CSK vs RCB, IPL 2021 Match19 Result: আরসিবির বিজয়রথ থামাল চেন্নাই

CSK vs RCB Live Score: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

CSK vs RCB, IPL 2021 Match19 Result: আরসিবির বিজয়রথ থামাল চেন্নাই
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)

Apr 25, 2021 | 7:29 PM

সুপার সানডের ধামাকাদার ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। লড়াইটা ছিল পয়েন্ট টেবলের এক নম্বর ও দুই নম্বরে থাকা দুই দলের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ১৯১ রান। বিরাটদের টার্গেট ছিল ১৯২। টানা চার ম্যাচে জেতা এবিডিরা এদিন চেন্নািয়ের কাছে ধরাশায়ী হয়ে যায়। টানা ৪ ম্যাচে জিতে বিরাটদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু পঞ্চম ম্যাচে বড়সড় ধাক্কা খেল আরসিবি। বিরাটদের বিজয়রথ থামিয়ে দিল ধোনির চেন্নাই। ৬৯ রানে ম্যাচ জিতল ধোনিব্রিগেড।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Apr 2021 07:16 PM (IST)

    আরসিবিকে ৬৯ রানে হারাল সিএসকে

    বিরাটদের বিজয়রথ থামিয়ে দিলেন ধোনিরা।

  • 25 Apr 2021 07:03 PM (IST)

    বাকি ৩ ওভার

    জয়ের জন্য প্রয়োজন ৮৮ রান। মাত্র ১৮টি বল বাকি রয়েছে

  • 25 Apr 2021 06:59 PM (IST)

    রান আউট জেমিসন

    ১৬ রান করে মাঠ ছাড়লেন কাইল জেমিসন

  • 25 Apr 2021 06:57 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ৯৫/৮

    পরপর উইকেট হারিয়ে চাপে বিরাট কোহলিরা।

  • 25 Apr 2021 06:43 PM (IST)

    সাইনির উইকেট তাহিরের খাতায়

    ২ রান করে সাজঘরে ফিরলেন নভদীপ সাইনি

  • 25 Apr 2021 06:38 PM (IST)

    হর্ষলের উইকেট নিলেন ইমরান তাহির

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন হর্ষল প্যাটেল

  • 25 Apr 2021 06:31 PM (IST)

    এবিডির উইকেট নিলেন জাডেজা

    ৪ রান করে আউট এবি ডিভিলিয়ার্স

  • 25 Apr 2021 06:30 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৮৩/৫

  • 25 Apr 2021 06:28 PM (IST)

    ফের উইকেট হারাল আরসিবি

    ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের উইকেট হারাল আরসিবি। জাডেজার বলে ১ রান করে আউট হলেন তিনি

  • 25 Apr 2021 06:22 PM (IST)

    জাডেজার খাতায় ম্যাক্সওয়েলের উইকেট

    ২২ রান করে সাজঘরে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল।

  • 25 Apr 2021 06:13 PM (IST)

    সুন্দরকে ফেরালেন জাডেজা

    ৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ওয়াশিংটন সুন্দর।

  • 25 Apr 2021 06:11 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

  • 25 Apr 2021 06:07 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৫৫/২

    প্রথম ৫ ওভারে  দুই উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৫৫ রান

  • 25 Apr 2021 06:06 PM (IST)

    দেবদত্ত আউট

    শার্দূল ঠাকুরের বলে আউট হলেন দেবদত্ত পাড়িক্কল। ৩৪ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 25 Apr 2021 06:01 PM (IST)

    বিরাটের উইকেট হারাল আরসিবি

    ৮ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি।

  • 25 Apr 2021 05:41 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল।

  • 25 Apr 2021 05:28 PM (IST)

    আরসিবির টার্গেট ১৯২

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে চেন্নাই তুলেছে ১৯১ রান।

  • 25 Apr 2021 05:28 PM (IST)

    জাডেজার হাফ সেঞ্চুরি

    ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা।

  • 25 Apr 2021 05:09 PM (IST)

    রায়ডু ফিরলেন সাজঘরে

    ১৪ রান করে মাঠ ছাড়লেন আম্বাতি রায়ডু

  • 25 Apr 2021 05:07 PM (IST)

    বাকি ৩ ওভার

    ১৭ ওভারে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৪০

  • 25 Apr 2021 05:06 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ১১৭/৩

    এই ওভার থেকে এসেছে ৬ রান।

  • 25 Apr 2021 04:48 PM (IST)

    দু প্লেসির উইকেট হারাল চেন্নাই

    হর্ষলের বলে আউট হলেন চেন্নাই ওপেনার ফাফ দু প্লেসি। ৫০ রান করে সাজঘরে ফিরলেন তিনি

  • 25 Apr 2021 04:46 PM (IST)

    সুরেশ রায়না আউট

    হর্ষল প্যাটেলের বলে ২৪ রানে আউট হলেন সুরেশ রায়না

  • 25 Apr 2021 04:44 PM (IST)

    দু প্লেসির হাফ সেঞ্চুরি

    ১৩.১ ওভারে ফাফ দু প্লেসি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন

  • 25 Apr 2021 04:44 PM (IST)

    চেন্নাইয়ের শতরান

    ১২.১ ওভারে সিএসকে দলগত শতরান পূর্ণ করল।

  • 25 Apr 2021 04:24 PM (IST)

    ১০ ওভারে চেন্নাই ৮৩/১

    ক্রিজে সুরেশ রায়না ও ফাফ দু প্লেসি।

  • 25 Apr 2021 04:21 PM (IST)

    ঋতুরাজকে ফেরালেন চাহাল

    ৩৩ রান করে সাজঘরে ফিরলেন ঋতুরাজ গায়কোয়াড।

  • 25 Apr 2021 04:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে চেন্নাই তুলেছে ৫১ রান।

  • 25 Apr 2021 04:02 PM (IST)

    চেন্নাইয়ের ৫০ রান

    ৬ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করল সিএসকে

  • 25 Apr 2021 03:54 PM (IST)

    ৫ ওভারে চেন্নাই ৩৭/০

    ভালো শুরু চেন্নাইয়ের। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে সিএসকে তুলেছে ৩৭ রান।

  • 25 Apr 2021 03:30 PM (IST)

    সিএসকের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ফাফ দু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড।

  • 25 Apr 2021 03:17 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, সুরেশ রায়না, ব্র্যাভো, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, শার্দূল ঠাকুর, দীপক চাহার।

  • 25 Apr 2021 03:14 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, হর্ষল প্যাটেল, কাইল জেমিসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 25 Apr 2021 03:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

  • 25 Apr 2021 02:38 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    আইপিএলে এই নিয়ে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার মধ্যে ১৬ বার জিতেছে সিএসকে। ৯ বার জিতেছে আরসিবি।