2021 06:57 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ৯৫/৮

    পরপর উইকেট হারিয়ে চাপে বিরাট কোহলিরা।

  • 25 Apr 2021 06:43 PM (IST)

    সাইনির উইকেট তাহিরের খাতায়

    ২ রান করে সাজঘরে ফিরলেন নভদীপ সাইনি

  • 25 Apr 2021 06:38 PM (IST)

    হর্ষলের উইকেট নিলেন ইমরান তাহির

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন হর্ষল প্যাটেল

  • 25 Apr 2021 06:31 PM (IST)

    এবিডির উইকেট নিলেন জাডেজা

    ৪ রান করে আউট এবি ডিভিলিয়ার্স

  • 25 Apr 2021 06:30 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৮৩/৫

  • 25 Apr 2021 06:28 PM (IST)

    ফের উইকেট হারাল আরসিবি

    ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের উইকেট হারাল আরসিবি। জাডেজার বলে ১ রান করে আউট হলেন তিনি

  • 25 Apr 2021 06:22 PM (IST)

    জাডেজার খাতায় ম্যাক্সওয়েলের উইকেট

    ২২ রান করে সাজঘরে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল।

  • 25 Apr 2021 06:13 PM (IST)

    সুন্দরকে ফেরালেন জাডেজা

    ৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ওয়াশিংটন সুন্দর।

  • 25 Apr 2021 06:11 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

  • 25 Apr 2021 06:07 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৫৫/২

    প্রথম ৫ ওভারে  দুই উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৫৫ রান

  • 25 Apr 2021 06:06 PM (IST)

    দেবদত্ত আউট

    শার্দূল ঠাকুরের বলে আউট হলেন দেবদত্ত পাড়িক্কল। ৩৪ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 25 Apr 2021 06:01 PM (IST)

    বিরাটের উইকেট হারাল আরসিবি

    ৮ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি।

  • 25 Apr 2021 05:41 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল।

  • 25 Apr 2021 05:28 PM (IST)

    আরসিবির টার্গেট ১৯২

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে চেন্নাই তুলেছে ১৯১ রান।

  • 25 Apr 2021 05:28 PM (IST)

    জাডেজার হাফ সেঞ্চুরি

    ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা।

  • 25 Apr 2021 05:09 PM (IST)

    রায়ডু ফিরলেন সাজঘরে

    ১৪ রান করে মাঠ ছাড়লেন আম্বাতি রায়ডু

  • 25 Apr 2021 05:07 PM (IST)

    বাকি ৩ ওভার

    ১৭ ওভারে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৪০

  • 25 Apr 2021 05:06 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ১১৭/৩

    এই ওভার থেকে এসেছে ৬ রান।

  • 25 Apr 2021 04:48 PM (IST)

    দু প্লেসির উইকেট হারাল চেন্নাই

    হর্ষলের বলে আউট হলেন চেন্নাই ওপেনার ফাফ দু প্লেসি। ৫০ রান করে সাজঘরে ফিরলেন তিনি

  • 25 Apr 2021 04:46 PM (IST)

    সুরেশ রায়না আউট

    হর্ষল প্যাটেলের বলে ২৪ রানে আউট হলেন সুরেশ রায়না

  • 25 Apr 2021 04:44 PM (IST)

    দু প্লেসির হাফ সেঞ্চুরি

    ১৩.১ ওভারে ফাফ দু প্লেসি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন

  • 25 Apr 2021 04:44 PM (IST)

    চেন্নাইয়ের শতরান

    ১২.১ ওভারে সিএসকে দলগত শতরান পূর্ণ করল।

  • 25 Apr 2021 04:24 PM (IST)

    ১০ ওভারে চেন্নাই ৮৩/১

    ক্রিজে সুরেশ রায়না ও ফাফ দু প্লেসি।

  • 25 Apr 2021 04:21 PM (IST)

    ঋতুরাজকে ফেরালেন চাহাল

    ৩৩ রান করে সাজঘরে ফিরলেন ঋতুরাজ গায়কোয়াড।

  • 25 Apr 2021 04:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে চেন্নাই তুলেছে ৫১ রান।

  • 25 Apr 2021 04:02 PM (IST)

    চেন্নাইয়ের ৫০ রান

    ৬ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করল সিএসকে

  • 25 Apr 2021 03:54 PM (IST)

    ৫ ওভারে চেন্নাই ৩৭/০

    ভালো শুরু চেন্নাইয়ের। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে সিএসকে তুলেছে ৩৭ রান।

  • 25 Apr 2021 03:30 PM (IST)

    সিএসকের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ফাফ দু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড।

  • 25 Apr 2021 03:17 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, সুরেশ রায়না, ব্র্যাভো, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, শার্দূল ঠাকুর, দীপক চাহার।

  • 25 Apr 2021 03:14 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, হর্ষল প্যাটেল, কাইল জেমিসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 25 Apr 2021 03:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

  • 25 Apr 2021 02:38 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    আইপিএলে এই নিয়ে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার মধ্যে ১৬ বার জিতেছে সিএসকে। ৯ বার জিতেছে আরসিবি।