নয়াদিল্লি: প্রতিটা মিনিট কমছে। অপেক্ষা বাড়ছে বিশ্বকাপের। ২০১১ সালের পর ফের দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। ৫ অক্টোবর শুরু ওয়ান ডে বিশ্বকাপ। টিম ইন্ডিয়া কোন জার্সিতে খেলবে, সেই স্বপ্নের আত্মপ্রকাশ হল। নীল জার্সির ক্রিকেটারদের রঙিন স্বপ্ন। ওয়ান ডে ফরম্যাটে এখনও অবধি দু-বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শেষ বার ২০১১ সালে। আইসিসি টুর্নামেন্টে ভারতের ট্রফি খরা চলছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। এর পর থেকে আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল এবং ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফি আসছে না। এ বার কি সেই খরা কাটবে? জার্সি উন্মোচনে যেন টিম ইন্ডিয়ার সেই শপথ! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একটি ভিডিয়ো সংয়ের মাধ্যমে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সি প্রকাশ করল অ্যাডিডাস। ভারতীয় গায়ক রাফতারের গান ‘৩ কা ড্রিম’ অর্থাৎ তৃতীয় বার বিশ্বজয়ের স্বপ্ন, এই জার্সি প্রকাশের ভিডিয়োতে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেটে কপিল দেবের হাত ধরে রূপকথা তৈরি হয়। ২০১১ সালে দ্বিতীয় বার ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ। তৃতীয় বিশ্বকাপের লক্ষ্যে ঘরের মাঠে নামছে ভারত।
1983 ignited the spark.
2011 brought in glory.
2023 marks the beginning of #3KaDream. pic.twitter.com/1eA0mRiosV— adidas (@adidas) September 20, 2023
টিম ইন্ডিয়ার পোশাক স্পনসর অ্যাডিডাস বিশ্বকাপের জার্সিতে কিছুটা পরিবর্তনও এনেছে। কাঁধে রয়েছে তিনটি স্ট্রাইপ। রয়েছে তেরঙাও। এছাড়াও দুটি বিশ্বকাপ জয়ের স্টার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের লোগো থাকছে। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। চেন্নাইতে প্রথম প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।