CWC 2023: বিশ্বকাপে রয়েছে ডবল হ্যাটট্রিক, ব্যাট হাতে করলেন ১৩ বলে ৬০ রান!
World Cup 2023 Qualifier, Curtis Campher: হাতে গোনা কয়েকজনের মধ্যে রয়েছেন আয়ার্ল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নজির গড়েছিলেন।

কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে হাতে গোনা কয়েক জন বোলারের ডবল হ্যাটট্রিক রয়েছে। অর্থাৎ টানা চার বলে চার উইকেট। আর এই হাতে গোনা কয়েকজনের মধ্যে রয়েছেন আয়ার্ল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নজির গড়েছিলেন। এ বার ব্যাট হাতেও নজর কাড়লেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলছে আয়ার্ল্যান্ড। এদিন স্কটল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান ক্যাম্ফার। এর মধ্যে ১৩ বলে ৬০ রানও তুলেছেন। তাঁর ইনিংসেও অবশ্য জিততে পারল না আয়ার্ল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বছর ভারতের মাটিতে বসছে ওয়ান ডে বিশ্বকাপের আসর। আটটি দল নিশ্চিত। বাকি দুটি জায়গার জন্য লড়াইয়ে ১০টি দেশ। জিম্বাবোয়েতে চলছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। এদিন আয়ার্ল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচের ফয়সালা হয় শেষ বলে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে আয়ার্ল্যান্ড। মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারায় তারা। এমন পরিস্থিতিতে নামেন কার্টিস ক্যাম্ফার। ১০৮ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যাম্ফার। ৯টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি মেরেছেন। অর্থাৎ বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মিলিয়ে ১৩ বলে যোগ করেন ৬০ রান। কার্টিস ক্যাম্ফারের শতরান এবং জর্জ ডকরেলের ৬৯ রানের সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান করে আয়ার্ল্যান্ড।
রান তাড়ায় নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। একটা সময় মনে হয়েছিল আয়ার্ল্যান্ডের জয় যেন সময়ের অপেক্ষা। ব্যাটিংয়ে শতরানের পর বোলিংয়েও নজর কাড়েন মিডিয়াম পেসার কার্টিস ক্যাম্ফার। ৮ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। যদিও শেষ রক্ষা হল না। সাতে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ডের মাইকেল লিস্ক মাত্র ৬১ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন। শেষ বলে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় স্কটল্যান্ড।





